ক্রীড়া ডেস্ক
অ্যাডিলেডে কয়েক দিন আগে ভারতের বিপক্ষে হেরে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা একরকম শেষ হয়ে গেছে। আর এই মাঠেই আগামীকাল পাকিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। পাকিস্তানকে হারানো সম্ভব বলে মনে করেন শ্রীধরণ শ্রীরাম। একই সঙ্গে সেমিফাইনালের প্রসঙ্গেও কথা বলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট।
বাংলাদেশ, পাকিস্তান দুটি দলেরই সমান ৪ পয়েন্ট। তাই শেষ ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৬। অন্যদিকে শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ৬ এবং দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫। আগামীকাল মেলবোর্নে ভারতের শেষ ম্যাচের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। একই দিনে অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। সেমিফাইনাল খেলার আশায় বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে এ দুই ম্যাচের দিকে। আজ সংবাদ সম্মেলনে শ্রীরাম বলেন, ‘পাকিস্তানকে আমরা হারাতে পারি, এই বিশ্বাস আমাদের আছে। দুর্ভাগ্যজনকভাবে সেমিফাইনাল খেলা আমাদের হাতে নেই।’
টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে পাকিস্তান। ১৭ বারের দেখায় বাংলাদেশ জিতেছে ২ ম্যাচ এবং পাকিস্তান জিতেছে ১৫ ম্যাচ। তবে শ্রীরাম যেন এই পরিসংখ্যানে বিশ্বাসী নন। দারুণ একটা লড়াই তিনি উপভোগ করতে চান। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট বলেন, ‘আমার মতে, তারা খুবই দারুণ দল।নিউজিল্যান্ডে তাদের বিপক্ষে যে দুটো ম্যাচ খেলেছি, দুটোতেই আমাদের জয়ের সম্ভাবনা ছিল। আমরা আমাদের শক্তির জায়গা সম্বন্ধে জানি এবং তারাও জানে। আশা করি দারুণ লড়াই হবে।’
অ্যাডিলেডে কয়েক দিন আগে ভারতের বিপক্ষে হেরে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা একরকম শেষ হয়ে গেছে। আর এই মাঠেই আগামীকাল পাকিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। পাকিস্তানকে হারানো সম্ভব বলে মনে করেন শ্রীধরণ শ্রীরাম। একই সঙ্গে সেমিফাইনালের প্রসঙ্গেও কথা বলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট।
বাংলাদেশ, পাকিস্তান দুটি দলেরই সমান ৪ পয়েন্ট। তাই শেষ ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৬। অন্যদিকে শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ৬ এবং দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫। আগামীকাল মেলবোর্নে ভারতের শেষ ম্যাচের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। একই দিনে অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। সেমিফাইনাল খেলার আশায় বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে এ দুই ম্যাচের দিকে। আজ সংবাদ সম্মেলনে শ্রীরাম বলেন, ‘পাকিস্তানকে আমরা হারাতে পারি, এই বিশ্বাস আমাদের আছে। দুর্ভাগ্যজনকভাবে সেমিফাইনাল খেলা আমাদের হাতে নেই।’
টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে পাকিস্তান। ১৭ বারের দেখায় বাংলাদেশ জিতেছে ২ ম্যাচ এবং পাকিস্তান জিতেছে ১৫ ম্যাচ। তবে শ্রীরাম যেন এই পরিসংখ্যানে বিশ্বাসী নন। দারুণ একটা লড়াই তিনি উপভোগ করতে চান। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট বলেন, ‘আমার মতে, তারা খুবই দারুণ দল।নিউজিল্যান্ডে তাদের বিপক্ষে যে দুটো ম্যাচ খেলেছি, দুটোতেই আমাদের জয়ের সম্ভাবনা ছিল। আমরা আমাদের শক্তির জায়গা সম্বন্ধে জানি এবং তারাও জানে। আশা করি দারুণ লড়াই হবে।’
৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশন তো দূর কি বাত, সফরকারীরা টিকতে পেরেছে ১৩.৫ বল। মাত্র ৪২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে লঙ্কানরা। টেস্টে এক ইনিংসে এটিই সর্বনিম্ন স্কোর তাদের।
১১ ঘণ্টা আগেবৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল জিম্বাবুয়ে। আর একটি ম্যাচ জিতলেই নিজেদের করে নিতে পারত সিরিজ। সঙ্গে প্রথমবারের মতো পেত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল জিম্বাবুয়েনদের।
১২ ঘণ্টা আগে৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশনও টিকতে পারেনি সফরকারীরা। আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের পর ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা অলআউট হয়েছে মাত্র ৪২ রানে! যার মধ্যে আবার ৬ রানই এসেছে অতিরিক্ত থেকে।
১৪ ঘণ্টা আগে