২৩ লাখ টাকায় ভারত-পাকিস্তানের টিকিট বিক্রি, আইসিসির ওপর ক্ষোভ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ২১: ২৩
আপডেট : ২৩ মে ২০২৪, ২২: ০৩

আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপ ছাড়া ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সুযোগ নেই। সেখানে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই দলের ম্যাচের টিকিটের দাম নাকি ২৩ লাখ টাকারও বেশি। এমন চড়া দামে টিকিট বিক্রি মানতে পারছেন না ললিত মোদি। 

৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সেই মাঠের ডায়মন্ড ক্লাবের টিকিট ২০ হাজার ডলারে বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে। বাংলাদেশি মুদ্রায় তা ২৩ লাখ ৪৫ হাজার ৯৮৮ টাকা। মোদির মতে আইসিসি দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে শুধু ব্যবসাই করছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা খেলার প্রচারণা ঠিকঠাকভাবে হচ্ছে না বলে তাঁর অভিযোগ। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে সাবেক আইপিএল কমিশনাল গতকাল মধ্যরাতে লিখেছেন, ‘শুনে খুবই খারাপ লাগছে যে আইসিসি ভারত-পাকিস্তান ম্যাচের ডায়মন্ড ক্লাবের প্রতি আসনের টিকিট বিক্রি করছে ২০ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় ২৩ লাখ ৪৫ হাজার ৯৮৮ টাকা)। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচ মানে ক্রিকেটের সম্প্রসারণ ও ভক্ত-সমর্থকদের আগ্রহ তৈরি করা। শুধু লাভ করলেই তো হবে না। ২ হাজার ৭৫০ ডলারে টিকিট বিক্রি করা যথাযথ (বাংলাদেশি ৩ লাখ ২২ হাজার ৫৭৩ টাকা)।’ 

মোদির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আইসিসি থেকে অফিশিয়ালি কোনো বক্তব্য আসেনি। কদিন আগে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বেশ কিছু প্রতিবেদন হয়েছে। সেখানে বলা হয়েছিল যে ম্যাচের টিকিট কালোবাজারি ও বেশ কিছু ওয়েবসাইটে বিক্রি করা হচ্ছে। আসল দামের চেয়ে অতিরিক্ত দামে টিকিট কিনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

২০১৩ সালে সবশেষ কোনো দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। রাজনৈতিক বৈরিতায় ১১ বছর ধরে হচ্ছে না দুই প্রতিদ্বন্দ্বীর কোনো সিরিজ। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচ যে ভেন্যুতেই হোক, স্টেডিয়ামে বসে অসংখ্য দর্শক খেলা দেখেছেন। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে ১৮০ রানে হারিয়েই শিরোপা জেতে পাকিস্তান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত