ক্রীড়া ডেস্ক
‘এভাবেও ফিরে আসা যায়’-জনপ্রিয় এই গানটি যেন আর্শদীপ সিংয়ের সঙ্গে ভালোভাবে মিলে যায়। কয়েক মাসে আগে যিনি হয়ে গিয়েছিলেন ভিলেন। তবে সেগুলোকে আমলে না নিয়ে দুর্দান্ত পারফর্ম করছেন। আর্শদীপের এই হার না মানা মানসিকতা মুগ্ধ করেছে ওয়াসিম আকরামকে।
চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ঘটনা। দুবাইয়ে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে আসিফ আলির সহজ ক্যাচ ছেড়ে দিয়েছিলেন আর্শদীপ। সেই আসিফের ব্যাটিংয়েই ম্যাচ জেতে পাকিস্তান। তাতে তিনি অনেকের চক্ষুশূলে পরিণত হলেন। তাঁকে নিয়ে নেটিজেনরা রীতিমতো বিদ্বেষ ছড়িয়েছেন। এরপর ভারতীয় এই বাঁহাতি পেসার যেভাবে কামব্যাক করেছেন, তাতে রীতিমতো মুগ্ধ ওয়াসিম। পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার বলেন, ‘ভারতে সে সামাজিকমাধ্যমে ট্রলিংয়ের শিকার হয়েছিল। সে নিজে এটা নিয়ে ভাবেনি। এই মনোভাবটাই গুরুত্বপূর্ণ।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন আর্শদীপ। বোলিং গড় ১৪.৬৬ এবং ইকোনমি ৮.২৫। পাকিস্তানের বিপক্ষে নিয়েছিলেন ৩ উইকেট এবং নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ-এই তিন দলের বিপক্ষে নিয়েছেন দুটি করে উইকেট। আর্শদীপের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করেন ওয়াসিম, ‘সে দুই দিকেই বল সুইং করতে পারে। তার ভবিষ্যৎ উজ্জ্বল। ইয়র্কার এবং স্লোয়ার করতে পারে।’
‘এভাবেও ফিরে আসা যায়’-জনপ্রিয় এই গানটি যেন আর্শদীপ সিংয়ের সঙ্গে ভালোভাবে মিলে যায়। কয়েক মাসে আগে যিনি হয়ে গিয়েছিলেন ভিলেন। তবে সেগুলোকে আমলে না নিয়ে দুর্দান্ত পারফর্ম করছেন। আর্শদীপের এই হার না মানা মানসিকতা মুগ্ধ করেছে ওয়াসিম আকরামকে।
চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ঘটনা। দুবাইয়ে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে আসিফ আলির সহজ ক্যাচ ছেড়ে দিয়েছিলেন আর্শদীপ। সেই আসিফের ব্যাটিংয়েই ম্যাচ জেতে পাকিস্তান। তাতে তিনি অনেকের চক্ষুশূলে পরিণত হলেন। তাঁকে নিয়ে নেটিজেনরা রীতিমতো বিদ্বেষ ছড়িয়েছেন। এরপর ভারতীয় এই বাঁহাতি পেসার যেভাবে কামব্যাক করেছেন, তাতে রীতিমতো মুগ্ধ ওয়াসিম। পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার বলেন, ‘ভারতে সে সামাজিকমাধ্যমে ট্রলিংয়ের শিকার হয়েছিল। সে নিজে এটা নিয়ে ভাবেনি। এই মনোভাবটাই গুরুত্বপূর্ণ।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন আর্শদীপ। বোলিং গড় ১৪.৬৬ এবং ইকোনমি ৮.২৫। পাকিস্তানের বিপক্ষে নিয়েছিলেন ৩ উইকেট এবং নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ-এই তিন দলের বিপক্ষে নিয়েছেন দুটি করে উইকেট। আর্শদীপের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করেন ওয়াসিম, ‘সে দুই দিকেই বল সুইং করতে পারে। তার ভবিষ্যৎ উজ্জ্বল। ইয়র্কার এবং স্লোয়ার করতে পারে।’
৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশন তো দূর কি বাত, সফরকারীরা টিকতে পেরেছে ১৩.৫ বল। মাত্র ৪২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে লঙ্কানরা। টেস্টে এক ইনিংসে এটিই সর্বনিম্ন স্কোর তাদের।
১০ ঘণ্টা আগেবৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল জিম্বাবুয়ে। আর একটি ম্যাচ জিতলেই নিজেদের করে নিতে পারত সিরিজ। সঙ্গে প্রথমবারের মতো পেত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল জিম্বাবুয়েনদের।
১২ ঘণ্টা আগে৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশনও টিকতে পারেনি সফরকারীরা। আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের পর ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা অলআউট হয়েছে মাত্র ৪২ রানে! যার মধ্যে আবার ৬ রানই এসেছে অতিরিক্ত থেকে।
১৪ ঘণ্টা আগে