মুলতানে পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট সাদা পোশাকে আবরার আহমেদের প্রথম ম্যাচ। অভিষেক টেস্টেই করলেন বাজিমাত। ৪৬ বছর পর নতুন এক রেকর্ডে নাম লেখালেন পাকিস্তানি এই লেগস্পিনার।
ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলিকে বোল্ড করে আবরারের উইকেট নেওয়া শুরু। এরপর হাফ সেঞ্চুরিয়ান বেন ডাকেটকে লেগবিফোরের ফাঁদে ফেলেছেন আবরার। একে একে জো রুট, ওলি পোপ, হ্যারি ব্রুক—এই পাঁচ ব্যাটারকে লাঞ্চের আগেই ড্রেসিংরুমের পথ দেখান পাকিস্তানি এই লেগস্পিনার। তাতে অভিষেক টেস্টেই প্রতিপক্ষের প্রথম ৫ উইকেটের ৫টিই নিলেন তিনি। অভিষেক টেস্টেই প্রতিপক্ষের প্রথম ৫ উইকেট নেওয়া সপ্তম বোলার হলেন আবরার। সর্বশেষ ভারতের বিপক্ষে ১৯৭৬ সালে এমন কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের বাঁহাতি পেসার জন লেভার।
অভিষেক টেস্টেই প্রতিপক্ষের প্রথম পাঁচ উইকেট নেওয়া
১। আবরার আহমেদ (পাকিস্তান) প্রতিপক্ষ: ইংল্যান্ড; ৯ ডিসেম্বর, ২০২২
২। জন লেভার (ইংল্যান্ড) প্রতিপক্ষ: ভারত: ১৭ ডিসেম্বর, ১৯৭৬
৩। লেস্টার কিং (ওয়েস্ট ইন্ডিজ) প্রতিপক্ষ: ভারত; ১৩ এপ্রিল, ১৯৬২
৪। আলফ ভ্যালেন্টাইন (ওয়েস্ট ইন্ডিজ) প্রতিপক্ষ: ইংল্যান্ড; ৮ জুন, ১৯৫০
৫। ফেন ক্রেসওয়েল (নিউজিল্যান্ড) প্রতিপক্ষ: ইংল্যান্ড; ১৩ আগস্ট, ১৯৪৯
৬। জর্জ ফিনলে বিসেট (দক্ষিণ আফ্রিকা) প্রতিপক্ষ: ইংল্যান্ড; ৩১ ডিসেম্বর, ১৯২৭
৭। বিল লকউড (ইংল্যান্ড) প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ১৭ জুলাই, ১৮৯৩
মুলতানে পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট সাদা পোশাকে আবরার আহমেদের প্রথম ম্যাচ। অভিষেক টেস্টেই করলেন বাজিমাত। ৪৬ বছর পর নতুন এক রেকর্ডে নাম লেখালেন পাকিস্তানি এই লেগস্পিনার।
ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলিকে বোল্ড করে আবরারের উইকেট নেওয়া শুরু। এরপর হাফ সেঞ্চুরিয়ান বেন ডাকেটকে লেগবিফোরের ফাঁদে ফেলেছেন আবরার। একে একে জো রুট, ওলি পোপ, হ্যারি ব্রুক—এই পাঁচ ব্যাটারকে লাঞ্চের আগেই ড্রেসিংরুমের পথ দেখান পাকিস্তানি এই লেগস্পিনার। তাতে অভিষেক টেস্টেই প্রতিপক্ষের প্রথম ৫ উইকেটের ৫টিই নিলেন তিনি। অভিষেক টেস্টেই প্রতিপক্ষের প্রথম ৫ উইকেট নেওয়া সপ্তম বোলার হলেন আবরার। সর্বশেষ ভারতের বিপক্ষে ১৯৭৬ সালে এমন কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের বাঁহাতি পেসার জন লেভার।
অভিষেক টেস্টেই প্রতিপক্ষের প্রথম পাঁচ উইকেট নেওয়া
১। আবরার আহমেদ (পাকিস্তান) প্রতিপক্ষ: ইংল্যান্ড; ৯ ডিসেম্বর, ২০২২
২। জন লেভার (ইংল্যান্ড) প্রতিপক্ষ: ভারত: ১৭ ডিসেম্বর, ১৯৭৬
৩। লেস্টার কিং (ওয়েস্ট ইন্ডিজ) প্রতিপক্ষ: ভারত; ১৩ এপ্রিল, ১৯৬২
৪। আলফ ভ্যালেন্টাইন (ওয়েস্ট ইন্ডিজ) প্রতিপক্ষ: ইংল্যান্ড; ৮ জুন, ১৯৫০
৫। ফেন ক্রেসওয়েল (নিউজিল্যান্ড) প্রতিপক্ষ: ইংল্যান্ড; ১৩ আগস্ট, ১৯৪৯
৬। জর্জ ফিনলে বিসেট (দক্ষিণ আফ্রিকা) প্রতিপক্ষ: ইংল্যান্ড; ৩১ ডিসেম্বর, ১৯২৭
৭। বিল লকউড (ইংল্যান্ড) প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ১৭ জুলাই, ১৮৯৩
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
১২ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১৩ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
১৩ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১৪ ঘণ্টা আগে