ক্রীড়া ডেস্ক
জয়ের জন্য শেষ ওভারে ডাম্বুলা অরার দরকার ছিল ১৬ রান। কাসুন রাজিথার করা ওভারটির প্রথম বলের কোনো রান নিতে না পারলেও অ্যালেক্স রস পরের ৪ বলে নেন ১৪ রান। শেষ বলে দরকার ছিল ২ রান। কিন্তু লেগ বাই থেকে এল ১। তাতেই রোমাঞ্চকর ড্র।
এরপর ম্যাচ গড়াল সুপার ওভারে। সেখানে রাজিথাকে শুরুতেই চার কুশল পেরেরার। তবে তৃতীয় বলেই ক্যাচ হয়ে ফেরেন শ্রীলঙ্কান ব্যাটার। শেষ বলে রসের চারে ডাম্বুলার স্কোর ১ উইকেটে ৯ রান। গল টাইটানসের লক্ষ্য দাঁড়ায় ১০ রান। লক্ষ্য তাড়া করতে নেমে বিনোরা ফার্নান্দোকে চার মেরে শুরু ভানুকা রাজাপাক্ষের। পরের বল ওয়াইড। জয়ের জন্য বাকি রান পরের বলে ছয় মেরে এনে দেন তিনি।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮০ রান করে গল। ৩৪ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন রাজাপাক্ষে। ২১ বলে ৪২ রানের ক্যামিও উপহার দেন অপরাজিত ব্যাটার অধিনায়ক দাসুন শানাকা। প্রথমবারের মতো এলপিএল খেলতে নেমে সাকিব আল হাসান শাহনেওয়াজ দাহানির বলে বোল্ড হওয়ার আগে করেন ১৪ বলে ২৩ রান। পাঁচে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশি অলরাউন্ডার। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১ চার ও ২ ছয়ে। স্ট্রাইক রেট ১৬৪.২৮।
বল হাতেও কার্যকরী ভূমিকা রাখেন সাকিব। ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ১ উইকেট। তাঁর শিকার সাদিরা সামারাবিক্রমা। ২৬ জুলাই ব্রাম্পটনে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে শ্রীলঙ্কায় উড়াল দেন তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগে গল টাইটানসের হয়ে অভিষেকেই অলরাউন্ড পারফরম্যান্স উপহার দিলেন সাকিব।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২ রানে দুই ওপেনারকে হারায় ডাম্বুলা। এরপর তৃতীয় উইকেট জুটিতে ধনাঞ্জয়া ডি সিলভার (৪৩) ও কুশল পেরেরার (৪০) ৪৮ বলে ৭৬ রানের সুবাদে সেই ধাক্কা সামলে উঠে জয়ের দিকে ছুটতে থাকে তারা। তবে শানাকার দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচে ফিরে গল। ৩ উইকেট নিয়েছেন এই লঙ্কান বোলার। ৫ উইকেটে ১৮০ রানে থামে ডাম্বুলাও। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন শানাকা।
জয়ের জন্য শেষ ওভারে ডাম্বুলা অরার দরকার ছিল ১৬ রান। কাসুন রাজিথার করা ওভারটির প্রথম বলের কোনো রান নিতে না পারলেও অ্যালেক্স রস পরের ৪ বলে নেন ১৪ রান। শেষ বলে দরকার ছিল ২ রান। কিন্তু লেগ বাই থেকে এল ১। তাতেই রোমাঞ্চকর ড্র।
এরপর ম্যাচ গড়াল সুপার ওভারে। সেখানে রাজিথাকে শুরুতেই চার কুশল পেরেরার। তবে তৃতীয় বলেই ক্যাচ হয়ে ফেরেন শ্রীলঙ্কান ব্যাটার। শেষ বলে রসের চারে ডাম্বুলার স্কোর ১ উইকেটে ৯ রান। গল টাইটানসের লক্ষ্য দাঁড়ায় ১০ রান। লক্ষ্য তাড়া করতে নেমে বিনোরা ফার্নান্দোকে চার মেরে শুরু ভানুকা রাজাপাক্ষের। পরের বল ওয়াইড। জয়ের জন্য বাকি রান পরের বলে ছয় মেরে এনে দেন তিনি।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮০ রান করে গল। ৩৪ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন রাজাপাক্ষে। ২১ বলে ৪২ রানের ক্যামিও উপহার দেন অপরাজিত ব্যাটার অধিনায়ক দাসুন শানাকা। প্রথমবারের মতো এলপিএল খেলতে নেমে সাকিব আল হাসান শাহনেওয়াজ দাহানির বলে বোল্ড হওয়ার আগে করেন ১৪ বলে ২৩ রান। পাঁচে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশি অলরাউন্ডার। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১ চার ও ২ ছয়ে। স্ট্রাইক রেট ১৬৪.২৮।
বল হাতেও কার্যকরী ভূমিকা রাখেন সাকিব। ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ১ উইকেট। তাঁর শিকার সাদিরা সামারাবিক্রমা। ২৬ জুলাই ব্রাম্পটনে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে শ্রীলঙ্কায় উড়াল দেন তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগে গল টাইটানসের হয়ে অভিষেকেই অলরাউন্ড পারফরম্যান্স উপহার দিলেন সাকিব।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২ রানে দুই ওপেনারকে হারায় ডাম্বুলা। এরপর তৃতীয় উইকেট জুটিতে ধনাঞ্জয়া ডি সিলভার (৪৩) ও কুশল পেরেরার (৪০) ৪৮ বলে ৭৬ রানের সুবাদে সেই ধাক্কা সামলে উঠে জয়ের দিকে ছুটতে থাকে তারা। তবে শানাকার দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচে ফিরে গল। ৩ উইকেট নিয়েছেন এই লঙ্কান বোলার। ৫ উইকেটে ১৮০ রানে থামে ডাম্বুলাও। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন শানাকা।
৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশন তো দূর কি বাত, সফরকারীরা টিকতে পেরেছে ১৩.৫ বল। মাত্র ৪২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে লঙ্কানরা। টেস্টে এক ইনিংসে এটিই সর্বনিম্ন স্কোর তাদের।
৩ ঘণ্টা আগেবৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল জিম্বাবুয়ে। আর একটি ম্যাচ জিতলেই নিজেদের করে নিতে পারত সিরিজ। সঙ্গে প্রথমবারের মতো পেত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল জিম্বাবুয়েনদের।
৫ ঘণ্টা আগে৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশনও টিকতে পারেনি সফরকারীরা। আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের পর ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা অলআউট হয়েছে মাত্র ৪২ রানে! যার মধ্যে আবার ৬ রানই এসেছে অতিরিক্ত থেকে।
৭ ঘণ্টা আগে