Ajker Patrika

লিটন কেন ড্রেসিংরুমে কাঁদতেন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ০১
লিটন কেন ড্রেসিংরুমে কাঁদতেন

‘কোক কি নামিয়ে দেব?’—এক সাংবাদিকের মজা করে বলা কথাটা শুনে বেশ একটা অট্টহাসি দিলেন লিটন দাস। তারপর বললেন, ‘না ভাই, কোক আমারও চলে, মাঝে মাঝে।’ আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন শুরুর আগে বাংলাদেশ ব্যাটারের এ কথা শুনে সবাই হাসলেন। 

ক্রিস্টিয়ানো রোনালদো একবার সংবাদ সম্মেলনে এসে কোকাকোলার বোতল টেবিল থেকে সরিয়ে ফেলে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন। ক্রীড়াঙ্গনে অবশ্য এখন এই দৃশ্য প্রায় দেখা যায়। পানির বোতলের সঙ্গে থাকা কোক বা পেপসির বোতল সরিয়ে দিচ্ছেন কোনো কোনো তারকা। 

সাংবাদিকের জানতে চাওয়া সত্ত্বেও অবশ্য সেই দৃশ্যের পুনরাবৃত্তির পথে গিয়ে আরেকটি আলোচনার জন্ম দিলেন না লিটন। এখন যে তাঁর পূর্ণ মনোযোগ ভারত সিরিজের দিকে। রাওয়ালপিন্ডিতে কী অসাধারণ ব্যাটিংই না তিনি করেছেন। ভারত সফরেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে কয়েক দিন ধরে মিরপুরে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তিনি। 

আজ সংবাদ সম্মেলনেও এসে লিটন জানালেন, দলের প্রয়োজনে আরও দায়িত্বশীল হতে চান। আগে যেভাবে দায়িত্বহীনভাবে উইকেট দিয়ে আসতেন পাকিস্তান সফরে, সেটি দেখা যায়নি তাঁর মধ্যে। সিরিজের দ্বিতীয় টেস্টে দায়িত্ব কাঁধে নিয়ে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন। লম্বা সময় ধরে জাতীয় দলের হয়ে খেলা লিটন যে এখন আর ‘সম্ভাবনাময়ী, তরুণ’ এসব নয় সেটিও বললেন নিজে থেকে, ‘প্রায় ৯-১০ বছর হয়ে গেছে (আন্তর্জাতিক) ক্রিকেট খেলছি। অতটুকু অভিজ্ঞতা তো হয়েছে। এখন সময় দায়িত্ব নেওয়ার। এখন যদি দায়িত্ব না নিই, তবে আর কখন। দায়িত্ব নেওয়ার সময় এসেছে। তবে এমন না যে, প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে।’ 

ভারতের বিপক্ষে পারফরম্যান্স বেশ ভালো চলে লিটনের। দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সফরে এবারও কি হাসবে তাঁর ব্যাট? শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজ কতটা চ্যালেঞ্জিং হবে, তা নিয়ে বাংলাদেশ উইকেটরক্ষক-ব্যাটারের কথা, ‘আমি বলব না যে খুব চ্যালেঞ্জিং হবে, আবার সহজ হবে।’ 

ক্রিকেটারদের জীবনমান সফলতা ও ব্যর্থতায় মোড়ানো। লিটনকেও সেই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে অনেকবার। ব্যর্থতার কারণে তিনি ড্রেসিংরুমে কাঁদতেন বলেও জানালেন। সেই স্মৃতি স্মরণ করে হাসতে হাসতে বললেন, ‘সারা দিন ড্রেসিংরুমে বসে বসে কাঁদতাম। এটা হচ্ছে মনের কথা। তবে এটা বিষয় না, ক্রিকেটাররা সব সময় ভালো খেলবে। যে সময় খারাপ যায়, সে সময় চেষ্টা করে ভালো কিছু করার। ভালো করার একটাই উপায় আছে আমাদের, সেটি হলো অনুশীলন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত