Ajker Patrika

সাকিবকে এবার ছেড়ে দিল নাইট রাইডার্স

ক্রীড়া ডেস্ক    
লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে গত মৌসুমে ৪ ম্যাচ খেলেন সাকিব। ছবি: ফেসবুক
লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে গত মৌসুমে ৪ ম্যাচ খেলেন সাকিব। ছবি: ফেসবুক

সবশেষ ডিসেম্বরে শ্রীলঙ্কায় লঙ্কান টি-টেনে খেলেছিলেন সাকিব আল হাসান। কিন্তু সেই লিগ চলাকালীনই জন্য এল দুঃসংবাদ। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে তাঁর। পরপর দুটি পরীক্ষায়ও উত্তীর্ণ হতে না পারায় নিষিদ্ধ হয়েছে সাকিবের বোলিং। তবে কি তিনি ব্যাটার হিসেবে ক্রিকেট চালিয়ে যাবেন? এ নিয়ে আলোচনা থাকলেও সেটি আরও ধাক্কা খায়, যখন তিনি ভারতের লিজেন্ডস নাইটি লিগ থেকে নাম প্রত্যাহার করে নেন। এবার আর নিজে সরে দাঁড়ানোর সুযোগ পেলেন না সাকিব। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সই তাঁকে আসন্ন মৌসুমের জন্য ছেড়ে দিয়েছে। গত আসরে ৪ ম্যাচ খেলে ৬০ রান ও এক উইকেট নেন সাকিব। তাঁর পাশাপাশি ডেভিড মিলার, জেসন রায় ও অ্যাডাম জাম্পাকেও রাখেনি দলটি।

নতুন মৌসুমের জন্য তারা মাত্র তিনজন বিদেশি খেলোয়াড়—আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার স্পেনসার জনসনকে ধরে রেখেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। যুক্তরাষ্টের মেজর লিগ ক্রিকেট ড্রাফট শুরু হবে ১৯ ফ্রেব্রুয়ারি।

রাজনৈতিক পট পরিবর্তনের সময় দেশের হয়ে শেষটা রাঙানোর সুযোগ পাননি সাকিব। একাধিক মামলা ও অর্থ জরিমানার কারণে দেশে থেকে দূরেই থাকতে হচ্ছে তাঁকে। ফলে প্রশ্ন উঠছে—সাকিব এখন কোথায়? সূত্র মতে, বোলিং অ্যাকশন পরীক্ষায় দুইবার ব্যর্থ হওয়ায় এক বছরের জন্য বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন সাকিব। তাই আপাতত প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁকে দেখা যাচ্ছে না।

সাকিবের সঙ্গে টি-টেন লিগে কাজ করা ভিডিও বিশ্লেষক শেখ মহসিন জানিয়েছেন, ‘সাকিব এখন অবসর সময় কাটাচ্ছেন। আমার সঙ্গে শেষ আলাপে তিনি কোনো লিগে খেলার কথা বলেননি।’ ক্রিকেটের বাইরে এখন কখনো দুবাই, কখনো ইংল্যান্ডের বিভিন্ন শহরে বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে সাকিবকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত