ক্রীড়া ডেস্ক
দুবাইয়ে ৪ মার্চ রাতে ভারতের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেই থেমে যায় অস্ট্রেলিয়ার পথচলা। ঠিক তার পরের দিন ওয়ানডে থেকে অবসর নেন স্টিভ স্মিথ। অবসরের ঘোষণা দেওয়ার দুই দিন পরই আইসিসির মাসসেরাদের তালিকায় জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার।
আইসিসি আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ফেব্রুয়ারি মাসের মনোনয়নপ্রাপ্ত সেরা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। এখানে স্মিথের প্রতিদ্বন্দ্বী গ্লেন ফিলিপস ও শুবমান গিল। ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৪০৬ রান করেছেন গিল। ভারতীয় এই ক্রিকেটার যে পাঁচ ম্যাচ গত মাসে খেলেছেন, সবই ওয়ানডে। পাঁচ ম্যাচে ১০১.৫০ গড় ও ৯৪.১৯ স্ট্রাইকরেটে করেছেন এই রান। ফেব্রুয়ারিতে গিলের দুটি করে সেঞ্চুরি ও ফিফটি রয়েছে। যার মধ্যে দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন। ১২৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ১০১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ভারতীয় এই ব্যাটার।
স্মিথ ও ফিলিপস ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৬ ও ২৩৬ রান করেছেন। দুজনেই খেলেছেন ৫টি করে ম্যাচ। ফিলিপসের ২৩৬ গড় নিঃসন্দেহে চোখ কপালে ওঠার মতো। পাঁচ ইনিংসের মধ্যে চারটিতেই যে তিনি অপরাজিত ছিলেন। লাহোরে গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ৭৪ বলে ৬ চার ও ৭ ছক্কায় ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফিলিপস অপরাজিত থাকেন। শেষের দিকে কী পরিমাণ তাণ্ডব তিনি চালিয়েছেন, সেটা পাকিস্তানের ভুলে যাওয়ার কথা নয়। লাহোরের সেই ম্যাচটি ছিল পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ।
শেষের দিকে ঝোড়ো ব্যাটিং ছাপিয়ে ফিলিপসের অতিমানবীয় ফিল্ডিং ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। করাচিতে ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ ফিলিপস ব্যাকওয়ার্ড পয়েন্টে বাজপাখির মতো উড়ে ধরেছেন। ফিলিপস ক্যাচটি ধরেন বাঁ হাতে। কিউই এই ‘সুপারম্যান’ এরপর অবাক করেন বিরাট কোহলিকে। দুবাইয়ে ২ মার্চ সেই ব্যাকওয়ার্ড পয়েন্টে কোহলির ক্যাচ ডান দিকে উড়ে নিয়েছেন ফিলিপস।
২০১০-এর ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত স্মিথ খেলেছেন ১৭০ ওয়ানডে। ৪৩.২৮ গড়ে করেছেন ৫৮০০ রান। ১২ সেঞ্চুরির পাশাপাশি করেন ৩৫ ফিফটি। ভারতের বিপক্ষে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ৯৬ বলে ৭৩ রান করে স্মিথ বোল্ড হয়েছেন মোহাম্মদ শামির ফুলটস বলে কাভার ড্রাইভ করতে গিয়ে। প্যাট কামিন্স খেলতে না পারায় এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে স্মিথ অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন।
দুবাইয়ে ৪ মার্চ রাতে ভারতের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেই থেমে যায় অস্ট্রেলিয়ার পথচলা। ঠিক তার পরের দিন ওয়ানডে থেকে অবসর নেন স্টিভ স্মিথ। অবসরের ঘোষণা দেওয়ার দুই দিন পরই আইসিসির মাসসেরাদের তালিকায় জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার।
আইসিসি আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ফেব্রুয়ারি মাসের মনোনয়নপ্রাপ্ত সেরা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। এখানে স্মিথের প্রতিদ্বন্দ্বী গ্লেন ফিলিপস ও শুবমান গিল। ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৪০৬ রান করেছেন গিল। ভারতীয় এই ক্রিকেটার যে পাঁচ ম্যাচ গত মাসে খেলেছেন, সবই ওয়ানডে। পাঁচ ম্যাচে ১০১.৫০ গড় ও ৯৪.১৯ স্ট্রাইকরেটে করেছেন এই রান। ফেব্রুয়ারিতে গিলের দুটি করে সেঞ্চুরি ও ফিফটি রয়েছে। যার মধ্যে দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন। ১২৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ১০১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ভারতীয় এই ব্যাটার।
স্মিথ ও ফিলিপস ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৬ ও ২৩৬ রান করেছেন। দুজনেই খেলেছেন ৫টি করে ম্যাচ। ফিলিপসের ২৩৬ গড় নিঃসন্দেহে চোখ কপালে ওঠার মতো। পাঁচ ইনিংসের মধ্যে চারটিতেই যে তিনি অপরাজিত ছিলেন। লাহোরে গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ৭৪ বলে ৬ চার ও ৭ ছক্কায় ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফিলিপস অপরাজিত থাকেন। শেষের দিকে কী পরিমাণ তাণ্ডব তিনি চালিয়েছেন, সেটা পাকিস্তানের ভুলে যাওয়ার কথা নয়। লাহোরের সেই ম্যাচটি ছিল পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ।
শেষের দিকে ঝোড়ো ব্যাটিং ছাপিয়ে ফিলিপসের অতিমানবীয় ফিল্ডিং ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। করাচিতে ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ ফিলিপস ব্যাকওয়ার্ড পয়েন্টে বাজপাখির মতো উড়ে ধরেছেন। ফিলিপস ক্যাচটি ধরেন বাঁ হাতে। কিউই এই ‘সুপারম্যান’ এরপর অবাক করেন বিরাট কোহলিকে। দুবাইয়ে ২ মার্চ সেই ব্যাকওয়ার্ড পয়েন্টে কোহলির ক্যাচ ডান দিকে উড়ে নিয়েছেন ফিলিপস।
২০১০-এর ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত স্মিথ খেলেছেন ১৭০ ওয়ানডে। ৪৩.২৮ গড়ে করেছেন ৫৮০০ রান। ১২ সেঞ্চুরির পাশাপাশি করেন ৩৫ ফিফটি। ভারতের বিপক্ষে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ৯৬ বলে ৭৩ রান করে স্মিথ বোল্ড হয়েছেন মোহাম্মদ শামির ফুলটস বলে কাভার ড্রাইভ করতে গিয়ে। প্যাট কামিন্স খেলতে না পারায় এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে স্মিথ অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন।
বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
৩৭ মিনিট আগেফেডারেশন কাপ জিতে গত মৌসুমে ‘ট্রেবল’ শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। এবারের মৌসুমটা চ্যালেঞ্জ কাপ জিতে শুরু করলেও চেনা ছন্দে নেই তারা। প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকে গেছে বলা যায়। লড়াইটা এখন তাদের ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখার। যেখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে আবাহনী লিমিটেড।
১ ঘণ্টা আগেফুটবল হোক বা ক্রিকেট—কোনো খেলায় কখন যে কী ঘটবে, তা আগে থেকে অনুমান করা মুশকিল। ম্যাচের ফল ছাপিয়ে মাঝেমধ্যে অপ্রত্যাশিত ঘটনাও ঘটে। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে গত রাতে এক প্রিমিয়ার লিগে আগুন নিয়ে আতঙ্ক দেখা গেছে
১ ঘণ্টা আগেমুখে হামজা চৌধুরীর সব সময় হাসি লেগেই থাকে। কিন্তু টার্ফ মুর স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের শেফিল্ড ইউনাইটেড-বার্নলি ম্যাচ শেষে হামজাকে দেখা গেল ভিন্ন রূপে। সদা হাস্যোজ্জ্বল বাংলাদেশি এই ডিফেন্সিভ মিডফিল্ডার ধারণ করলেন রুদ্রমূর্তি।
২ ঘণ্টা আগে