Ajker Patrika

অস্ট্রেলীয়দের কাছে ধবলধোলাইয়ের মুখে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক    
শ্রীলঙ্কার আরেকটি উইকেটের পতন। উচ্ছ্বাস অস্ট্রেলীয় ফিল্ডারদের। ছবি: এএফপি
শ্রীলঙ্কার আরেকটি উইকেটের পতন। উচ্ছ্বাস অস্ট্রেলীয় ফিল্ডারদের। ছবি: এএফপি

এই তো গত সেপ্টেম্বরেই ঘরের মাঠে নিউজিল্যান্ডকে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করেছিল শ্রীলঙ্কা। সে হিসেবে সবাই আশা করেছিলেন এবার নিউজিল্যান্ডের তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দৃঢ়তা দেখাবেন লঙ্কানরা। কিন্তু কোথায় কি, উল্টো এবার নিজেরাই হোয়াইটওয়াশ হওয়ার পথে। প্রথম টেস্টে নিজেদের টেস্ট ইতিহাসের ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও হারের খুব কাছে লঙ্কানরা।

গলেতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২৫৭ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪১৪ রান তুললে ইনিংস হার চোখ রাঙাচ্ছিল স্বাগতিকদের। অ্যাঞ্জেলো ম্যাথুসের ৭৬ এবং কামিন্দু মেন্ডিসের অপরাজিত ৪৮ রানের সুবাদে শ্রীলঙ্কা ইনিংস হার এড়াতে পারও, হারের খুব কাছাকাছিই অবস্থান স্বাগতিকদের। তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার রান ৮ উইকেটে ২১১। লিড মাত্র ৫৪। বাকি ২ উইকেট নিয়ে যত ভালোই করুক না শ্রীলঙ্কা, লিডটা কিছুতেই অস্ট্রেলিয়ার নাগালের বাইরে যাওয়ার কথা নয়।

১৫৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রথম ইনিংসের মতোই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তাঁরা। নিজের বিদায়ী টেস্টে প্রথম ইনিংসে ৩২ করা দিমুথ করুনারত্নে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ (১৪)। প্রথম ইনিংসে হার না মানা ৮৫ রান করা কুশল মেন্ডিস দ্বিতীয় ইনিংসেও দলের ভরসা হয়ে ৪৮ রানে অপরাজিত আছেন। সতীর্থদের ব্যর্থতার মিছিলে মেন্ডিসের দাঁড়িয়ে যাওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৭৬ করেন অ্যাঞ্জেলো ম্যাথুস।

এর আগে অস্ট্রেলিয়া ৪১৪ রানে শেষ করে প্রথম ইনিংস। আগের দিনের অপরাজিত দুই সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি এদিন অবশ্য খুব দূর এগোতে পারেননি। আগের দিনের ১২০ রান নিয়ে খেলা শুরু করা স্মিথ আউট হয়েছেন ১৩১ রানে। আর ১৩৯ রান নিয়ে দিন শুরু করা ক্যারি আউট হয়েছেন ১৫৬ রানে। আগের দিনের ২৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে এদিন তাঁরা যোগ করতে পারেন মাত্র ২০ রান। ৪১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৪১৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত