Ajker Patrika

না থাকা বুমরাকে যেভাবে মনে করালেন কোহলি 

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৯: ৫৯
না থাকা বুমরাকে যেভাবে মনে করালেন কোহলি 

আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল, জসপ্রীত বুমরার বোলিংয়ে রীতিমতো হাঁসফাঁস করতে থাকেন ব্যাটাররা। সাদা বলের ক্রিকেটে শেষের দিকে ব্যাটারদের যেখানে ঝড় তোলার কথা, সেখানে ব্যাটারদের রান আটকাতে বুমরার যেন জুড়ি মেলা ভার। বেশিরভাগ সময়ই ব্যাটাররা তেড়েফুঁড়ে মারতে গেলে ঠিকঠাক সংযোগ তো করতে পারেনই না। এমনকি উইকেট হারাতে হয় ব্যাটারদের।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে গতকাল। এই সিরিজে কোনো ম্যাচই খেলেননি বুমরা। সেখানে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে গতকাল বুমরাকে যেন ফিরিয়ে আনলেন কোহলি। তবে বোলার কোহলি নয়, এখানে মিল করিয়েছেন ফিল্ডার কোহলি। ১৭ তম ওভারের পঞ্চম বলে করিম জানাতকে তুলে মারতে যান ওয়াশিংটন সুন্দর। জানাত যেন ভেবে নিয়েছিলেন এটা ছক্কাই হবে। তবে ‘পিকচার আভি বাকি হ্যায়’ বলেও তো একটা কথা আছে। উড়ে ডান হাতে প্রথম বল থামিয়েছেন কোহলি। যখনই তিনি বুঝতে যাচ্ছেন, ক্যাচ মিস হওয়ার সম্ভাবনা আছে, সঙ্গে সঙ্গে বল ফেরালেন। কোহলির উড়ন্ত অবস্থায় ক্যাচ ধরার মুহূর্তের সঙ্গে বুমরার বোলিং অ্যাকশনের মিল পাওয়া গেছে। আইসিসি দুটোর মিল খুজে বের করে ছবি ফেসবুকে আপলোড করেছে গতকাল রাত ১টা ১৩ মিনিটে। এখন পর্যন্ত ১৭ ঘণ্টায় ছবিতে রিঅ্যাকশন পড়েছে ১ লাখেরও বেশি। মন্তব্য হয়েছে ২ হাজারেরও বেশি। শেয়ার হয়েছে ২ হাজারের কাছাকাছি।

 

বেঙ্গালুরুতে গতকাল ভারত-আফগানিস্তান তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটা ছিল বেশ রোমাঞ্চকর। মূল ম্যাচে ভারত প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ২১২ রান করে। এরপর আফগানিস্তান ৬ উইকেটে ২১২ রান করলে ম্যাচ টাই হয়ে যায়। মূল ম্যাচ টাই হলে প্রথম সুপার ওভারও টাই হয়। ম্যাচের ফল আসে দ্বিতীয় সুপার ওভারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত