Ajker Patrika

৫০ রানের আগেই ৭ উইকেট নেই জিম্বাবুয়ের

৫০ রানের আগেই ৭ উইকেট নেই জিম্বাবুয়ের

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং করতে নেমে চার দিয়ে ইনিংস শুরু করেছিল জিম্বাবুয়ে। তবে প্রথম ওভারে ৮ রান নিয়ে ইনিংস শুরু করা জিম্বাবুয়ের দুর্দান্ত সূচনাটা মুহূর্তেই ব্যাটিং ধসে পরিণত হয়। 

দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে বাংলাদেশকে উইকেট বৃষ্টির সূচনা এনে দেন শেখ মেহেদী হাসান। ক্রেইগ আরভিনকে রানের খাতা খুলতে দেওয়ার আগেই বোল্ড করে দেন বাংলাদেশি অফ স্পিনার। তাঁর সঙ্গে পরে উইকেট উদ্‌যাপনে মেতে ওঠেন তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফউদ্দিন। ১৮ মাস পর খেলতে নেমে জয়লর্ড গাম্বিকে ১৭ রানে আউট করেন সাইফউদ্দিন। 

৩৬ রানে ২ উইকেট হারানোর সময়ই আবার মন্দভাগ্যের শিকার জিম্বাবুয়ে। দুর্দান্ত শুরু করা ব্রায়ান বেনেট ১৬ রানে রান আউটের কাটায় পড়েন। সপ্তম ওভারে এসে আবার হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন তাসকিন। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না হলেও ওভারের প্রথম দুই বলে জোড়া উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন তিনি। 

তাসকিনের জোড়া আঘাতের সময় জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৩৮ রান। ২ রান করা লুক জংওয়েকে ফিরিয়ে তাসকিন–শেখ মেহেদীর মতো ২ উইকেট নিয়েছেন সাইফউদ্দিনও। প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের রান ১০ ওভার ৭ উইকেটে ৪৯। ৮ রান করা ক্লাইভ মান্দানের সঙ্গে ব্যাটিংয়ে ১ রানে আছেন ওয়েলিংটন মাসাকাদজা। দুজনের ওপর এখন দায়িত্ব দলের রান এগিয়ে নেওয়া। কাজটা কত দূর পর্যন্ত এগিয়ে নিতে পারবেন সেটাই এখন দেখার বিষয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত