ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়ার আগে নাজমুল হোসেন শান্ত দেশের ক্রিকেটপ্রেমীদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু মাঠের ক্রিকেটে এর বিন্দুমাত্র প্রতিফলন দেখা গেল না। ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি— পাঁচ দিনেই গল্প শেষ বাংলাদেশ ক্রিকেট দলের। শান্তর সেই কথা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যঙ্গ বিদ্রুপ।
ভারত, নিউজিল্যান্ড দুই দলের কাছে বাজেভাবে হেরে গ্রুপ পর্বেই থেমে যায় বাংলাদেশের পথচলা। টুর্নামেন্টে সান্ত্বনার জয় পেতে শান্তর দল রাওয়ালপিন্ডিতে আগামীকাল খেলতে নামবে পাকিস্তানের বিপক্ষে। আনুষ্ঠানিকতার ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাসের যে কথা শান্ত বলেছিলেন, সেই প্রশ্ন এসেছে সালাহউদ্দিনের সংবাদ সম্মেলনে। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এখানে কেন এসেছেন? আমি কি বলব শুধুই অংশ নিতে এসেছি? একজন অধিনায়ক যদি স্বপ্ন না দেখে দল কীভাবে দেখবে? সাধারণ ব্যাপার।’
চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই এ বছরের আন্তর্জাতিক ক্রিকেট মিশন শুরু হয়েছে বাংলাদেশের। আইসিসির এই ইভেন্টের আগে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়রা খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ২০ ওভারের ম্যাচ দিয়ে যে ৫০ ওভারের প্রস্তুতি হয় না, সেটা চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রধান কোচ ফিল সিমন্স সংবাদ সম্মেলনে স্বীকার করেছিলেন। সেটারই বাস্তব প্রমাণ দেখা গেল মাঠে। আইসিসির এই ইভেন্টে মুশফিক, মাহমুদউল্লাহ কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। ভারতের বিপক্ষে হৃদয় সেঞ্চুরির পর নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।
সালাহউদ্দিনের মতে চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ ভালো প্রস্তুতি নিতে পারেনি। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘এই টুর্নামেন্ট খেলার আগে ৫টা দল ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারিনি। আমরা বিপিএল খেলে এসেছি। এটা সেভাবে বোর্ড, ক্রিকেটার সবারই চিন্তা করতে হবে। হুট করে বলে দিলে সাফল্য আসবে না।’
‘এ’ গ্রুপ থেকে ভারত, নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে ঠিকই। আর গ্রুপ পর্বে বিদায় ঘণ্টা বেজে যাওয়া বাংলাদেশ, পাকিস্তানের কেউই জয়ের খাতা খুলতে পারেননি টুর্নামেন্টে। রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি নিয়মরক্ষার হলেও সালাহউদ্দিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘পাকিস্তান ভালো করেনি। আমরাও করেনি। দুই দল কেউ চাইবে না হালকাভাবে ক্রিকেট খেলি। আশা করি ভালো ম্যাচ হবে।’
আরও পড়ুন:
চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়ার আগে নাজমুল হোসেন শান্ত দেশের ক্রিকেটপ্রেমীদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু মাঠের ক্রিকেটে এর বিন্দুমাত্র প্রতিফলন দেখা গেল না। ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি— পাঁচ দিনেই গল্প শেষ বাংলাদেশ ক্রিকেট দলের। শান্তর সেই কথা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যঙ্গ বিদ্রুপ।
ভারত, নিউজিল্যান্ড দুই দলের কাছে বাজেভাবে হেরে গ্রুপ পর্বেই থেমে যায় বাংলাদেশের পথচলা। টুর্নামেন্টে সান্ত্বনার জয় পেতে শান্তর দল রাওয়ালপিন্ডিতে আগামীকাল খেলতে নামবে পাকিস্তানের বিপক্ষে। আনুষ্ঠানিকতার ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাসের যে কথা শান্ত বলেছিলেন, সেই প্রশ্ন এসেছে সালাহউদ্দিনের সংবাদ সম্মেলনে। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এখানে কেন এসেছেন? আমি কি বলব শুধুই অংশ নিতে এসেছি? একজন অধিনায়ক যদি স্বপ্ন না দেখে দল কীভাবে দেখবে? সাধারণ ব্যাপার।’
চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই এ বছরের আন্তর্জাতিক ক্রিকেট মিশন শুরু হয়েছে বাংলাদেশের। আইসিসির এই ইভেন্টের আগে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়রা খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ২০ ওভারের ম্যাচ দিয়ে যে ৫০ ওভারের প্রস্তুতি হয় না, সেটা চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রধান কোচ ফিল সিমন্স সংবাদ সম্মেলনে স্বীকার করেছিলেন। সেটারই বাস্তব প্রমাণ দেখা গেল মাঠে। আইসিসির এই ইভেন্টে মুশফিক, মাহমুদউল্লাহ কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। ভারতের বিপক্ষে হৃদয় সেঞ্চুরির পর নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।
সালাহউদ্দিনের মতে চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ ভালো প্রস্তুতি নিতে পারেনি। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘এই টুর্নামেন্ট খেলার আগে ৫টা দল ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারিনি। আমরা বিপিএল খেলে এসেছি। এটা সেভাবে বোর্ড, ক্রিকেটার সবারই চিন্তা করতে হবে। হুট করে বলে দিলে সাফল্য আসবে না।’
‘এ’ গ্রুপ থেকে ভারত, নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে ঠিকই। আর গ্রুপ পর্বে বিদায় ঘণ্টা বেজে যাওয়া বাংলাদেশ, পাকিস্তানের কেউই জয়ের খাতা খুলতে পারেননি টুর্নামেন্টে। রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি নিয়মরক্ষার হলেও সালাহউদ্দিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘পাকিস্তান ভালো করেনি। আমরাও করেনি। দুই দল কেউ চাইবে না হালকাভাবে ক্রিকেট খেলি। আশা করি ভালো ম্যাচ হবে।’
আরও পড়ুন:
আইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
১৯ মিনিট আগেবাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
১ ঘণ্টা আগেফেডারেশন কাপ জিতে গত মৌসুমে ‘ট্রেবল’ শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। এবারের মৌসুমটা চ্যালেঞ্জ কাপ জিতে শুরু করলেও চেনা ছন্দে নেই তারা। প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকে গেছে বলা যায়। লড়াইটা এখন তাদের ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখার। যেখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে আবাহনী লিমিটেড।
১ ঘণ্টা আগেফুটবল হোক বা ক্রিকেট—কোনো খেলায় কখন যে কী ঘটবে, তা আগে থেকে অনুমান করা মুশকিল। ম্যাচের ফল ছাপিয়ে মাঝেমধ্যে অপ্রত্যাশিত ঘটনাও ঘটে। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে গত রাতে এক প্রিমিয়ার লিগে আগুন নিয়ে আতঙ্ক দেখা গেছে
২ ঘণ্টা আগে