লিটনকে নিয়ে হতাশ হতে না করেছেন লঙ্কান ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১১: ৫৭
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৭: ৩৪
Thumbnail image
দীর্ঘদিন ধরে ধুঁকছেন লিটন দাস। ছবি: ফেসবুক

হ্যালির ধূমকেতুর মতো হঠাৎ হঠাৎ জ্বলে ওঠেন লিটন দাস। কোনো এক ম্যাচে ফিফটি বা সেঞ্চুরির পর দীর্ঘদিন থাকেন ‘ঘুমিয়ে’। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ব্যতিক্রম কিছু হচ্ছে না। এমন দুঃসময়ে লিটন পাচ্ছেন লঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরাকে।

ঢাকা ক্যাপিটালসের মতো এবারের বিপিএলে লিটনও ছন্দহীন। দল প্রথম তিন ম্যাচের তিনটিতে হেরেছে। লিটন ৩ ম্যাচে করেছেন ৩৩ রান। যার মধ্যে রংপুর রাইডার্সের বিপক্ষে করেন ২৭ বলে ৩১ রান। পরের দুই ম্যাচে করেন ০ ও ২ রান। অফফর্মে থাকা লিটনের নাম উঠে যাচ্ছে বিব্রতকর রেকর্ডে। এমন সময়ে ঢাকার অধিনায়ক পেরেরার কথাই লিটনকে উজ্জীবিত করতে পারে ভালো ইনিংস খেলতে। খুলনা টাইগার্সের কাছে ২০ রানে হারের পর গত রাতে সংবাদ সম্মেলনে পেরেরা বলেন, ‘সে (লিটন) আসলে ভালো খেলোয়াড়। ব্যর্থতা সবারই আসে। এরই নাম জীবন। এখানে সময়ের ব্যাপার। পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের সবারই ঘুরে দাঁড়াতে হবে।’

টেস্টে তুলনামূলক ভালো ফর্মে থাকলেও সাদা বলের ক্রিকেটে লিটন ধুঁকছেন নিয়মিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৬ ইনিংসে করেন ২৩ রান। ডাক মারার ঘটনাও রয়েছে সেখানে। ধুঁকতে থাকা লিটনকে নিয়ে পেরেরা বলেন, ‘এখন লিটন রানে নেই। তবে সে আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আশা করছি, সে অবশ্যই ঘুরে দাঁড়াবে।’

খুলনার দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে নেমে ঢাকা ৪১ রানে হারিয়েছে ৬ উইকেট। ঢাকার পরাজয়ের ব্যবধান যতটা বেশি মনে হচ্ছিল, ততটা হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রানে আটকে যায় তাদের ইনিংস। পেরেরা ৬০ বলে ১০৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৯ চার ও ৭ ছক্কা মেরেছেন। বিপিএল ইতিহাসে সপ্তমবারের মতো কোনো ব্যাটার সেঞ্চুরির পরও দল হারার ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত