ক্রীড়া ডেস্ক
গলে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন থেকেই শ্রীলঙ্কার রাজত্ব। প্রথম দিনের মতো আজ দ্বিতীয় দিনেও লঙ্কানদের ইনিংসে হয়েছে জোড়া সেঞ্চুরি। চার সেঞ্চুরিতে আইরিশদের বিপক্ষে ৬০০ ছুঁইছুঁই রান করেছে শ্রীলঙ্কা।
৪ উইকেটে ৩৮৬ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দিনের খেলা শুরুর অল্প সময়ের মধ্যেই উইকেট হারায় লঙ্কানরা। কার্টিস ক্যাম্ফারের বলে এলবিডব্লু হয়েছেন প্রবাথ জয়সুরিয়া। ২৩ বলে ১৬ রান করেন জয়সুরিয়া। সাত নম্বরে নেমে ধনঞ্জয় ডি সিলভা উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ১৬ বলে ১২ রান করা ডি সিলভাকে লেগবিফোরের ফাঁদে ফেলেন অ্যান্ডি ম্যাকব্রাইন। ডি সিলভার পর উইকেটে আসেন সাদিরা সামারাবিক্রমা। প্রায় ৪ বছর পর টেস্টে ফিরে সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন সামারাবিক্রমা। টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটিকেই সেঞ্চুরিতে পরিণত করলেন লঙ্কান এই ব্যাটার। ১১৪ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।
ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তো সামারাবিক্রমা করেছেনই, সপ্তম উইকেট জুটিতে দিনেশ চান্দিমালের সঙ্গে ২১৫ বলে ১৮৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন। চান্দিমাল তার টেস্ট ক্যারিয়ারের ১৪ তম সেঞ্চুরি পেয়েছেন চান্দিমাল। ১৫৫ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন লঙ্কান এই মিডল অর্ডার ব্যাটার। চার সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৯১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ১৭৯ রান করেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। আর প্রথম ইনিংস খেলতে নেমে একটু চাপে পড়েছে আয়ারল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ১৩ রান করেছে আইরিশরা।
গলে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন থেকেই শ্রীলঙ্কার রাজত্ব। প্রথম দিনের মতো আজ দ্বিতীয় দিনেও লঙ্কানদের ইনিংসে হয়েছে জোড়া সেঞ্চুরি। চার সেঞ্চুরিতে আইরিশদের বিপক্ষে ৬০০ ছুঁইছুঁই রান করেছে শ্রীলঙ্কা।
৪ উইকেটে ৩৮৬ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দিনের খেলা শুরুর অল্প সময়ের মধ্যেই উইকেট হারায় লঙ্কানরা। কার্টিস ক্যাম্ফারের বলে এলবিডব্লু হয়েছেন প্রবাথ জয়সুরিয়া। ২৩ বলে ১৬ রান করেন জয়সুরিয়া। সাত নম্বরে নেমে ধনঞ্জয় ডি সিলভা উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ১৬ বলে ১২ রান করা ডি সিলভাকে লেগবিফোরের ফাঁদে ফেলেন অ্যান্ডি ম্যাকব্রাইন। ডি সিলভার পর উইকেটে আসেন সাদিরা সামারাবিক্রমা। প্রায় ৪ বছর পর টেস্টে ফিরে সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন সামারাবিক্রমা। টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটিকেই সেঞ্চুরিতে পরিণত করলেন লঙ্কান এই ব্যাটার। ১১৪ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।
ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তো সামারাবিক্রমা করেছেনই, সপ্তম উইকেট জুটিতে দিনেশ চান্দিমালের সঙ্গে ২১৫ বলে ১৮৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন। চান্দিমাল তার টেস্ট ক্যারিয়ারের ১৪ তম সেঞ্চুরি পেয়েছেন চান্দিমাল। ১৫৫ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন লঙ্কান এই মিডল অর্ডার ব্যাটার। চার সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৯১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ১৭৯ রান করেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। আর প্রথম ইনিংস খেলতে নেমে একটু চাপে পড়েছে আয়ারল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ১৩ রান করেছে আইরিশরা।
চোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩৬ মিনিট আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
২ ঘণ্টা আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
২ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে