ক্রীড়া ডেস্ক
এবারের বিশ্বকাপে সময়টা বেশ ভালোই কাটাচ্ছিলেন বাস ডি লিড। তবে পার্থে গতকালের দিনটি যেন ডি লিডের কাছে ভুলে যাওয়ার মতোই একটি দিন। কেননা হারিস রউফের বলে মারাত্মক আহত হয়ে চোখের নিচে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে ডি লিডকে। আর ম্যাচ শেষে ডাচ অলরাউন্ডারের আরোগ্য কামনা করেছেন রউফ।
গতকাল পার্থে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচের ঘটনা। নেদারল্যান্ডসের ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলে বাউন্সার দেন রউফ। পুল করতে চেয়েছিলেন ডি লিড। তবে বল হেলমেটে লেগে ডি লিডের রক্তারক্তি অবস্থা। ফিজিওর সঙ্গে সঙ্গে পাকিস্তানি ক্রিকেটাররাও ছুটে আসেন। পরে আর খেলতে পারেননি এই ডাচ অলরাউন্ডার। ম্যাচ শেষে দেখা গেছে ডি লিডের সঙ্গে আলিঙ্গন করছেন রউফ। পাকিস্তানি পেসার তখন বললেন, ‘তুমি আরও দারুণভাবে ফিরবে।’
এই বিশ্বকাপে ডি লিড খেলেছেন ৬ ম্যাচ। ২০ গড়ে করেছেন ৮০ রান। বোলিংয়ে ৮.৬৬ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। প্রথম রাউন্ডে নেদারল্যান্ডস যে দুই ম্যাচ জিতেছে, দুটোতেই ম্যাচসেরা হয়েছিলেন এই অলরাউন্ডার। আর রউফ এই বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে নিয়েছেন ৪ উইকেট। পাকিস্তানি এই পেসারের বোলিং ইকোনমি ৫.২৭।
এবারের বিশ্বকাপে সময়টা বেশ ভালোই কাটাচ্ছিলেন বাস ডি লিড। তবে পার্থে গতকালের দিনটি যেন ডি লিডের কাছে ভুলে যাওয়ার মতোই একটি দিন। কেননা হারিস রউফের বলে মারাত্মক আহত হয়ে চোখের নিচে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে ডি লিডকে। আর ম্যাচ শেষে ডাচ অলরাউন্ডারের আরোগ্য কামনা করেছেন রউফ।
গতকাল পার্থে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচের ঘটনা। নেদারল্যান্ডসের ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলে বাউন্সার দেন রউফ। পুল করতে চেয়েছিলেন ডি লিড। তবে বল হেলমেটে লেগে ডি লিডের রক্তারক্তি অবস্থা। ফিজিওর সঙ্গে সঙ্গে পাকিস্তানি ক্রিকেটাররাও ছুটে আসেন। পরে আর খেলতে পারেননি এই ডাচ অলরাউন্ডার। ম্যাচ শেষে দেখা গেছে ডি লিডের সঙ্গে আলিঙ্গন করছেন রউফ। পাকিস্তানি পেসার তখন বললেন, ‘তুমি আরও দারুণভাবে ফিরবে।’
এই বিশ্বকাপে ডি লিড খেলেছেন ৬ ম্যাচ। ২০ গড়ে করেছেন ৮০ রান। বোলিংয়ে ৮.৬৬ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। প্রথম রাউন্ডে নেদারল্যান্ডস যে দুই ম্যাচ জিতেছে, দুটোতেই ম্যাচসেরা হয়েছিলেন এই অলরাউন্ডার। আর রউফ এই বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে নিয়েছেন ৪ উইকেট। পাকিস্তানি এই পেসারের বোলিং ইকোনমি ৫.২৭।
৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশন তো দূর কি বাত, সফরকারীরা টিকতে পেরেছে ১৩.৫ বল। মাত্র ৪২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে লঙ্কানরা। টেস্টে এক ইনিংসে এটিই সর্বনিম্ন স্কোর তাদের।
১১ ঘণ্টা আগেবৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল জিম্বাবুয়ে। আর একটি ম্যাচ জিতলেই নিজেদের করে নিতে পারত সিরিজ। সঙ্গে প্রথমবারের মতো পেত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল জিম্বাবুয়েনদের।
১২ ঘণ্টা আগে৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশনও টিকতে পারেনি সফরকারীরা। আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের পর ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা অলআউট হয়েছে মাত্র ৪২ রানে! যার মধ্যে আবার ৬ রানই এসেছে অতিরিক্ত থেকে।
১৫ ঘণ্টা আগে