Ajker Patrika

ওয়ানডে সুপার লিগে কেমন করল বাংলাদেশ 

আপডেট : ১৭ মে ২০২৩, ১৬: ০৪
ওয়ানডে সুপার লিগে কেমন করল বাংলাদেশ 

গতকাল শেষ হলো ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের যাত্রা। মিরপুরে শুরু হয়ে চেমসফোর্ডে শেষ হয়েছে তামিম ইকবালদের পথচলা। এবারের সুপার লিগে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়াকে টপকে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে তামিমের দল। 

২০২১ এর জানুয়ারি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের সুপার লিগের যাত্রা। যা ছিল করোনা পরবর্তী সময়ে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ। এই সিরিজটি ছিল সাকিব আল হাসানের প্রত্যাবর্তনের বছর। যিনি আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন।

ফিরেই ম্যাচসেরা হয়েছেন সাকিব। ৮ রান দিয়ে চার উইকেট নিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের পর বাংলাদেশ যায় নিউজিল্যান্ড সফরে। যা ছিল বাংলাদেশের কাছে দুঃস্বপ্নের এক সফর। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা ছিল বাংলাদেশের ভুলে যাওয়ার মতো এক সিরিজ। উল্টো ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছেন তামিমরা। ব্যাটিং তুলনামূলক ভালো হলেও বোলিং, ফিল্ডিংয়ে হতশ্রী পারফরম্যান্স করে বাংলাদেশ। 

 আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের পর বাংলাদেশের প্রতিপক্ষ এবার শ্রীলঙ্কা। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে তামিমের দল। যেখানে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। প্রথমবারের মতো লঙ্কানদের হোয়াইটওয়াশ করার সুযোগ থাকলেও তা আর সম্ভব হয়নি। তৃতীয় ওয়ানডেতে ৯৭ রানে হেরে যায় লঙ্কানরা। এরপর জিম্বাবুয়ে সফরে গিয়ে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। প্রত্যাবর্তনের পর সাকিবের কাছে এই সিরিজ ছিল অলরাউন্ডার হওয়ার সিরিজ। ১৪৫ রান ও ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। 

২০২২ এ ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকায় গিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। যা দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ম্যাচসেরা হয়েছেন তাসকিন আহমেদ। ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন তাসকিন। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশএরপর ২০২৩ সালে বাংলাদেশ সুপার লিগ শুরু করে ইংল্যান্ডের বিপক্ষে। সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই হেরে যায় বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ধবলধোলাই এড়ায় বাংলাদেশ। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট সাকিব নিয়েছেন এই সিরিজেই। আর চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর দুই জয়ে ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। যেখানে প্রথম ওয়ানডে হয়েছে পরিত্যক্ত। ২৪ ম্যাচে ১৫ জয়, ৮ পরাজয় ও ১ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের পয়েন্ট ১৫৫। ইংল্যান্ডও সমান ১৫৫ পয়েন্ট পেয়েছে। নেট রানরেটে এগিয়ে থেকে ইংলিশরা আছে দুই নম্বরে। বাংলাদেশের পরে চার, পাঁচ ও ছয়ে আছে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

ওয়ানডে সুপার লিগের এই পয়েন্ট তালিকায় ব্যাটিং, বোলিং-দুটিতেই সেরা দশে আছেন বাংলাদেশের দুজন করে ক্রিকেটার। ৭৮৩ রান করে ব্যাটিংয়ে তামিম আছেন সাত নম্বরে এবং দশে থাকা মুশফিক করেন ৭৫৫ রান। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেন তামিম। আর বোলিংয়ে ৩১ ও ৩০ উইকেট নিয়ে ছয় ও সাতে আছেন সাকিব ও মেহেদী হাসান মিরাজ। তবে এই সুপার লিগে বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ে তুলনামূলক নিষ্প্রভ ছিলেন সাকিব। ৬১৯ রান করেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত