ক্রীড়া ডেস্ক
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ম্যাচ মানেই বৃষ্টি। বৃষ্টিতে ভেসে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ। এখন আশঙ্কা করা হচ্ছে, পাকিস্তান-ইংল্যান্ড ফাইনালে বাগড়া দিতে পারে বেরসিক বৃষ্টি—এমন দুঃসংবাদ শোনাল অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর।
পাকিস্তান-ইংল্যান্ড ফাইনাল হবে ১৩ নভেম্বর। ফাইনালে বৃষ্টির সম্ভাবনার কথা আজ সকালে জানিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস। এক বিবৃতিতে আবহাওয়া দপ্তর বলেছে, প্রচণ্ড (প্রায় শতভাগ) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
২০ ওভারের কোনো টুর্নামেন্টের নকআউট ম্যাচগুলো সাধারণত প্রতি ইনিংস ১০ ওভার করে হয়। রিজার্ভ ডেও রাখা হয় এই ম্যাচগুলোর জন্য। সেক্ষেত্রে পাকিস্তান-ইংল্যান্ডের ম্যাচ যদি ইনিংস-প্রতি ১০ ওভার করে নাও খেলা হয়, তাহলে খেলা হবে ১৪ নভেম্বর।
এবারের বিশ্বকাপে ফাইনালের আগে হওয়ার কথা ছিল ৬ ম্যাচ। কিন্তু বৃষ্টিতে পণ্ড হয়েছে তিন ম্যাচ। আফগানিস্তান-নিউজিল্যান্ড, আফগানিস্তান-আয়ারল্যান্ড, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া—এই তিন ম্যাচে মাঠে একটা বলও গড়ায়নি। ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচের ফলাফল এসেছিল ডিএলএস মেথডে। এমনকি ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগেও ছিল বৃষ্টির শঙ্কা।
এমসিজিতে ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-ইংল্যান্ড। ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ম্যাচ মানেই বৃষ্টি। বৃষ্টিতে ভেসে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ। এখন আশঙ্কা করা হচ্ছে, পাকিস্তান-ইংল্যান্ড ফাইনালে বাগড়া দিতে পারে বেরসিক বৃষ্টি—এমন দুঃসংবাদ শোনাল অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর।
পাকিস্তান-ইংল্যান্ড ফাইনাল হবে ১৩ নভেম্বর। ফাইনালে বৃষ্টির সম্ভাবনার কথা আজ সকালে জানিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস। এক বিবৃতিতে আবহাওয়া দপ্তর বলেছে, প্রচণ্ড (প্রায় শতভাগ) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
২০ ওভারের কোনো টুর্নামেন্টের নকআউট ম্যাচগুলো সাধারণত প্রতি ইনিংস ১০ ওভার করে হয়। রিজার্ভ ডেও রাখা হয় এই ম্যাচগুলোর জন্য। সেক্ষেত্রে পাকিস্তান-ইংল্যান্ডের ম্যাচ যদি ইনিংস-প্রতি ১০ ওভার করে নাও খেলা হয়, তাহলে খেলা হবে ১৪ নভেম্বর।
এবারের বিশ্বকাপে ফাইনালের আগে হওয়ার কথা ছিল ৬ ম্যাচ। কিন্তু বৃষ্টিতে পণ্ড হয়েছে তিন ম্যাচ। আফগানিস্তান-নিউজিল্যান্ড, আফগানিস্তান-আয়ারল্যান্ড, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া—এই তিন ম্যাচে মাঠে একটা বলও গড়ায়নি। ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচের ফলাফল এসেছিল ডিএলএস মেথডে। এমনকি ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগেও ছিল বৃষ্টির শঙ্কা।
এমসিজিতে ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-ইংল্যান্ড। ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান।
৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশন তো দূর কি বাত, সফরকারীরা টিকতে পেরেছে ১৩.৫ বল। মাত্র ৪২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে লঙ্কানরা। টেস্টে এক ইনিংসে এটিই সর্বনিম্ন স্কোর তাদের।
৮ ঘণ্টা আগেবৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল জিম্বাবুয়ে। আর একটি ম্যাচ জিতলেই নিজেদের করে নিতে পারত সিরিজ। সঙ্গে প্রথমবারের মতো পেত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল জিম্বাবুয়েনদের।
১০ ঘণ্টা আগে৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশনও টিকতে পারেনি সফরকারীরা। আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের পর ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা অলআউট হয়েছে মাত্র ৪২ রানে! যার মধ্যে আবার ৬ রানই এসেছে অতিরিক্ত থেকে।
১২ ঘণ্টা আগে