ক্রীড়া ডেস্ক
চোটের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোনো ম্যাচ না খেলেই ছিটকে গেলেন দীপক চাহার। অথচ মেগা নিলাম থেকে ১৪ কোটি রূপিতে এই পেস বোলিং অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস।
জানা গিয়েছিল, অস্ত্রোপচারের কারণে এবারের আইপিএল খেলতে পারবেন না দীপক। পরে জানা যায়, এখনই অস্ত্রোপচার করাবেন না তিনি। আইপিএলের শেষ দিকে তাই তাঁকে পাওয়া যাবে। কিন্তু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারাতে গিয়ে আবার পিঠে চোট পেয়েছেন দীপক। এই চোটে এবারের আসরে আর দেখা যাবে না তাঁকে।
গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পান দীপক। কলকাতায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোটে ওভার শেষ না করেই যেতে হয় মাঠের বাইরে। পরে ছিটকে গিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেও। পুরোনো চোটে আইপিএলের প্রথম ৫ ম্যাচের একটিতেও খেলতে পারেননি তিনি। তবে শেষ দিকে ১৪ কোটির এই অলরাউন্ডারকে পাওয়া যেতে পারে বলে আশায় ছিলেন মাহেন্দ্র সিং ধোনিরা। কিন্তু সেই আশা আশাই থেকে গেল। কোনো ম্যাচ না খেলেই আইপিএল থেকে ছিটকে গেলেন দীপক।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পিঠের চোটে কমপক্ষে চার মাস মাঠের বাইরে থাকতে হবে দীপককে। আগামী অক্টোবর-নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও তাই তাঁর থাকার সম্ভাবনা এখন ক্ষীণ।
চোটের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোনো ম্যাচ না খেলেই ছিটকে গেলেন দীপক চাহার। অথচ মেগা নিলাম থেকে ১৪ কোটি রূপিতে এই পেস বোলিং অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস।
জানা গিয়েছিল, অস্ত্রোপচারের কারণে এবারের আইপিএল খেলতে পারবেন না দীপক। পরে জানা যায়, এখনই অস্ত্রোপচার করাবেন না তিনি। আইপিএলের শেষ দিকে তাই তাঁকে পাওয়া যাবে। কিন্তু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারাতে গিয়ে আবার পিঠে চোট পেয়েছেন দীপক। এই চোটে এবারের আসরে আর দেখা যাবে না তাঁকে।
গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পান দীপক। কলকাতায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোটে ওভার শেষ না করেই যেতে হয় মাঠের বাইরে। পরে ছিটকে গিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেও। পুরোনো চোটে আইপিএলের প্রথম ৫ ম্যাচের একটিতেও খেলতে পারেননি তিনি। তবে শেষ দিকে ১৪ কোটির এই অলরাউন্ডারকে পাওয়া যেতে পারে বলে আশায় ছিলেন মাহেন্দ্র সিং ধোনিরা। কিন্তু সেই আশা আশাই থেকে গেল। কোনো ম্যাচ না খেলেই আইপিএল থেকে ছিটকে গেলেন দীপক।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পিঠের চোটে কমপক্ষে চার মাস মাঠের বাইরে থাকতে হবে দীপককে। আগামী অক্টোবর-নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও তাই তাঁর থাকার সম্ভাবনা এখন ক্ষীণ।
বাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২৩ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
১ ঘণ্টা আগেইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
২ ঘণ্টা আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্য, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩ ঘণ্টা আগে