নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সৌম্য সরকার–নাজমুল হোসেনদের রানখরা অব্যাহত আছে ডিপিএলে। এই লিগের শুরুতে তামিম–মুশফিকদের ব্যাট কিছুটা হাসলেও মিঠুন–সাইফরা আছেন নিজেদের ছায়া হয়ে। ব্যাটিংয়ে তো জাতীয় দলের ক্রিকেটারদের ছাপিয়ে গেছেন এখনো আন্তর্জাতিক আঙিনায় না আসা তরুণ খেলোয়াড়েরা।
ডিপিএলে এখন পর্যন্ত হয়েছে ১৮টি ম্যাচ। ১২ দল তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে। এ পর্যন্ত দুর্দান্ত খেলা ব্যাটসম্যানদের তালিকায় সৌম্য–নাজমুলরা পড়ে আছেন একেবারে তলানিতে। সেরা ৫০ ব্যাটসম্যানের তালিকাতেই জায়গা হয়নি দুজনের। তবে শেষ ম্যাচের দারুণ বোলিংয়ে তালিকার ওপরের দিকে চলে এসেছেন মোস্তাফিজুর–তাসকিনরা।
যে চার ব্যাটসম্যানের রান ১০০ পেরিয়েছে, তাঁদের কারও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ৩ ম্যাচে ৭১ গড়ে ১৪২ রান করে তালিকার চূড়ায় পারটেক্স স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাসামুল হক। বোলিংয়েও পিছিয়ে নেই তাসামুল, দলকে নিয়মিত ব্রেক–থ্রু এনে দিয়ে পেয়েছেন ৩ উইকেট। এখন পর্যন্ত ব্যাটে–বলে ডিপিএলের সেরা পারফরমার ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার।
১৩২ রান করে দ্বিতীয় স্থানে আছেন ওল্ড ডিওএইচএসের রাকিন আহমেদ। সময়টা ভালো যাচ্ছে ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মিজানুর রহমানেরও। ১৪০–এর ওপর স্ট্রাইক রেটে এই ব্যাটসম্যান করেছেন ১২৫ রান।
তারকা ব্যাটসম্যানদের মধ্যে যিনি সবচেয়ে এগিয়ে, সেই তামিম ইকবালের অবস্থান এখন ছয়ে। ৩ ম্যাচে ৯৮ রান করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। মুশফিক, মিরাজ, নাঈম, মুমিনুল ও মাহমুদউল্লাহ—কেউ নেই সেরা দশে।
পরশু রাতের ম্যাচে দল হারলেও দারুণ বোলিং করেছেন প্রাইম ব্যাংকের মোস্তাফিজুর রহমান। টি–টোয়েন্টি সংস্করণটা যে কেন বাঁহাতি পেসারের এত প্রিয় সেটি বুঝিয়ে দিলেন মাত্র ১০ বলেই ৫ উইকেট তুলে নিয়ে। ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করে তালিকায় একেবারেই ওপরে তিনি। দারুণ বোলিং করছেন তানভীর ইসলাম। মাত্র ৩.৩৩ ইকোনমি রেটে তিন ম্যাচে ৭ উইকেট নিয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের এই বাঁহাতি স্পিনার। তাসকিন আহমেদের দুই ম্যাচে শিকার ৫ উইকেট। সমান ৫ উইকেট নিয়ে সেরা দশে আছেন মাহমুদউল্লাহ (৬) ও সাকিব (১০)।
তারাদের নিষ্প্রভ থাকাটা যদি দুশ্চিন্তার হয়, নিয়মিত জ্বলছেন অচেনারা—দেশের ক্রিকেটের জন্য এটি অবশ্য ইতিবাচক।
ঢাকা: সৌম্য সরকার–নাজমুল হোসেনদের রানখরা অব্যাহত আছে ডিপিএলে। এই লিগের শুরুতে তামিম–মুশফিকদের ব্যাট কিছুটা হাসলেও মিঠুন–সাইফরা আছেন নিজেদের ছায়া হয়ে। ব্যাটিংয়ে তো জাতীয় দলের ক্রিকেটারদের ছাপিয়ে গেছেন এখনো আন্তর্জাতিক আঙিনায় না আসা তরুণ খেলোয়াড়েরা।
ডিপিএলে এখন পর্যন্ত হয়েছে ১৮টি ম্যাচ। ১২ দল তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে। এ পর্যন্ত দুর্দান্ত খেলা ব্যাটসম্যানদের তালিকায় সৌম্য–নাজমুলরা পড়ে আছেন একেবারে তলানিতে। সেরা ৫০ ব্যাটসম্যানের তালিকাতেই জায়গা হয়নি দুজনের। তবে শেষ ম্যাচের দারুণ বোলিংয়ে তালিকার ওপরের দিকে চলে এসেছেন মোস্তাফিজুর–তাসকিনরা।
যে চার ব্যাটসম্যানের রান ১০০ পেরিয়েছে, তাঁদের কারও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ৩ ম্যাচে ৭১ গড়ে ১৪২ রান করে তালিকার চূড়ায় পারটেক্স স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাসামুল হক। বোলিংয়েও পিছিয়ে নেই তাসামুল, দলকে নিয়মিত ব্রেক–থ্রু এনে দিয়ে পেয়েছেন ৩ উইকেট। এখন পর্যন্ত ব্যাটে–বলে ডিপিএলের সেরা পারফরমার ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার।
১৩২ রান করে দ্বিতীয় স্থানে আছেন ওল্ড ডিওএইচএসের রাকিন আহমেদ। সময়টা ভালো যাচ্ছে ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মিজানুর রহমানেরও। ১৪০–এর ওপর স্ট্রাইক রেটে এই ব্যাটসম্যান করেছেন ১২৫ রান।
তারকা ব্যাটসম্যানদের মধ্যে যিনি সবচেয়ে এগিয়ে, সেই তামিম ইকবালের অবস্থান এখন ছয়ে। ৩ ম্যাচে ৯৮ রান করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। মুশফিক, মিরাজ, নাঈম, মুমিনুল ও মাহমুদউল্লাহ—কেউ নেই সেরা দশে।
পরশু রাতের ম্যাচে দল হারলেও দারুণ বোলিং করেছেন প্রাইম ব্যাংকের মোস্তাফিজুর রহমান। টি–টোয়েন্টি সংস্করণটা যে কেন বাঁহাতি পেসারের এত প্রিয় সেটি বুঝিয়ে দিলেন মাত্র ১০ বলেই ৫ উইকেট তুলে নিয়ে। ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করে তালিকায় একেবারেই ওপরে তিনি। দারুণ বোলিং করছেন তানভীর ইসলাম। মাত্র ৩.৩৩ ইকোনমি রেটে তিন ম্যাচে ৭ উইকেট নিয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের এই বাঁহাতি স্পিনার। তাসকিন আহমেদের দুই ম্যাচে শিকার ৫ উইকেট। সমান ৫ উইকেট নিয়ে সেরা দশে আছেন মাহমুদউল্লাহ (৬) ও সাকিব (১০)।
তারাদের নিষ্প্রভ থাকাটা যদি দুশ্চিন্তার হয়, নিয়মিত জ্বলছেন অচেনারা—দেশের ক্রিকেটের জন্য এটি অবশ্য ইতিবাচক।
শেষ বলে সিঙ্গেল নিলেন এনামুল হক বিজয়। তাতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা হয়ে গেল দুর্বার রাজশাহী অধিনায়কের। ২০ ওভারের ক্রিকেটে তিন অঙ্ক ছুঁয়েও মুখে হাসি নেই বিজয়ের। তাঁর মলিন মুখ দেখে কে বলবে কী লড়াইটা না করেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের দলকে জেতাতে। বিজয়ের সেঞ্চুরি রাজশাহীকে জেতাতে
১ ঘণ্টা আগেচেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালত আজ রোববার এ আদেশ দেন। সাকিবের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট
২ ঘণ্টা আগেউইম্বলডনের টানা দুই আসরে কার্লোস আলকারাজের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া করেন নোভাক জোকোভিচ। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেই আলকারাজকেই পেলেন জোকো।
৩ ঘণ্টা আগেউড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৭ ঘণ্টা আগে