অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টিতে ১২০ রানের লক্ষ্য আহামরি তেমন কিছু নয়। ভেন্যু যখন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, যেখানে রানের বন্যা বয়ে যায়, সেখানে এমন লক্ষ্য তো নস্যি। তবে মোস্তাফিজুর রহমানের খুলনার কাছে এমন লক্ষ্যই হয়ে ওঠে পাহাড়সমান। ঢাকা মহানগরের আগুনে বোলিংয়ে ঝলসে গেল খুলনার ব্যাটিং লাইনআপ।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ মোস্তাফিজ খেলেছেন ১১ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে। শারজায় সেই ম্যাচের দেড় মাস পর আজ মাঠের ক্রিকেটে ফিরেছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে ফেরার দিনে করেছেন বিবর্ণ বোলিং। ঢাকা মহানগরের কাছে ৩৮ রানে হেরে খুলনারও আর ফাইনালে ওঠা হলো না।
১২০ রানের লক্ষ্যে চোখে সর্ষেফুল দেখতে থাকে খুলনা। ২ রানেই হারায় ৩ উইকেট। ইনিংসের চতুর্থ ও পঞ্চম বলে আজিজুল হাকিম তামিম ও ইমরুল কায়েসকে ফিরিয়েছেন রাকিবুল হাসান। তামিম-ইমরুল দুজনেই শূন্য রানে আউট হয়েছেন। দ্বিতীয় ওভারের শেষ বলে এনামুল হক বিজয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছেন মোহাম্মদ মিঠুন।
চতুর্থ উইকেটে ২০ রানের জুটি গড়েন বিজয় ও নুরুল হাসান সোহান। এটাই খুলনার ম্যাচে সর্বোচ্চ রানের জুটি। ৫৮ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১৭.৪ ওভারে ৮১ রানে অলআউট হয়ে যায় দলটি। মাসুম খান টুটুলকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে খুলনার ইনিংসের ইতি টানেন মোসাদ্দেক হাসান সৈকত।
খুলনার ইনিংস সর্বোচ্চ ২২ রান করেন সোহান। ১৮ বলের ইনিংসে ২ চার ও ১ ছক্কা মারেন খুলনার অধিনায়ক। ঢাকা মহানগরের মোসাদ্দেক হোসেন সৈকত নিয়েছেন ৩ উইকেট। ২.৪ ওভার বোলিং করে ১৩ রান খরচ করেছেন তিনি। দুটি করে উইকেট পেয়েছেন মারুফ মৃধা ও রাকিবুল। সিলেটে পরশু ফাইনালে মুখোমুখি হবে রংপুর ও ঢাকা মহানগর।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা মহানগর অধিনায়ক নাঈম শেখ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করেছে ১১৯ রান। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন নাঈম। ৫৩ বলের ইনিংসে ৬ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। খুলনার মেহেদী হাসান রানা, টুটুল, মেহেদী হাসান রানা নিয়েছেন ২টি করে উইকেট। মোস্তাফিজ ৪ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
টি-টোয়েন্টিতে ১২০ রানের লক্ষ্য আহামরি তেমন কিছু নয়। ভেন্যু যখন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, যেখানে রানের বন্যা বয়ে যায়, সেখানে এমন লক্ষ্য তো নস্যি। তবে মোস্তাফিজুর রহমানের খুলনার কাছে এমন লক্ষ্যই হয়ে ওঠে পাহাড়সমান। ঢাকা মহানগরের আগুনে বোলিংয়ে ঝলসে গেল খুলনার ব্যাটিং লাইনআপ।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ মোস্তাফিজ খেলেছেন ১১ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে। শারজায় সেই ম্যাচের দেড় মাস পর আজ মাঠের ক্রিকেটে ফিরেছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে ফেরার দিনে করেছেন বিবর্ণ বোলিং। ঢাকা মহানগরের কাছে ৩৮ রানে হেরে খুলনারও আর ফাইনালে ওঠা হলো না।
১২০ রানের লক্ষ্যে চোখে সর্ষেফুল দেখতে থাকে খুলনা। ২ রানেই হারায় ৩ উইকেট। ইনিংসের চতুর্থ ও পঞ্চম বলে আজিজুল হাকিম তামিম ও ইমরুল কায়েসকে ফিরিয়েছেন রাকিবুল হাসান। তামিম-ইমরুল দুজনেই শূন্য রানে আউট হয়েছেন। দ্বিতীয় ওভারের শেষ বলে এনামুল হক বিজয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছেন মোহাম্মদ মিঠুন।
চতুর্থ উইকেটে ২০ রানের জুটি গড়েন বিজয় ও নুরুল হাসান সোহান। এটাই খুলনার ম্যাচে সর্বোচ্চ রানের জুটি। ৫৮ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১৭.৪ ওভারে ৮১ রানে অলআউট হয়ে যায় দলটি। মাসুম খান টুটুলকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে খুলনার ইনিংসের ইতি টানেন মোসাদ্দেক হাসান সৈকত।
খুলনার ইনিংস সর্বোচ্চ ২২ রান করেন সোহান। ১৮ বলের ইনিংসে ২ চার ও ১ ছক্কা মারেন খুলনার অধিনায়ক। ঢাকা মহানগরের মোসাদ্দেক হোসেন সৈকত নিয়েছেন ৩ উইকেট। ২.৪ ওভার বোলিং করে ১৩ রান খরচ করেছেন তিনি। দুটি করে উইকেট পেয়েছেন মারুফ মৃধা ও রাকিবুল। সিলেটে পরশু ফাইনালে মুখোমুখি হবে রংপুর ও ঢাকা মহানগর।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা মহানগর অধিনায়ক নাঈম শেখ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করেছে ১১৯ রান। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন নাঈম। ৫৩ বলের ইনিংসে ৬ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। খুলনার মেহেদী হাসান রানা, টুটুল, মেহেদী হাসান রানা নিয়েছেন ২টি করে উইকেট। মোস্তাফিজ ৪ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
১২ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১৩ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
১৪ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১৫ ঘণ্টা আগে