নাঈম শেখের তাণ্ডব, জিতল দলও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১৪: ৫৪
ফিফটি করেছেন নাঈম শেখ। ছবি: ওয়ালটনের সৌজন্যে

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে সহজ জয় পেয়ে ঢাকা মহানগর। সিলেট একাডেমি গ্রাউন্ডে আজ বরিশালকে ৩১ রানে হারিয়েছে তারা। আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ইমরানুজ্জামান ও নাঈম শেখের জোড়া ফিফটিতে ৪ উইকেটে ১৯২ রান সংগ্রহ করে মহানগর। ১৯৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৮ উইকেটে ১৬১ রানে থামে বরিশালের ইনিংস।

নিজেদের প্রথম ম্যাচে টস জিতে মহানগরকে আগে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। অধিনায়ক নাঈম ও ইমরানুজ্জামান মিলে ওপেনিং জুটিতে ১১ ওভারে ১১৯ রান তোলেন। নাঈম ৩৫ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ফেরেন নাঈম। ৪টি ছক্কার সঙ্গে মেরেছেন ৫টি চার। পেসার মেহেদী হাসানের বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে নূর মুহাম্মদের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

তারপরপরই ফিরে যান ইমরানুজ্জামান। ৩৩ বলে ৫৩ রান করা এই ব্যাটারও নাঈমের মতোই ৪টি ছক্কা মারেন, ছিল দুটি চারও। ২৫ বল ৩৬ রানে অপরাজিত থাকেন তাহজিবুল ইসলাম। এ ছাড়া আনিসুল ইসলাম ও আবু হায়দার রনি সমান ১৫ রান করে। মহানগর পায় ৪ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ। বরিশালের মেহেদী নিয়েছেন দুটি উইকেট।

১৯৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে বরিশাল শুরুতেই বিপর্যয়ে পড়ে। দলীয় ১৪ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার আবদুল মজিদ (৯) ও মঈনুল ইসলাম (০)। পেসার আবু হায়দার রনি ও আলিস আল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে এই বিপর্যয় ঘটে।

তিন নম্বরে নামা ফজলে মাহমুদ রাব্বি একাই লড়াই চালিয়ে যান। ৫২ বলে ৫টি ছক্কা ও ৪টি চারে ৭৭ রানের ইনিংস খেললেও তার চেষ্টায় দলকে জয় এনে দিতে পারেনি। শেষ দিকে অধিনায়ক সোহাগ গাজীর ৩২ বলে ৪০ রানের ইনিংসও দলের হারের ব্যবধান কমাতে পারে শুধু। ২০ ওভার শেষে বরিশাল ৮ উইকেটে ১৬১ রানের বেশি করতে পারেনি। মহানগরের বোলারদের মধ্যে রাকিবুল হাসান ৩ উইকেট নিয়েছেন। ম্যাচসেরার পুরস্কার হাতে তুলেছেন মহানগরের ওপেনার নাঈম শেখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত