ক্রীড়া ডেস্ক
বল হাতে এক ওভারেই হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান। রান তাড়ায় ২১৮.৪২ স্ট্রাইকরেটে ৩৮ বলে হার না মানা ৮৩ রান করেছেন জস বাটলার। তবে দুজনের কেউই নন, ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আদিল রশিদ।
গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন আদিল, রান দেওয়ায় দেখিয়েছেন কিপ্টেমি। তাই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাঁর হাতেই। তবে বার্বাডোজের কেনসিংটন ওভালে যুক্তরাষ্ট্রকে কম রানে আটকে দেওয়ার পেছনে সতীর্থ বোলারদের কৃতিত্ব দিলেন আদিল। ম্যাচ শেষে বললেন, ‘যুক্তরাষ্ট্রকে ১১৫ রানে থামাতে সব বোলারই দুর্দান্ত বোলিং করেছে, এটা খুবই স্বস্তিদায়ক। আঁটসাঁট বোলিং করে উইকেট পাওয়া এবং নতুন ব্যাটারকে উইকেটে আসতে দেখাটা সব সময়ই ভালো লাগার ব্যাপার।’
আদিল রশিদের আরও ভালো লাগার ব্যাপার, ইংলিশ বোলাররা বাতাসকে কাজে লাগিয়ে বল করেছেন।
তবে বোলারদের সাফল্যের পেছনে বাতাসের অবদানও দেখছেন আদিল।
আলাদা করে দুজনের নামও মুখে আনলেন আদিল রশিদ, ‘সি জে (ক্রিস জর্ডান) একজন ম্যাচ উইনার। বেশ কয়েক বছর ধরেই এটি করে যাচ্ছেন তিনি। আর জস (বাটলার) বিশ্বমানের খেলোয়াড়। এক বছর ধরেই ফর্মে আছেন তিনি। আশা করি, এটা সেমিফাইনালেও আমরা ধরে রাখতে পারব।’
বল হাতে এক ওভারেই হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান। রান তাড়ায় ২১৮.৪২ স্ট্রাইকরেটে ৩৮ বলে হার না মানা ৮৩ রান করেছেন জস বাটলার। তবে দুজনের কেউই নন, ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আদিল রশিদ।
গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন আদিল, রান দেওয়ায় দেখিয়েছেন কিপ্টেমি। তাই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাঁর হাতেই। তবে বার্বাডোজের কেনসিংটন ওভালে যুক্তরাষ্ট্রকে কম রানে আটকে দেওয়ার পেছনে সতীর্থ বোলারদের কৃতিত্ব দিলেন আদিল। ম্যাচ শেষে বললেন, ‘যুক্তরাষ্ট্রকে ১১৫ রানে থামাতে সব বোলারই দুর্দান্ত বোলিং করেছে, এটা খুবই স্বস্তিদায়ক। আঁটসাঁট বোলিং করে উইকেট পাওয়া এবং নতুন ব্যাটারকে উইকেটে আসতে দেখাটা সব সময়ই ভালো লাগার ব্যাপার।’
আদিল রশিদের আরও ভালো লাগার ব্যাপার, ইংলিশ বোলাররা বাতাসকে কাজে লাগিয়ে বল করেছেন।
তবে বোলারদের সাফল্যের পেছনে বাতাসের অবদানও দেখছেন আদিল।
আলাদা করে দুজনের নামও মুখে আনলেন আদিল রশিদ, ‘সি জে (ক্রিস জর্ডান) একজন ম্যাচ উইনার। বেশ কয়েক বছর ধরেই এটি করে যাচ্ছেন তিনি। আর জস (বাটলার) বিশ্বমানের খেলোয়াড়। এক বছর ধরেই ফর্মে আছেন তিনি। আশা করি, এটা সেমিফাইনালেও আমরা ধরে রাখতে পারব।’
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
২৪ মিনিট আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
২ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
২ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৩ ঘণ্টা আগে