ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। জানা গেল, মার্কিন মুলুকে সীমিত ওভারের এই বিশ্ব আসর শুরু হবে ২০২৪ সালের ৪ জুন, চলবে ৩০ জুন পর্যন্ত।
আনুষ্ঠানিকভাবে আগামী বিশ্বকাপের সূচি ঘোষণা এখনো দেয়নি ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই সম্ভাব্য সূচি জানিয়েছে।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে। ২০১০ সালে এই বিশ্বকাপের তৃতীয় সংস্করণে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এবার প্রতিবেশী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে নবম সংস্করণের স্বাগতিক উইন্ডিজ।
ক্রিকইনফোর প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বকাপের ম্যাচ হবে ১০টি ভেন্যুতে। যুক্তরাষ্ট্রের ভেন্যুর মধ্যে তালিকায় আছে ফ্লোরিডা, মরিসভিলে, ডালাস ও নিউইয়র্ক। আইসিসির পরিদর্শক দল এই সপ্তাহের মধ্যে এসব ভেন্যু পরিদর্শন করতে পারে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ফ্লোরিডার লাওডারহিলে ইতিমধ্যে আন্তর্জাতিক ম্যাচও হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার চলমান সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটিও হতে পারে সেখানে।
মরিসভিলে ও ডালাসে হচ্ছে মেজর লিগ ক্রিকেটের প্রথম সংস্করণও। অবশ্য ডালাসের প্রেইরি স্টেডিয়াম, মরিসভিলের চার্চ স্ট্রিট পার্ক ও নিউইয়র্কের কোর্টল্যান্ড পার্ক এখনো আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায়নি। জানা গেছে, কয়েক মাসের মধ্যে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) ও যুক্তরাষ্ট্র ক্রিকেটের (ইউএএসএসি) সঙ্গে বৈঠকের পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।
ওয়ানডে বিশ্বকাপে জায়গা না হলেও এ সপ্তাহে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। গতকাল আঞ্চলিক বাছাইপর্বের সাঁকো পেরিয়ে তাদের সঙ্গী হয়েছে পাপুয়া নিউগিনি। ওশেনিয়ার দ্বীপরাষ্ট্রটি ইস্ট এশিয়া-প্যাসিফিক বাছাইপর্বের শীর্ষ স্থান নিশ্চিত করেছে মালয়েশিয়াকে হারিয়ে। আর ইউরোপ অঞ্চলের বাছাইয়ের শীর্ষ দুই দল হিসেবে বিশ্বকাপে জায়গা পেয়েছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাবে এক দল, আফ্রিকা ও এশিয়া অঞ্চলের বাছাই থেকে দুটি করে বিশ্বকাপের টিকিট পাবে। আগামী মাসেই জানা যাবে, এসব অঞ্চল থেকে কারা বিশ্বকাপে খেলবে।
আঞ্চলিক বাছাইয়ের আগেই টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে ২০২৪ বিশ্বকাপ নিশ্চিত করেছে ১২ দল। তাদের মধ্যে আছে স্বাগতিক দুই দেশও। ২০২৪ বিশ্বকাপের ফরম্যাটেও আসতে পারে পরিবর্তন। ২০২২-২১ মৌসুমে সংযুক্ত আরব আমিরাত ও ২০২২ সালে অস্ট্রেলিয়াও যে পদ্ধতিতে খেলা হয়েছে, তাতে ভিন্নতা আসতে পারে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে। গত দুই সংস্করণে প্রথম রাউন্ডের পর শুরু হয় সুপার টুয়েলভ। হবে এবার ২০ দলকে ভাগ করা হবে চার গ্রুপে। প্রথম রাউন্ড থেকে প্রত্যেক গ্রুপের দুই দল জায়গা করে নেবে সুপার-৮-এ। এই আট দলকে আবার ভাগ করা হবে দুই গ্রুপে। এখান থেকে দুই গ্রুপের দুই শীর্ষ দল যাবে সেমিফাইনালে।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। জানা গেল, মার্কিন মুলুকে সীমিত ওভারের এই বিশ্ব আসর শুরু হবে ২০২৪ সালের ৪ জুন, চলবে ৩০ জুন পর্যন্ত।
আনুষ্ঠানিকভাবে আগামী বিশ্বকাপের সূচি ঘোষণা এখনো দেয়নি ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই সম্ভাব্য সূচি জানিয়েছে।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে। ২০১০ সালে এই বিশ্বকাপের তৃতীয় সংস্করণে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এবার প্রতিবেশী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে নবম সংস্করণের স্বাগতিক উইন্ডিজ।
ক্রিকইনফোর প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বকাপের ম্যাচ হবে ১০টি ভেন্যুতে। যুক্তরাষ্ট্রের ভেন্যুর মধ্যে তালিকায় আছে ফ্লোরিডা, মরিসভিলে, ডালাস ও নিউইয়র্ক। আইসিসির পরিদর্শক দল এই সপ্তাহের মধ্যে এসব ভেন্যু পরিদর্শন করতে পারে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ফ্লোরিডার লাওডারহিলে ইতিমধ্যে আন্তর্জাতিক ম্যাচও হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার চলমান সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটিও হতে পারে সেখানে।
মরিসভিলে ও ডালাসে হচ্ছে মেজর লিগ ক্রিকেটের প্রথম সংস্করণও। অবশ্য ডালাসের প্রেইরি স্টেডিয়াম, মরিসভিলের চার্চ স্ট্রিট পার্ক ও নিউইয়র্কের কোর্টল্যান্ড পার্ক এখনো আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায়নি। জানা গেছে, কয়েক মাসের মধ্যে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) ও যুক্তরাষ্ট্র ক্রিকেটের (ইউএএসএসি) সঙ্গে বৈঠকের পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।
ওয়ানডে বিশ্বকাপে জায়গা না হলেও এ সপ্তাহে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। গতকাল আঞ্চলিক বাছাইপর্বের সাঁকো পেরিয়ে তাদের সঙ্গী হয়েছে পাপুয়া নিউগিনি। ওশেনিয়ার দ্বীপরাষ্ট্রটি ইস্ট এশিয়া-প্যাসিফিক বাছাইপর্বের শীর্ষ স্থান নিশ্চিত করেছে মালয়েশিয়াকে হারিয়ে। আর ইউরোপ অঞ্চলের বাছাইয়ের শীর্ষ দুই দল হিসেবে বিশ্বকাপে জায়গা পেয়েছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাবে এক দল, আফ্রিকা ও এশিয়া অঞ্চলের বাছাই থেকে দুটি করে বিশ্বকাপের টিকিট পাবে। আগামী মাসেই জানা যাবে, এসব অঞ্চল থেকে কারা বিশ্বকাপে খেলবে।
আঞ্চলিক বাছাইয়ের আগেই টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে ২০২৪ বিশ্বকাপ নিশ্চিত করেছে ১২ দল। তাদের মধ্যে আছে স্বাগতিক দুই দেশও। ২০২৪ বিশ্বকাপের ফরম্যাটেও আসতে পারে পরিবর্তন। ২০২২-২১ মৌসুমে সংযুক্ত আরব আমিরাত ও ২০২২ সালে অস্ট্রেলিয়াও যে পদ্ধতিতে খেলা হয়েছে, তাতে ভিন্নতা আসতে পারে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে। গত দুই সংস্করণে প্রথম রাউন্ডের পর শুরু হয় সুপার টুয়েলভ। হবে এবার ২০ দলকে ভাগ করা হবে চার গ্রুপে। প্রথম রাউন্ড থেকে প্রত্যেক গ্রুপের দুই দল জায়গা করে নেবে সুপার-৮-এ। এই আট দলকে আবার ভাগ করা হবে দুই গ্রুপে। এখান থেকে দুই গ্রুপের দুই শীর্ষ দল যাবে সেমিফাইনালে।
ইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
১ ঘণ্টা আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
২ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, টেস্ট ক্রিকেট
২ ঘণ্টা আগে