ক্রীড়া ডেস্ক
মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় টেস্টে খেলতে নামার আগে এক রেকর্ড হাতছানি দিয়ে ডাকছিল মুশফিকুর রহিমকে। প্রথম বাংলাদেশি হিসেবে মিরপুরে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০০ রান। কিন্তু সেই রেকর্ডের ধারেকাছেও যেতে পারেননি মুশফিক। উল্টো অদ্ভুতুড়ে এক আউটে নাম লিখিয়েছেন ইতিহাসের পাথায়।
বাংলাদেশের ইনিংসের ৪১ তম ওভারের ঘটনা। কাইল জেমিসনের করা ওভারের চতুর্থ বলটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মুশফিক। বল অফ স্টাম্পের অনেক বাইরে চলে যাচ্ছিল। সবাইকে অবাক করে মুশফিক গ্লাভস দিয়ে বলটা আবার সরিয়ে দিতে গেলেন। এরপর নিউজিল্যান্ড আবেদন করার পর আম্পায়ার মুশফিককে আউট ঘোষণা করেন। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ‘অবস্ট্র্যাক্টিং দ্য ফিল্ড’ আউট হলেন। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দিতে আসা তামিম ইকবাল রীতিমতো অবাক হয়েছেন। তামিমসহ মিরপুরের দর্শকেরা হতাশা প্রকাশ করেছেন এমন আউটে। ধারাভাষ্যকক্ষে তামিম বলেন, ‘খুবই হতাশার...বল তো উইকেটে হিট করছিল না। এটা করার কোনো দরকারই ছিল না। একেবারেই দুর্ভাগ্য। দল এটা ভাবতেই পারেনি, মুশফিক যা করল। এটা তার চেয়ে ভালো আর কে জানবে যে এত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে।’
টস জিতে আজ প্রথমে ব্যাটিং করতে গিয়ে বাংলাদেশ ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে। বিপদে পড়া বাংলাদেশের হাল ধরেন মুশফিক ও শাহাদাত হোসেন দিপু। পঞ্চম উইকেটে তাঁদের জুটি দারুণ এগোচ্ছিল। সেসময় খামখেয়ালিপনায় নিজের গুরুত্বপূর্ণ উইকেট হারালেন মুশি। তাতে ভেঙে যায় পঞ্চম উইকেটে মুশফিক-দিপুর ৫৭ রানের জুটি। ৮৩ বলে ৩৫ রান করে আউট হয়েছেন মুশফিক। অবশ্য গুরুত্বপূর্ণ সময়ে নিজের উইকেট ছুড়ে আসার ঘটনা বাংলাদেশের এই ব্যাটারের কাছে নতুন কিছু নয়। মুশফিকের আউট হিসেব করলে এমন অদ্ভুতুড়ে আউট এখন পর্যন্ত হয়েছে ১১ বার। সর্বশেষ ২০০১ এর ডিসেম্বরে চেন্নাইতে ভারতের বিপক্ষে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হয়েছেন মাইকেল ভন। শুধু অবস্ট্রাকটিং দ্য ফিল্ড হলে টেস্টে মুশফিক দ্বিতীয় ব্যাটার, বাংলাদেশের প্রথম। অবস্ট্রাকটিং দ্য ফিল্ড ও হ্যান্ডলড দ্য বল—এমসিসির আইনে এখন দুটি একই আউট হিসেবে ধরা হয়। সেই হিসেবে টেস্টে নবম ব্যাটার হিসেবে এই ফাঁদে পড়লেন মুশফিক। ১৯৫১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ব্যাটার হিসেবে টেস্টে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হয়েছিলেন ইংল্যান্ডের ওপেনার লিওনার্ড হাটন।
টেস্টে বিরল আউটের যত ঘটনা:
লিওনার্ড হাটন (ইংল্যান্ড): অবস্ট্রাকটিং দ্য ফিল্ড; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: দ্য ওভাল; ১৯৫১
রাসেল এনডিন (দক্ষিণ আফ্রিকা) : হ্যান্ডলড দ্য বল; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: কেপটাউন; ১৯৫৭
অ্যান্ড্রু হিলডিচ (অস্ট্রেলিয়া) : হ্যান্ডলড দ্য বল; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: পার্থ; ১৯৭৯
মহসিন খান (পাকিস্তান) : হ্যান্ডলড দ্য বল; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ভেন্যু: করাচি; ১৯৮২
ডেসমন্ড হেইনস (ওয়েস্ট ইন্ডিজ) : হ্যান্ডলড দ্য বল; প্রতিপক্ষ: ভারত ভেন্যু: মুম্বাই; ১৯৮৩
গ্রাহাম গুচ (ইংল্যান্ড) : হ্যান্ডলড দ্য বল; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ভেন্যু; ম্যানচেস্টার ১৯৯৩
স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া) : হ্যান্ডলড দ্য বল; প্রতিপক্ষ: ভারত; চেন্নাই; ১৯৮২
মারভান আতাপাত্তু (শ্রীলঙ্কা) : রিটায়ার্ড আউট; প্রতিপক্ষ: বাংলাদেশ; ভেন্যু: কলম্বো; ২০০১
মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা) : রিটায়ার্ড আউট; প্রতিপক্ষ: বাংলাদেশ; কলম্বো; ২০০১
মাইকেল ভন (ইংল্যান্ড) : হ্যান্ডলড দ্য বল; প্রতিপক্ষ: ভারত; ভেন্যু: বেঙ্গালুরু; ২০০১
মুশফিকুর রহিম (বাংলাদেশ) : অবস্ট্রাকটিং দ্য ফিল্ড; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ভেন্যু: মিরপুর; ২০২৩
মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় টেস্টে খেলতে নামার আগে এক রেকর্ড হাতছানি দিয়ে ডাকছিল মুশফিকুর রহিমকে। প্রথম বাংলাদেশি হিসেবে মিরপুরে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০০ রান। কিন্তু সেই রেকর্ডের ধারেকাছেও যেতে পারেননি মুশফিক। উল্টো অদ্ভুতুড়ে এক আউটে নাম লিখিয়েছেন ইতিহাসের পাথায়।
বাংলাদেশের ইনিংসের ৪১ তম ওভারের ঘটনা। কাইল জেমিসনের করা ওভারের চতুর্থ বলটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মুশফিক। বল অফ স্টাম্পের অনেক বাইরে চলে যাচ্ছিল। সবাইকে অবাক করে মুশফিক গ্লাভস দিয়ে বলটা আবার সরিয়ে দিতে গেলেন। এরপর নিউজিল্যান্ড আবেদন করার পর আম্পায়ার মুশফিককে আউট ঘোষণা করেন। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ‘অবস্ট্র্যাক্টিং দ্য ফিল্ড’ আউট হলেন। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দিতে আসা তামিম ইকবাল রীতিমতো অবাক হয়েছেন। তামিমসহ মিরপুরের দর্শকেরা হতাশা প্রকাশ করেছেন এমন আউটে। ধারাভাষ্যকক্ষে তামিম বলেন, ‘খুবই হতাশার...বল তো উইকেটে হিট করছিল না। এটা করার কোনো দরকারই ছিল না। একেবারেই দুর্ভাগ্য। দল এটা ভাবতেই পারেনি, মুশফিক যা করল। এটা তার চেয়ে ভালো আর কে জানবে যে এত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে।’
টস জিতে আজ প্রথমে ব্যাটিং করতে গিয়ে বাংলাদেশ ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে। বিপদে পড়া বাংলাদেশের হাল ধরেন মুশফিক ও শাহাদাত হোসেন দিপু। পঞ্চম উইকেটে তাঁদের জুটি দারুণ এগোচ্ছিল। সেসময় খামখেয়ালিপনায় নিজের গুরুত্বপূর্ণ উইকেট হারালেন মুশি। তাতে ভেঙে যায় পঞ্চম উইকেটে মুশফিক-দিপুর ৫৭ রানের জুটি। ৮৩ বলে ৩৫ রান করে আউট হয়েছেন মুশফিক। অবশ্য গুরুত্বপূর্ণ সময়ে নিজের উইকেট ছুড়ে আসার ঘটনা বাংলাদেশের এই ব্যাটারের কাছে নতুন কিছু নয়। মুশফিকের আউট হিসেব করলে এমন অদ্ভুতুড়ে আউট এখন পর্যন্ত হয়েছে ১১ বার। সর্বশেষ ২০০১ এর ডিসেম্বরে চেন্নাইতে ভারতের বিপক্ষে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হয়েছেন মাইকেল ভন। শুধু অবস্ট্রাকটিং দ্য ফিল্ড হলে টেস্টে মুশফিক দ্বিতীয় ব্যাটার, বাংলাদেশের প্রথম। অবস্ট্রাকটিং দ্য ফিল্ড ও হ্যান্ডলড দ্য বল—এমসিসির আইনে এখন দুটি একই আউট হিসেবে ধরা হয়। সেই হিসেবে টেস্টে নবম ব্যাটার হিসেবে এই ফাঁদে পড়লেন মুশফিক। ১৯৫১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ব্যাটার হিসেবে টেস্টে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হয়েছিলেন ইংল্যান্ডের ওপেনার লিওনার্ড হাটন।
টেস্টে বিরল আউটের যত ঘটনা:
লিওনার্ড হাটন (ইংল্যান্ড): অবস্ট্রাকটিং দ্য ফিল্ড; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: দ্য ওভাল; ১৯৫১
রাসেল এনডিন (দক্ষিণ আফ্রিকা) : হ্যান্ডলড দ্য বল; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: কেপটাউন; ১৯৫৭
অ্যান্ড্রু হিলডিচ (অস্ট্রেলিয়া) : হ্যান্ডলড দ্য বল; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: পার্থ; ১৯৭৯
মহসিন খান (পাকিস্তান) : হ্যান্ডলড দ্য বল; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ভেন্যু: করাচি; ১৯৮২
ডেসমন্ড হেইনস (ওয়েস্ট ইন্ডিজ) : হ্যান্ডলড দ্য বল; প্রতিপক্ষ: ভারত ভেন্যু: মুম্বাই; ১৯৮৩
গ্রাহাম গুচ (ইংল্যান্ড) : হ্যান্ডলড দ্য বল; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ভেন্যু; ম্যানচেস্টার ১৯৯৩
স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া) : হ্যান্ডলড দ্য বল; প্রতিপক্ষ: ভারত; চেন্নাই; ১৯৮২
মারভান আতাপাত্তু (শ্রীলঙ্কা) : রিটায়ার্ড আউট; প্রতিপক্ষ: বাংলাদেশ; ভেন্যু: কলম্বো; ২০০১
মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা) : রিটায়ার্ড আউট; প্রতিপক্ষ: বাংলাদেশ; কলম্বো; ২০০১
মাইকেল ভন (ইংল্যান্ড) : হ্যান্ডলড দ্য বল; প্রতিপক্ষ: ভারত; ভেন্যু: বেঙ্গালুরু; ২০০১
মুশফিকুর রহিম (বাংলাদেশ) : অবস্ট্রাকটিং দ্য ফিল্ড; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ভেন্যু: মিরপুর; ২০২৩
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
২৩ মিনিট আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৩ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৩ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৩ ঘণ্টা আগে