Ajker Patrika

এবার সুজনকে ‘ক্রেডিট’ দিচ্ছেন না পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবার সুজনকে ‘ক্রেডিট’ দিচ্ছেন না পাপন

২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর এবার যুবাদের হাত ধরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপও জিতেছে বাংলাদেশ। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে গতকাল ট্রফি হাতে দেশে ফিরেছেন মাহফুজুর রহমান রাব্বী-আশিকুর রহমান শিবলিরা।

দেশকে শিরোপা এনে দেওয়ায় চ্যাম্পিয়নদের সম্মানে আজ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ডিনারের আয়োজন করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। ডিনার শেষে বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পাপন। সেখানে প্রথমবারের মতো এশিয়া কাপ জয়ে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান (এ বিভাগের অধীনেই অনূর্ধ্ব–১৯ দল) খালেদ মাহমুদ সুজনের কৃতিত্ব আছে কিনা, সেটা নিয়েও বলেছেন বিসিবি সভাপতি।

এবারের সাফল্যে সুজনের তেমন কৃতিত্ব দেখছেন না পাপন। তিনি বলেছেন, ‘খালেদ মাহমুদ সুজন ক্রিকেট পাগল, সন্দেহ নেই। এবারের ক্রেডিট ওকে...অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ওকে যেরকম দিয়েছিলাম (ক্রেডিট) ওর যে দায়িত্ব ছিল, এবার অতটা দায়িত্ব তার ছিল না। এবার অন্যদের বেশি দায়িত্ব ছিল। তাদেরই ক্রেডিট দেওয়া উচিত।’

সাধারণত যেকোনো পর্যায়ে বাংলাদেশের কোনো দল আন্তর্জাতিক পর্যায়ে কোনো ট্রফি জিতলে অতীতে বিসিবি চ্যাম্পিয়নদের আর্থিক পুরস্কার দিয়ে আসছিল। কিন্তু এবার সেই পথে হাঁটছে না ক্রিকেট বোর্ড। যুবাদের বোনাস দেওয়া নিয়ে পাপন বলেছেন, ‘ওরা মাত্র খেলা শুরু করেছে। শিখছে। এ সময়ে ওদের মাথায় টাকা-পয়সা আসা উচিত না। যখন সময় হবে বিসিবি ওদের দেখবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত