অনলাইন ডেস্ক
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দুই দিনব্যাপী দলবদল শেষ হয়েছে আজ। এই দলবদলে ওপেনার লিটন দাস ও পেসার মোস্তাফিজুর রহমানের কোনো দল নিশ্চিত হয়নি। দুই দিনে দলবদল করেছেন ১৬৫ ক্রিকেটার।
জানা গেছে, লিটন টোকেন তুলেছেন দলবদলের। তবে প্রত্যাশিত ৬০ লাখ টাকায় কোনো ক্লাব তাঁকে নিতে রাজি না। লিটন ১২ লাখ টাকায় রাজি থাকলে একটি ক্লাব নিবন্ধনের কাজ শুরু করবে বলে জানা ক্লাব অফিশিয়াল সূত্রে জানা গেছে।
দলবদলের সবচেয়ে আলোচিত সাকিব আল হাসান। পরশু দলবদলের প্রথম দিনে তিনি লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে নিবন্ধন করলেও আজ দ্বিতীয় দিনে তাঁর নাম প্রত্যাহার। সাকিবকে নিয়ে ভালোই ভেলকিবাজি দেখা গেল!
এবারের দলবদলে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ক্লাবগুলোর ‘সিন্ডিকেটের’ কারণে পারিশ্রমিক কমেছে ৫০–৬০ শতাংশ পর্যন্ত। গত মৌসুমে ৬০ লাখ টাকা পাওয়া ক্রিকেটার এবার সর্বোচ্চ ১৫ লাখ টাকাতেও দল পাচ্ছেন না। ক্রিকেটারদের স্বার্থ যেখানে ক্লাবগুলোর সিন্ডিকেটে বন্দী, সেখানে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নীরব ভূমিকা হতাশা বাড়িয়েছে।
এক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এবার যা হচ্ছে, এটা আমাদের সঙ্গে বেইমানি! আমরা সারা বছর এই লিগের ওপর নির্ভর করি, অথচ দলই পাচ্ছি না। পেলেও পারিশ্রমিক আশানুরূপ নয়। সিন্ডিকেটের বিরুদ্ধে কেউই সোচ্চার হচ্ছে না, যা আমাদের কষ্ট দিচ্ছে।’
কঠিন বাস্তবতা মেনে নিয়ে অনেক ক্রিকেটারই নিরুপায় হয়ে কম পারিশ্রমিকে দলবদল করছেন। শেষ পর্যন্ত মোহামেডান, রূপগঞ্জ ও আবাহনীর মতো কিছু ক্লাব দলবদল প্রক্রিয়া সম্পন্ন করেছে, তবে পুরো দলবদল জুড়েই আর্থিক টানাপোড়েন ও অনিশ্চয়তা স্পষ্ট।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দুই দিনব্যাপী দলবদল শেষ হয়েছে আজ। এই দলবদলে ওপেনার লিটন দাস ও পেসার মোস্তাফিজুর রহমানের কোনো দল নিশ্চিত হয়নি। দুই দিনে দলবদল করেছেন ১৬৫ ক্রিকেটার।
জানা গেছে, লিটন টোকেন তুলেছেন দলবদলের। তবে প্রত্যাশিত ৬০ লাখ টাকায় কোনো ক্লাব তাঁকে নিতে রাজি না। লিটন ১২ লাখ টাকায় রাজি থাকলে একটি ক্লাব নিবন্ধনের কাজ শুরু করবে বলে জানা ক্লাব অফিশিয়াল সূত্রে জানা গেছে।
দলবদলের সবচেয়ে আলোচিত সাকিব আল হাসান। পরশু দলবদলের প্রথম দিনে তিনি লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে নিবন্ধন করলেও আজ দ্বিতীয় দিনে তাঁর নাম প্রত্যাহার। সাকিবকে নিয়ে ভালোই ভেলকিবাজি দেখা গেল!
এবারের দলবদলে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ক্লাবগুলোর ‘সিন্ডিকেটের’ কারণে পারিশ্রমিক কমেছে ৫০–৬০ শতাংশ পর্যন্ত। গত মৌসুমে ৬০ লাখ টাকা পাওয়া ক্রিকেটার এবার সর্বোচ্চ ১৫ লাখ টাকাতেও দল পাচ্ছেন না। ক্রিকেটারদের স্বার্থ যেখানে ক্লাবগুলোর সিন্ডিকেটে বন্দী, সেখানে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নীরব ভূমিকা হতাশা বাড়িয়েছে।
এক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এবার যা হচ্ছে, এটা আমাদের সঙ্গে বেইমানি! আমরা সারা বছর এই লিগের ওপর নির্ভর করি, অথচ দলই পাচ্ছি না। পেলেও পারিশ্রমিক আশানুরূপ নয়। সিন্ডিকেটের বিরুদ্ধে কেউই সোচ্চার হচ্ছে না, যা আমাদের কষ্ট দিচ্ছে।’
কঠিন বাস্তবতা মেনে নিয়ে অনেক ক্রিকেটারই নিরুপায় হয়ে কম পারিশ্রমিকে দলবদল করছেন। শেষ পর্যন্ত মোহামেডান, রূপগঞ্জ ও আবাহনীর মতো কিছু ক্লাব দলবদল প্রক্রিয়া সম্পন্ন করেছে, তবে পুরো দলবদল জুড়েই আর্থিক টানাপোড়েন ও অনিশ্চয়তা স্পষ্ট।
ভুটানের নারী লিগে পারো এফসির হয়ে খেলবেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। এক সপ্তাহ আগেই ভুটানে পৌঁছে অনুশীলন। শুরু করে দিয়েছেন তাঁরা। আজ ভুটানের বিমান ধরেছেন আরও পাঁচ ফুটবলার।
২ মিনিট আগেহায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গত রাতে অভিষেক শর্মার ব্যাটিংটা ছিল ভিডিও গেমসের মতোই। বোলারদের যেভাবে বলে কয়ে চার-ছক্কা মেরেছেন, সেটা দেখে অনেকেই তাজ্জব বনে গেছেন। বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের এই তরুণ ব্যাটার তছনছ করে দিয়েছেন রেকর্ড বইয়ের পাতা।
২৪ মিনিট আগেজয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও কোচ সারোয়ার ইমরান। ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত সেই জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তবে সে ম্যাচে এমন দুর্দান্ত পারফরম্যান্স করেছে যে দলকে নিয়ে বেড়ে গেছে প্রত্যাশা।
১ ঘণ্টা আগেহারতেই যেন ভুলে গেছে বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে টানা ২৪ ম্যাচ অপরাজিত বার্সা। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—সব জায়গাতেই দুর্দান্ত খেলছে বার্সা।
১ ঘণ্টা আগে