নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামীকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশ টেস্ট দলের ১১ জন সদস্য ঢাকা থেকে ধরবেন দুবাইয়ের ফ্লাইট। সেখান থেকে লন্ডন হয়ে গন্তব্য ওয়েস্ট ইন্ডিজ। কাল যাবে টেস্ট দল। সেই দল ঘোষণা করতে আজ রাত ৯টা পর্যন্ত নির্বাচকেরা অপেক্ষায় ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জন্য। গতকাল আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময়ে পাওয়া কুঁচকির চোটের স্ক্যান করানোর কথা ছিল কাল দুবাই সময় সকালে। সেটি হয়নি। পরে করানোর কথা ছিল দুপুরে, সেটিও হয়নি। স্ক্যানের রিপোর্ট দেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা করতে চেয়েছিলেন নির্বাচকেরা।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর আশা, আজ আফগানিস্তানের বিপক্ষে ফাইনালে রূপ নেওয়া সিরিজের শেষ ওয়ানডেতে শান্তকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া যাবে অধিনায়ককে। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। হাতে ১১ দিন সময় আছে। স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার আগেই আজ শান্তকে রেখেই দল ঘোষণা করেছে বিসিবি। জামাইকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর।
শান্তর চোট প্রসঙ্গে লিপু আজকের পত্রিকাকে লিপু বললেন, ‘আমরা তো অনেক আগেই টেস্ট দল জমা দিয়েছি। একটু অপেক্ষা করছিলাম। আমার মনে হয় না ওর এতটা কঠিন পরিস্থিতি। রিপোর্ট দেখে সুনিশ্চিত না হয়ে আসলে ওর বিকল্প খোঁজা যায় না। হাতে সময় আছে। প্রাথমিকভাবে ওর চোটের ধরন দেখে আমার মনে হয়নি দুই সপ্তাহ মাঠের বাইরে চলে যাবে। তবু স্ক্যান রিপোর্ট দেখতে হবে আমাদের। এত অপেক্ষা করার সুযোগ নেই। লজিস্টিক কিছু বিষয় আছে। তবে কালকের ম্যাচে ওকে পাওয়া নিয়ে দুশ্চিন্তা আছে। না পাওয়া গেলে আমরা একটু ব্যাকফুটেই চলে যাব। সেরে উঠতে জাদুকরী যদি কিছু হয় কি না, সে অপেক্ষায় আছি।’
বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে জানিয়েছেন, ম্যাচে শান্তকে পেতে বরফ-চিকিৎসা চলছিল। ম্যাচে পাওয়া যাবে কি না সেটা বুঝতে কাল সকাল পর্যন্ত শান্তর জন্য দল অপেক্ষা করবে। যদি চোট গুরুতর হয় এবং শেষ পর্যন্ত শান্তকে না পাওয়া যায়, সে ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজের কাঁধে উঠতে পারে নেতৃত্বের ভার।
ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে তেমন চমক নেই। বলা যায়, সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের দলটাই যাচ্ছে উইন্ডিজ সফরে। পরশু সকাল ৮টায় দুবাইয়ে পুরো দল এক হয়ে রওনা দেবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশর টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস (উইকেটকিপার), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
আগামীকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশ টেস্ট দলের ১১ জন সদস্য ঢাকা থেকে ধরবেন দুবাইয়ের ফ্লাইট। সেখান থেকে লন্ডন হয়ে গন্তব্য ওয়েস্ট ইন্ডিজ। কাল যাবে টেস্ট দল। সেই দল ঘোষণা করতে আজ রাত ৯টা পর্যন্ত নির্বাচকেরা অপেক্ষায় ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জন্য। গতকাল আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময়ে পাওয়া কুঁচকির চোটের স্ক্যান করানোর কথা ছিল কাল দুবাই সময় সকালে। সেটি হয়নি। পরে করানোর কথা ছিল দুপুরে, সেটিও হয়নি। স্ক্যানের রিপোর্ট দেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা করতে চেয়েছিলেন নির্বাচকেরা।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর আশা, আজ আফগানিস্তানের বিপক্ষে ফাইনালে রূপ নেওয়া সিরিজের শেষ ওয়ানডেতে শান্তকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া যাবে অধিনায়ককে। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। হাতে ১১ দিন সময় আছে। স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার আগেই আজ শান্তকে রেখেই দল ঘোষণা করেছে বিসিবি। জামাইকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর।
শান্তর চোট প্রসঙ্গে লিপু আজকের পত্রিকাকে লিপু বললেন, ‘আমরা তো অনেক আগেই টেস্ট দল জমা দিয়েছি। একটু অপেক্ষা করছিলাম। আমার মনে হয় না ওর এতটা কঠিন পরিস্থিতি। রিপোর্ট দেখে সুনিশ্চিত না হয়ে আসলে ওর বিকল্প খোঁজা যায় না। হাতে সময় আছে। প্রাথমিকভাবে ওর চোটের ধরন দেখে আমার মনে হয়নি দুই সপ্তাহ মাঠের বাইরে চলে যাবে। তবু স্ক্যান রিপোর্ট দেখতে হবে আমাদের। এত অপেক্ষা করার সুযোগ নেই। লজিস্টিক কিছু বিষয় আছে। তবে কালকের ম্যাচে ওকে পাওয়া নিয়ে দুশ্চিন্তা আছে। না পাওয়া গেলে আমরা একটু ব্যাকফুটেই চলে যাব। সেরে উঠতে জাদুকরী যদি কিছু হয় কি না, সে অপেক্ষায় আছি।’
বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে জানিয়েছেন, ম্যাচে শান্তকে পেতে বরফ-চিকিৎসা চলছিল। ম্যাচে পাওয়া যাবে কি না সেটা বুঝতে কাল সকাল পর্যন্ত শান্তর জন্য দল অপেক্ষা করবে। যদি চোট গুরুতর হয় এবং শেষ পর্যন্ত শান্তকে না পাওয়া যায়, সে ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজের কাঁধে উঠতে পারে নেতৃত্বের ভার।
ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে তেমন চমক নেই। বলা যায়, সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের দলটাই যাচ্ছে উইন্ডিজ সফরে। পরশু সকাল ৮টায় দুবাইয়ে পুরো দল এক হয়ে রওনা দেবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশর টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস (উইকেটকিপার), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
সুলেমান দিয়াবাতে যে মোহামেডানের প্রাণভোমরা সেটা আরও একবার প্রমাণ করলেন তিনি। প্রিমিয়ার লিগে আজ দিয়াবাতের কাছেই হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঐতিহ্যের ডার্বিতে গোলের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে যায় আবাহনী।
৪ ঘণ্টা আগেচোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি নাজমুল হোসেন শান্ত। খেলতে পারেননি দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ অধিনায়ক প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরলেন ১ মাসের বেশি সময়ের পর। আর ফেরার ম্যাচেই হাসল শান্তর ব্যাট। তারপরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তাঁর দল রাজশাহী। বরিশালের কাছে হেরেছে
৫ ঘণ্টা আগেতাঁর শেষ টেস্টের প্রথম দিন। মাঠে নেমে কি একটু আবেগপ্রবণ হয়ে পড়লেন টিম সাউদি! হয়েছেন বৈকি! হ্যামিল্টনের সেডেন পার্কে যখন ব্যাটিংয়ে নামলেন, করতালিতে প্রকম্পিত মাঠ। সেটা আরও প্রকম্পিত হলো যখন ৬ বলের ব্যবধানে মারলেন তিন ছক্কা। গ্যালারিতে বল আছড়ে পড়লে এমনিতেই উদ্দীপ্ত হয় গ্যালারি। আর সাউদির ক্ষেত্রে তো ত
৫ ঘণ্টা আগে