Ajker Patrika

কোহলি কি পারবেন বাবরের পাশে বসতে

কোহলি কি পারবেন বাবরের পাশে বসতে

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ছুটছে ফাইনালের দিকে। আজ গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে তাদের ফাইনালের বাধা ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এ ম্যাচে দলের জন্য অবদান রেখে বিরাট কোহলির সামনে সুযোগ বাবর আজমের পাশে বসার এবং ছাড়িয়ে যাওয়ার। 

২০১০ সালের জুনে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় কোহলির। তার ৬ বছর পর ২০১৬ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ড ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় বাবরের। পাকিস্তান অধিনায়কের যখন অভিষেক হয় তখন টি-টোয়েন্টিতে কোহলির রান ছিল ১৬৫৭। 

বেশ পিছিয়ে থেকেও পরবর্তীতে কোহলিকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন বাবর। ১২৩ ম্যাচে ১১৬ ইনিংসে ৪১৪৫ রান পাকিস্তান অধিনায়কের। ৩ সেঞ্চুরি ও ৩৬ ফিফটির পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং গড় ৪১.০৩। দুজনের দারুণ মিলও রয়েছে। কোহলিও খেলেছেন ১২৩ টি-টোয়েন্টি। ইংল্যান্ডের বিপক্ষে নামলে তাঁর ইনিংসও হয়ে যাবে বাবরের সমান ১১৬। তবে কোহলির রান ৪১০৩, নজরকাড়া ব্যাটিং ৪৮.৮৪। 

আজ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৩ রান করলে কোহলি ছাড়িয়ে যাবেন বাবরকে। হবেন টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক। ফিফটি করতে পারলে বসবেন পাকিস্তান অধিনায়কের পাশে। টি-টোয়েন্টিতে কোহলির এখন ১ সেঞ্চুরি ও ৩৫ ফিফটি। 

প্রতিপক্ষ ইংল্যান্ড বলে কোহলির রুদ্ররূপ দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কুড়ি ওভারের সংস্করণে ইংলিশদের বিপক্ষে ভারতের পক্ষে সর্বোচ্চ রান তাঁর। ২০ ইনিংসে ৫ ফিফটির সৌজন্যে ৬৩৯ রান। ১৩৫ স্ট্রাইকরেটের সঙ্গে ৩৯.৯৩ ব্যাটিং গড়। 

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন কোহলি ২০২২ বিশ্বকাপে। সেই ম্যাচও ছিল সেমিফাইনাল। অ্যালেক্স হেলস-জস বাটলারের তান্ডবে ১০ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের। তবে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে কোহলি খেলেছিলেন দলের হয়ে ৪০ বলে ৫০ রানের কার্যকর এক ইনিংস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত