নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ জাতীয় দলের ওপেনার মোহাম্মদ নাঈম। তামিম ইকবালের অনুপস্থিতিতে দীর্ঘদিন ধরে জাতীয় দলের ওপেনিং করছেন তিনি। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে টানা ব্যাট হাতে ব্যর্থ নাঈম। ফর্মহীনতা কিংবা শট খেলার দুর্বলতা দেখা যাচ্ছে এই ব্যাটারের মাঝে। আর তাতেই তার টি-টোয়েন্টি দলে থাকা নিয়ে প্রশ্নও উঠেছে।
চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ ম্যাচের ৭টিতে ব্যাটিংয়ে নেমেছিলেন নাঈম। এই সাত ইনিংসে সর্বোচ্চ ১৫ রানসহ ৬৫.৭৮ স্ট্রাইক রেটে মোট সংগ্রহ ৫০। ২০ পার হয়নি কোনো ইনিংস।
নাঈমের আসলে কী হয়েছে? কেন তার ব্যাটে রান নেই এই নিয়ে প্রশ্নেরও কোনো শেষ নেই। শুরুতে মিনিস্টার ঢাকা দলের হয়ে তিনে নামেন তিনি। এরপর চারে জায়গা হয় তাঁর। শেষ পর্যন্ত আটে নেমেও ব্যর্থ হয়েছিলেন নাঈম, বাদ পড়েন পরের ম্যাচে।
ওপেনার হয়েও অন্য পজিশনে নামায় নাঈনের এমন অধঃপতন কী না এমন প্রশ্নে ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম আজকের পত্রিকাকে বলছিলেন, ‘পজিশনের জন্য এমন হতে পারে। কিন্তু বিশ্বকাপ থেকে টানা এমন খারাপ করারটা পারফরম্যান্সে ঘাটতিও হতে পারে। তার ফর্মহীনতা দলের জন্যও ক্ষতিকর।’
বিপিএলের প্রথম ধাপের দশ ম্যাচ শেষ হয়েছে ঢাকার। শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্টে টিকে থাকার শঙ্কা দেখা দিয়েছে ঢাকা-শিবিরে। ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে আসা সাকিবের সঙ্গে দেখা হয় নাঈমের।
টুর্নামেন্টের শুরুতে ব্যাটিং নিয়ে খানিকটা ধুঁকলেও টানা পাঁচ ম্যাচে দুর্দান্ত সাকিব। তাইতো সাকিবকে সামনে পেয়ে হয়তো নিজের দুর্বলতার কথা জানান নাঈম। সাকিবেরও জাতীয় দলের সতীর্থের ব্যাটিং সমস্যার কথা জানার কথা। তাই মাঠের এক কোণে নাঈমকে শট খেলার বিভিন্ন টিপস দেন তিনি। ভেসে আসা বল কিংবা স্লোয়ারকে কীভাবে খেলবে কিংবা টার্ন করা বলে কীভাবে রান করতে হয় এই টিপসগুলোই দিতে দেখা যায় সাকিবকে। তারপর নাঈমও সাকিবের দেখাদেখি চেষ্টা করেন।
বাংলাদেশ জাতীয় দলের ওপেনার মোহাম্মদ নাঈম। তামিম ইকবালের অনুপস্থিতিতে দীর্ঘদিন ধরে জাতীয় দলের ওপেনিং করছেন তিনি। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে টানা ব্যাট হাতে ব্যর্থ নাঈম। ফর্মহীনতা কিংবা শট খেলার দুর্বলতা দেখা যাচ্ছে এই ব্যাটারের মাঝে। আর তাতেই তার টি-টোয়েন্টি দলে থাকা নিয়ে প্রশ্নও উঠেছে।
চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ ম্যাচের ৭টিতে ব্যাটিংয়ে নেমেছিলেন নাঈম। এই সাত ইনিংসে সর্বোচ্চ ১৫ রানসহ ৬৫.৭৮ স্ট্রাইক রেটে মোট সংগ্রহ ৫০। ২০ পার হয়নি কোনো ইনিংস।
নাঈমের আসলে কী হয়েছে? কেন তার ব্যাটে রান নেই এই নিয়ে প্রশ্নেরও কোনো শেষ নেই। শুরুতে মিনিস্টার ঢাকা দলের হয়ে তিনে নামেন তিনি। এরপর চারে জায়গা হয় তাঁর। শেষ পর্যন্ত আটে নেমেও ব্যর্থ হয়েছিলেন নাঈম, বাদ পড়েন পরের ম্যাচে।
ওপেনার হয়েও অন্য পজিশনে নামায় নাঈনের এমন অধঃপতন কী না এমন প্রশ্নে ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম আজকের পত্রিকাকে বলছিলেন, ‘পজিশনের জন্য এমন হতে পারে। কিন্তু বিশ্বকাপ থেকে টানা এমন খারাপ করারটা পারফরম্যান্সে ঘাটতিও হতে পারে। তার ফর্মহীনতা দলের জন্যও ক্ষতিকর।’
বিপিএলের প্রথম ধাপের দশ ম্যাচ শেষ হয়েছে ঢাকার। শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্টে টিকে থাকার শঙ্কা দেখা দিয়েছে ঢাকা-শিবিরে। ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে আসা সাকিবের সঙ্গে দেখা হয় নাঈমের।
টুর্নামেন্টের শুরুতে ব্যাটিং নিয়ে খানিকটা ধুঁকলেও টানা পাঁচ ম্যাচে দুর্দান্ত সাকিব। তাইতো সাকিবকে সামনে পেয়ে হয়তো নিজের দুর্বলতার কথা জানান নাঈম। সাকিবেরও জাতীয় দলের সতীর্থের ব্যাটিং সমস্যার কথা জানার কথা। তাই মাঠের এক কোণে নাঈমকে শট খেলার বিভিন্ন টিপস দেন তিনি। ভেসে আসা বল কিংবা স্লোয়ারকে কীভাবে খেলবে কিংবা টার্ন করা বলে কীভাবে রান করতে হয় এই টিপসগুলোই দিতে দেখা যায় সাকিবকে। তারপর নাঈমও সাকিবের দেখাদেখি চেষ্টা করেন।
ইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
৩ মিনিট আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৪১ মিনিট আগেকাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুই বার সাফের শিরোপা জয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। প্যারিস মাস্টার্স শুরু হবে বিকেল ৪টায়। একনজরে দেখে নিন টিভিতে কী কী খেলা থাকছে।
২ ঘণ্টা আগে