অধিনায়কত্বের বিষয়ে বিসিবিকে জিজ্ঞেস করতে বললেন লিটন

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। নেতৃত্ব দেওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলকেও। যদিও নিয়মিত অধিনায়কদের অনুপস্থিতিতে ইতিমধ্যে সব সংস্করণ মিলিয়ে দলকে ৯ ম্যাচ নেতৃত্ব দিয়েছেন। তবে ভবিষ্যতে উইকেটরক্ষক ব্যাটারের কাঁধে স্থায়ীভাবে দায়িত্ব দেওয়ার কথা ভাবচ্ছিল বিসিবি।

কিন্তু গতকাল লিটন নন, নাজমুল হোসেন শান্তকে তিন সংস্করণের অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি। নেতৃত্ব পাওয়ার দৌড়ে শেষ মুহূর্তে বাদ পড়ায় অধিনায়কত্বের বিষয়ে তাঁকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল। তবে উত্তরটা নিজে না দিয়ে বোর্ডের কোর্টে ঠেলে দিয়েছেন কুমিল্লার অধিনায়ক। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৭৩ রানের জয় পাওয়ার পর ম্যাচ শেষে লিটন বলেছেন, ‘এটা আমি জানি না। এটা বোর্ডের কাউকে প্রশ্ন করলে ভালো হয়। ওটা এখন অতীত হয়ে গেছে। এখন বিপিএলে আছি বিপিএল নিয়ে থাকি। যেহেতু ইতিমধ্যে নতুন অধিনায়ক ঘোষণা করে দিয়েছে, এখানে তো কথা বলার কিছু নেই।’ 

জয়ের ম্যাচে সব আলো ইংল্যান্ডের দুই ক্রিকেটার উইল জ্যাকস ও মঈন আলি। এবারের বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন জ্যাকস। ৫৩ বলে ১০৮ রানের ঝোড়ো ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ১০ ছক্কায়। আর ব্যাটিংয়ে ২৪ বলে ৫৩ রানের ইনিংস খেলার পর টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়েছেন অলরাউন্ডার মঈন। মঈনের মতোই ৪ উইকেট নিয়ে কুমিল্লার জয়ে অবদান রেখেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। 

ম্যাচের সব আলো তিন ক্রিকেটারই নিলেও ইনিংস ওপেন করতে নেমে আজ শুরু থেকেই ঝড় তুলেছেন লিটন। ৩১ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। টুর্নামেন্টের শুরুতে রান না পাওয়া লিটনের এটি প্রথম ফিফটি। নিজের ইনিংস নিয়ে বলেছেন, ‘মতামতের কিছু নেই। চেষ্টা করছি, অনুশীলন করছি। কীভাবে কামব্যাক করা যায়। এখনো আমার ব্যাটিংয়ে অনেক উন্নতির জায়গা আছে। সামনে আরও কাজ করতে হবে। দলকে ভালো একটা শুরু এনে দিতে পেরে খুশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত