ক্রীড়া ডেস্ক
ওয়েলিংটনে নিউজিল্যান্ড-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে রেকর্ড গড়ার খেলায় নেমেছেন টিম সাউদি। নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাউদি। এবার টেস্টে ছক্কার রেকর্ডে মাহেন্দ্র সিং ধোনি ও মিসবাহ-উল-হককে ছাড়িয়ে গেলেন কিউই এই ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সাউদি।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলার আগে টেস্টে সাউদি ছক্কা হাঁকিয়েছিলেন ৭৬ টি। স্বাগতিকদের প্রথম ইনিংসে ৪৯ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাউদি। বিস্ফোরক এই ইনিংস খেলার সময় ৬ ছক্কা মেরেছেন তিনি। তাতে টেস্টে কিউই এই ক্রিকেটারের ছক্কা হলো ৮২। গতকাল দ্বিতীয় দিনে ধোনির রেকর্ডে ভাগ বসিয়ে আজই তাঁকে ছাড়িয়ে গেলেন সাউদি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ভারতের সাবেক অধিনায়কের ছক্কা হলো ৭৮। ধোনিকে ছাড়িয়ে সেরা দশেও জায়গা করে নিয়েছেন সাউদি। ৮২ ছক্কায় ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ ও অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনের সঙ্গে যৌথভাবে দশ নম্বরে আছেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার। আর ৮১ ছক্কায় যৌথভাবে ১১ নম্বরে আছেন কেভিন পিটারসেন ও মিসবাহ।
টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ১০৯ ছক্কা মেরে শীর্ষে আছেন স্টোকস। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যাককালাম মেরেছেন ১০৭ ছক্কা। টেস্টে স্টোকস ও ম্যাককালাম ছাড়া ন্যূনতম ১০০ ছক্কা হাঁকানোর রেকর্ড আছে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের। বর্তমানে টেস্ট খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে স্টোকসের ১০৯ ছক্কার পর ৮২ ছক্কা নিয়ে দুইয়ে আছেন কিউই পেসার টিম সাউদি।
ওয়েলিংটনে নিউজিল্যান্ড-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে রেকর্ড গড়ার খেলায় নেমেছেন টিম সাউদি। নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাউদি। এবার টেস্টে ছক্কার রেকর্ডে মাহেন্দ্র সিং ধোনি ও মিসবাহ-উল-হককে ছাড়িয়ে গেলেন কিউই এই ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সাউদি।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলার আগে টেস্টে সাউদি ছক্কা হাঁকিয়েছিলেন ৭৬ টি। স্বাগতিকদের প্রথম ইনিংসে ৪৯ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাউদি। বিস্ফোরক এই ইনিংস খেলার সময় ৬ ছক্কা মেরেছেন তিনি। তাতে টেস্টে কিউই এই ক্রিকেটারের ছক্কা হলো ৮২। গতকাল দ্বিতীয় দিনে ধোনির রেকর্ডে ভাগ বসিয়ে আজই তাঁকে ছাড়িয়ে গেলেন সাউদি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ভারতের সাবেক অধিনায়কের ছক্কা হলো ৭৮। ধোনিকে ছাড়িয়ে সেরা দশেও জায়গা করে নিয়েছেন সাউদি। ৮২ ছক্কায় ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ ও অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনের সঙ্গে যৌথভাবে দশ নম্বরে আছেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার। আর ৮১ ছক্কায় যৌথভাবে ১১ নম্বরে আছেন কেভিন পিটারসেন ও মিসবাহ।
টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ১০৯ ছক্কা মেরে শীর্ষে আছেন স্টোকস। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যাককালাম মেরেছেন ১০৭ ছক্কা। টেস্টে স্টোকস ও ম্যাককালাম ছাড়া ন্যূনতম ১০০ ছক্কা হাঁকানোর রেকর্ড আছে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের। বর্তমানে টেস্ট খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে স্টোকসের ১০৯ ছক্কার পর ৮২ ছক্কা নিয়ে দুইয়ে আছেন কিউই পেসার টিম সাউদি।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৫ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৭ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৮ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৮ ঘণ্টা আগে