ক্রীড়া ডেস্ক
ধবলধোলাই এড়াতে ভারতের বিপক্ষে আজ জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সিরিজের প্রথম চার টি-টোয়েন্টি এরই মধ্যে হেরে বসে আছে বাংলাদেশ। সিলেটে পঞ্চম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে চাপে রেখেছে ভারত।
১৫৭ রানের লক্ষ্যে ধীরস্থির শুরু করে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। প্রথম ওভারে ২ রান নিলেও দ্বিতীয় ওভারে আক্রমণাত্মক ব্যাটিং করে স্বাগতিকেরা। পূজা ভাস্ত্রকরের ওভার থেকে এসেছে ১৪ রান। বাংলাদেশের ওপেনার সোবহানা মোস্তারি মেরেছেন ৩ চার। আরেক ওপেনার দিলারা আকতার ওভারটিতে কোনো বলই মোকাবিলা করতে পারেননি। যদিও ওভারের পঞ্চম বলে মোস্তারির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট প্রায় হয়েই গিয়েছিলেন দিলারা। তবে উদ্বোধনী জুটিটা ছিল ১৬ বলে ১৯ রানের। তৃতীয় ওভারের পঞ্চম বলে তিতাস সাধুকে স্কয়ার কাট করতে যান মোস্তারি। ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ ধরেন রাধা যাদব। ৯ বলে ৩ চারে ১৩ রান করেন মোস্তারি।
উদ্বোধনী জুটি ভাঙার ধাক্কা সামলাতে না সামলাতেই আবারও উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ ওভারের প্রথম বলে রাধাকে পুল করতে যান দিলারা। এজ হওয়া বল মিড অফে ধরেছেন ভাস্ত্রকরের। ৮ বলে ৪ রান করেন দিলারা। দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩.১ ওভারে ২ উইকেটে ২৬ রান। তারপর চার নম্বরে নেমেছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। রানের চাকাও ধীর গতির হতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত
বাংলাদেশের স্কোর ৮ ওভারে ২ উইকেটে ৪৭ রান। জ্যোতি ১৩ বলে ৭ রানে ব্যাটিং করছেন। ১৮ বলে ২০ রানে অপরাজিত তিনে নামা রুবিয়া হায়দার।
পঞ্চম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। ৮ ওভারে সফরকারীদের স্কোর হয়ে যায় ২ উইকেটে ৬২ রান। তৃতীয় উইকেটে ৪২ বলে ৬০ রানের জুটি গড়েন হারমানপ্রীত ও হেমলতা। দুই সেট ব্যাটার আউটের পর আউট হয়ে যান সাজানা সঞ্জীবনও। ২ উইকেটে ১২২ রান থেকে মুহূর্তেই সেটা ৫ উইকেটে ১২৪ হয়ে যায়। শেষের দিকে পঞ্চম উইকেটে ২৫ বলে ৩২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন দীপ্তি শর্মা ও রিচা ঘোষ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৬ রান করে ভারত। ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন হেমলতা।
ধবলধোলাই এড়াতে ভারতের বিপক্ষে আজ জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সিরিজের প্রথম চার টি-টোয়েন্টি এরই মধ্যে হেরে বসে আছে বাংলাদেশ। সিলেটে পঞ্চম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে চাপে রেখেছে ভারত।
১৫৭ রানের লক্ষ্যে ধীরস্থির শুরু করে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। প্রথম ওভারে ২ রান নিলেও দ্বিতীয় ওভারে আক্রমণাত্মক ব্যাটিং করে স্বাগতিকেরা। পূজা ভাস্ত্রকরের ওভার থেকে এসেছে ১৪ রান। বাংলাদেশের ওপেনার সোবহানা মোস্তারি মেরেছেন ৩ চার। আরেক ওপেনার দিলারা আকতার ওভারটিতে কোনো বলই মোকাবিলা করতে পারেননি। যদিও ওভারের পঞ্চম বলে মোস্তারির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট প্রায় হয়েই গিয়েছিলেন দিলারা। তবে উদ্বোধনী জুটিটা ছিল ১৬ বলে ১৯ রানের। তৃতীয় ওভারের পঞ্চম বলে তিতাস সাধুকে স্কয়ার কাট করতে যান মোস্তারি। ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ ধরেন রাধা যাদব। ৯ বলে ৩ চারে ১৩ রান করেন মোস্তারি।
উদ্বোধনী জুটি ভাঙার ধাক্কা সামলাতে না সামলাতেই আবারও উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ ওভারের প্রথম বলে রাধাকে পুল করতে যান দিলারা। এজ হওয়া বল মিড অফে ধরেছেন ভাস্ত্রকরের। ৮ বলে ৪ রান করেন দিলারা। দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩.১ ওভারে ২ উইকেটে ২৬ রান। তারপর চার নম্বরে নেমেছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। রানের চাকাও ধীর গতির হতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত
বাংলাদেশের স্কোর ৮ ওভারে ২ উইকেটে ৪৭ রান। জ্যোতি ১৩ বলে ৭ রানে ব্যাটিং করছেন। ১৮ বলে ২০ রানে অপরাজিত তিনে নামা রুবিয়া হায়দার।
পঞ্চম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। ৮ ওভারে সফরকারীদের স্কোর হয়ে যায় ২ উইকেটে ৬২ রান। তৃতীয় উইকেটে ৪২ বলে ৬০ রানের জুটি গড়েন হারমানপ্রীত ও হেমলতা। দুই সেট ব্যাটার আউটের পর আউট হয়ে যান সাজানা সঞ্জীবনও। ২ উইকেটে ১২২ রান থেকে মুহূর্তেই সেটা ৫ উইকেটে ১২৪ হয়ে যায়। শেষের দিকে পঞ্চম উইকেটে ২৫ বলে ৩২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন দীপ্তি শর্মা ও রিচা ঘোষ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৬ রান করে ভারত। ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন হেমলতা।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৫ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৭ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৮ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৮ ঘণ্টা আগে