নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সাকিব আল হাসানকে হঠাৎ দেখে যে কেউ ধন্ধে পড়তে পারেন! মনে হতে পারে সুইমিংপুল থেকে গোসল করে এসেছেন। কেউ এমনটা মনে করলে অবশ্য দোষও দেওয়া যাবে না! আজ মিরপুর শেরেবাংলার ইনডোর থেকে সাকিব যখন ফিরছিলেন তখন তাঁর পুরো শরীর ভিজে জবুথবু। অবশ্য পানিতে নয়, এই ভেজা ঘামে।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কাল সাকিবের দল মোহামেডানের খেলা ছিল না। দলের অন্যদেরও অনুশীলন করতে দেখা যায়নি। তবে কয়েকজন নেট বোলারকে নিয়ে সাকিব চলে এসেছিলেন মিরপুরে।
দুপুরে তখন শেখ জামাল ধানমন্ডি ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের খেলা চলছিল। শেখ জামালের ইনিংসের শুরুতে হঠাৎ দেখা গেল বাউন্ডারি দড়ির পাশ ঘেঁষে সাকিব কয়েকজনকে নিয়ে এগিয়ে যাচ্ছেন ইনডোরের দিকে। জ্যৈষ্ঠর খরতাপ উপেক্ষা করে এক ঘণ্টার ওপর সেখানে বোলিং–ব্যাটিংয়ে ঘাম ঝরান তিনি। শেখ জামালের ইনিংসের একেবারে শেষে রদিকে ফেরেন ইনডোর থেকে। সে সময় সাকিবকে দেখে মনে হচ্ছিল গোসল করে ফিরছেন।
ইনডোর থেকে ফিরেই মাঠ ছাড়েননি সাকিব। দিনের শেষ ম্যাচটা ছিল গাজী গ্রুপ আর প্রাইম দোলেশ্বরের। ততক্ষণে দুই দল মাঠে। ইনডোর থেকে ফেরার পথে সাকিবের সঙ্গে দেখা হয় গাজী গ্রুপের অধিনায়ক মাহমুদউল্লাহর। দুই জন মিলে বেশ কিছুক্ষণ আড্ডাও দেন। মাহমুদউল্লার সঙ্গে আড্ডা শেষ হতেই দেখা টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গেও। লাল বলের অধিনায়কের সঙ্গে বেশ কিছুক্ষণ খুনসুটি করার পর মাঠ ছাড়েন সাকিব।
নিষেধাজ্ঞা থেকে ফেরার পর এখনো ছন্দে ফিরতে পারেননি সাকিব। সব মিলিয়ে গত ৯ ম্যাচে সাকিব ব্যাট হাতে করেছেন ৯৭ রান। উইকেট পেয়েছেন ম্যাচ সমান। ফর্মহীনতা দূর করে স্বরূপে ফিরতে এখন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সাকিব। পরিশ্রম নামের সেই চাবিকাঠির সঙ্গে নিয়মিত দেখা তো দিচ্ছেন, এবার কি তবে সাফল্যের দেখা পাবেন?
ঢাকা: সাকিব আল হাসানকে হঠাৎ দেখে যে কেউ ধন্ধে পড়তে পারেন! মনে হতে পারে সুইমিংপুল থেকে গোসল করে এসেছেন। কেউ এমনটা মনে করলে অবশ্য দোষও দেওয়া যাবে না! আজ মিরপুর শেরেবাংলার ইনডোর থেকে সাকিব যখন ফিরছিলেন তখন তাঁর পুরো শরীর ভিজে জবুথবু। অবশ্য পানিতে নয়, এই ভেজা ঘামে।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কাল সাকিবের দল মোহামেডানের খেলা ছিল না। দলের অন্যদেরও অনুশীলন করতে দেখা যায়নি। তবে কয়েকজন নেট বোলারকে নিয়ে সাকিব চলে এসেছিলেন মিরপুরে।
দুপুরে তখন শেখ জামাল ধানমন্ডি ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের খেলা চলছিল। শেখ জামালের ইনিংসের শুরুতে হঠাৎ দেখা গেল বাউন্ডারি দড়ির পাশ ঘেঁষে সাকিব কয়েকজনকে নিয়ে এগিয়ে যাচ্ছেন ইনডোরের দিকে। জ্যৈষ্ঠর খরতাপ উপেক্ষা করে এক ঘণ্টার ওপর সেখানে বোলিং–ব্যাটিংয়ে ঘাম ঝরান তিনি। শেখ জামালের ইনিংসের একেবারে শেষে রদিকে ফেরেন ইনডোর থেকে। সে সময় সাকিবকে দেখে মনে হচ্ছিল গোসল করে ফিরছেন।
ইনডোর থেকে ফিরেই মাঠ ছাড়েননি সাকিব। দিনের শেষ ম্যাচটা ছিল গাজী গ্রুপ আর প্রাইম দোলেশ্বরের। ততক্ষণে দুই দল মাঠে। ইনডোর থেকে ফেরার পথে সাকিবের সঙ্গে দেখা হয় গাজী গ্রুপের অধিনায়ক মাহমুদউল্লাহর। দুই জন মিলে বেশ কিছুক্ষণ আড্ডাও দেন। মাহমুদউল্লার সঙ্গে আড্ডা শেষ হতেই দেখা টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গেও। লাল বলের অধিনায়কের সঙ্গে বেশ কিছুক্ষণ খুনসুটি করার পর মাঠ ছাড়েন সাকিব।
নিষেধাজ্ঞা থেকে ফেরার পর এখনো ছন্দে ফিরতে পারেননি সাকিব। সব মিলিয়ে গত ৯ ম্যাচে সাকিব ব্যাট হাতে করেছেন ৯৭ রান। উইকেট পেয়েছেন ম্যাচ সমান। ফর্মহীনতা দূর করে স্বরূপে ফিরতে এখন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সাকিব। পরিশ্রম নামের সেই চাবিকাঠির সঙ্গে নিয়মিত দেখা তো দিচ্ছেন, এবার কি তবে সাফল্যের দেখা পাবেন?
শেষ বলে সিঙ্গেল নিলেন এনামুল হক বিজয়। তাতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা হয়ে গেল দুর্বার রাজশাহী অধিনায়কের। ২০ ওভারের ক্রিকেটে তিন অঙ্ক ছুঁয়েও মুখে হাসি নেই বিজয়ের। তাঁর মলিন মুখ দেখে কে বলবে কী লড়াইটা না করেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের দলকে জেতাতে। বিজয়ের সেঞ্চুরি রাজশাহীকে জেতাতে
১ ঘণ্টা আগেচেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালত আজ রোববার এ আদেশ দেন। সাকিবের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট
২ ঘণ্টা আগেউইম্বলডনের টানা দুই আসরে কার্লোস আলকারাজের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া করেন নোভাক জোকোভিচ। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেই আলকারাজকেই পেলেন জোকো।
৩ ঘণ্টা আগেউড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৭ ঘণ্টা আগে