ক্রীড়া ডেস্ক
গল টেস্টের প্রথম দিনে দ্বিতীয় উইকেট জুটির রেকর্ড গড়েছিলেন অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস। দুজনেই পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। দ্বিতীয় দিনেও চলল শ্রীলঙ্কান ব্যাটারদের দাপট। সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে চার সেঞ্চুরি পেল লঙ্কানরা।
দ্বিতীয় দিনে সেঞ্চুরি করলেন দিনেশ চান্দিমাল ও সাদিরা সামারাবিক্রমা। দুজনে অপরাজিত থাকতে ৬ উইকেটে ৫৯১ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ইতিমধ্যে ইনিংস ব্যবধানে জয়ের সুবাসও পেতে শুরু করেছে তারা। প্রথম ইনিংস শুরু করে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আইরিশরা। ১১৭ রান করতেই তারা হারিয়ে ফেলেছে ৭ উইকেট। সফরকারীরা দিন পার করেছে ৪৭৪ রানে পিছিয়ে থেকে।
আইরিশ ব্যাটারদের বিপদে ফেলেছেন মূলত প্রভাত জয়াসুরিয়া। একাই ৫ উইকেট নিয়েছেন তিনি। এ নিয়ে টেস্টে পঞ্চমবার ৫ উইকেট নিলেন এই বাঁহাতি স্পিনার। দুই উইকেট নেন বিশ্ব ফার্নান্দো। আইরিশদের ইনিংসে প্রথম ধাক্কাটা দেন এই পেসার। এরপর ওপেনার জেমস ম্যাককলাম (৩৫) ও হ্যারি টেক্টর (৩৪) ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি জয়াসুরিয়া-ফার্নান্দোদের সামনে।
এর আগে ৪ উইকেটে ৩৮৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। তবে দিনের শুরুতে দুই উইকেট হারায় তারা। জয়াসুরিয়ার পর সাজঘরে ফেরেন ধনাঞ্জয়া ডি সিলভা। তবে একপাশ আগলে রাখেন ১৮ রান নিয়ে দিন শুরু করা দিনেশ চান্দিমাল। সপ্তম উইকেটে সামারাবিক্রমার সঙ্গে অপরাজিত ১৮৬ রানের জুটি গড়ে দলকে রানের পাহাড়ে নিয়ে যান তিনি।
নিজের ১৪ তম টেস্ট সেঞ্চুরি পাওয়া চান্দিমাল ১৫৫ বলে অপরাজিত থাকেন ১০২ রানে। সামারাবিক্রমাও পেয়েছেন প্রথম টেস্ট সেঞ্চুরি। তাঁর ১০৪ রান করার পথে তিনি বলের মুখোমুখি হয়েছেন ১১৪ টি।
গল টেস্টের প্রথম দিনে দ্বিতীয় উইকেট জুটির রেকর্ড গড়েছিলেন অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস। দুজনেই পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। দ্বিতীয় দিনেও চলল শ্রীলঙ্কান ব্যাটারদের দাপট। সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে চার সেঞ্চুরি পেল লঙ্কানরা।
দ্বিতীয় দিনে সেঞ্চুরি করলেন দিনেশ চান্দিমাল ও সাদিরা সামারাবিক্রমা। দুজনে অপরাজিত থাকতে ৬ উইকেটে ৫৯১ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ইতিমধ্যে ইনিংস ব্যবধানে জয়ের সুবাসও পেতে শুরু করেছে তারা। প্রথম ইনিংস শুরু করে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আইরিশরা। ১১৭ রান করতেই তারা হারিয়ে ফেলেছে ৭ উইকেট। সফরকারীরা দিন পার করেছে ৪৭৪ রানে পিছিয়ে থেকে।
আইরিশ ব্যাটারদের বিপদে ফেলেছেন মূলত প্রভাত জয়াসুরিয়া। একাই ৫ উইকেট নিয়েছেন তিনি। এ নিয়ে টেস্টে পঞ্চমবার ৫ উইকেট নিলেন এই বাঁহাতি স্পিনার। দুই উইকেট নেন বিশ্ব ফার্নান্দো। আইরিশদের ইনিংসে প্রথম ধাক্কাটা দেন এই পেসার। এরপর ওপেনার জেমস ম্যাককলাম (৩৫) ও হ্যারি টেক্টর (৩৪) ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি জয়াসুরিয়া-ফার্নান্দোদের সামনে।
এর আগে ৪ উইকেটে ৩৮৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। তবে দিনের শুরুতে দুই উইকেট হারায় তারা। জয়াসুরিয়ার পর সাজঘরে ফেরেন ধনাঞ্জয়া ডি সিলভা। তবে একপাশ আগলে রাখেন ১৮ রান নিয়ে দিন শুরু করা দিনেশ চান্দিমাল। সপ্তম উইকেটে সামারাবিক্রমার সঙ্গে অপরাজিত ১৮৬ রানের জুটি গড়ে দলকে রানের পাহাড়ে নিয়ে যান তিনি।
নিজের ১৪ তম টেস্ট সেঞ্চুরি পাওয়া চান্দিমাল ১৫৫ বলে অপরাজিত থাকেন ১০২ রানে। সামারাবিক্রমাও পেয়েছেন প্রথম টেস্ট সেঞ্চুরি। তাঁর ১০৪ রান করার পথে তিনি বলের মুখোমুখি হয়েছেন ১১৪ টি।
চোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
১ ঘণ্টা আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
২ ঘণ্টা আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
৩ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে