ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছে পাকিস্তান। গলে প্রথম টেস্টে গতকাল ৪ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। তবে ম্যাচজয়ী পাকিস্তান কত টাকার পুরস্কার পেল, তা ঠিক বোঝা যায়নি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বাবরের হাতে তুলে দেওয়া হয় ম্যাচ জয়ের পুরস্কারের টাকার চেক। সেই চেকে টাকার পরিমাণ লেখা ছিল দুই রকম। কথায় লেখা ছিল ২ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ২ লাখ ১৭ হাজার টাকা। আর অঙ্কে লেখা ছিল ৫ হাজার ডলার (বাংলাদেশি ৫ লাখ ৪২ হাজার টাকা)। এই ছবি ভাইরাল হলে নেটিজেনরা অনেক রসিকতা করেছেন। কেউ একজন টুইট করেছেন, ‘কিছু তো বলো শ্রীলঙ্কা।’ অন্য একজন টুইট করেছেন, ’ ১০ জিবি ডেটা দেওয়া উচিত ছিল। তাতে বাবর আজম পরের ম্যাচে আগে সঠিক একাদশ নিয়ে খেলতে পারবে।’ মজার ছলে একজন সামাজিকমাধ্যমে লিখেছেন, ‘ট্যাক্স কাটার পর’ এই ক্যাপশন দেওয়ার পর হাসির ইমোজি দিয়েছেন।
সামাজিকমাধ্যমে এই ছবি নিয়ে বিদ্রুপের পর শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) দুঃখ প্রকাশ করেছে। এসএলসি জানিয়েছে, পাকিস্তান দল আসলে ৫ লাখ ৪২ হাজার টাকার পুরস্কার পেয়েছে। ভবিষ্যতে এমন ভুল যেন না হয়, তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
পাকিস্তানের ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন সৌদ শাকিল। প্রথম ইনিংসে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আর দ্বিতীয় ইনিংসে করেন ৩০ রান। সোমবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান।
শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছে পাকিস্তান। গলে প্রথম টেস্টে গতকাল ৪ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। তবে ম্যাচজয়ী পাকিস্তান কত টাকার পুরস্কার পেল, তা ঠিক বোঝা যায়নি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বাবরের হাতে তুলে দেওয়া হয় ম্যাচ জয়ের পুরস্কারের টাকার চেক। সেই চেকে টাকার পরিমাণ লেখা ছিল দুই রকম। কথায় লেখা ছিল ২ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ২ লাখ ১৭ হাজার টাকা। আর অঙ্কে লেখা ছিল ৫ হাজার ডলার (বাংলাদেশি ৫ লাখ ৪২ হাজার টাকা)। এই ছবি ভাইরাল হলে নেটিজেনরা অনেক রসিকতা করেছেন। কেউ একজন টুইট করেছেন, ‘কিছু তো বলো শ্রীলঙ্কা।’ অন্য একজন টুইট করেছেন, ’ ১০ জিবি ডেটা দেওয়া উচিত ছিল। তাতে বাবর আজম পরের ম্যাচে আগে সঠিক একাদশ নিয়ে খেলতে পারবে।’ মজার ছলে একজন সামাজিকমাধ্যমে লিখেছেন, ‘ট্যাক্স কাটার পর’ এই ক্যাপশন দেওয়ার পর হাসির ইমোজি দিয়েছেন।
সামাজিকমাধ্যমে এই ছবি নিয়ে বিদ্রুপের পর শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) দুঃখ প্রকাশ করেছে। এসএলসি জানিয়েছে, পাকিস্তান দল আসলে ৫ লাখ ৪২ হাজার টাকার পুরস্কার পেয়েছে। ভবিষ্যতে এমন ভুল যেন না হয়, তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
পাকিস্তানের ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন সৌদ শাকিল। প্রথম ইনিংসে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আর দ্বিতীয় ইনিংসে করেন ৩০ রান। সোমবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান।
বাংলাদেশের পঞ্চপাণ্ডবদের মধ্যে বিদায়ের সুর বাজতে শুরু করেছে অনেক আগে থেকেই। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে নেই এক বছর ধরে। মাশরাফি বিন মর্তুজা তো নেই ২০২০ সাল থেকে। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা কোনো না কোনো সংস্করণ থেকে অবসর নিয়েছেন।
১ ঘণ্টা আগেবসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায় খেলতে চায় না মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের বরাবর লেখা এক চিঠিতে এমনটাই জানিয়েছে দর্শকনন্দিত ক্লাবটি।
২ ঘণ্টা আগে২০২৩ সাল থেকে দেখা যাচ্ছে একই ঘটনার পুনরাবৃত্তি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচির সঙ্গে কোনো না কোনোভাবে ধাক্কা লাগছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি)। ২০২৫ সালেও সমান্তরালে চলবে বিপিএল ও আইএল টি-টোয়েন্টি।
২ ঘণ্টা আগেবাংলা টাইগার্সের দরকার ১৮ বলে ৭৩ রান। সেই মুহূর্তে স্কোরবোর্ডে দেখা গেল অধিনায়ক সাকিব আল হাসানের রান ৯ বলে ৩ রান। পরবর্তী সময় টেস্টের খোলস ছেড়ে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেছেন ঠিকই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
৩ ঘণ্টা আগে