ক্রীড়া ডেস্ক
ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বাবার আজম। তিন সংস্করণেই খেলে যাচ্ছেন দাপটের সঙ্গে। পাকিস্তান অধিনায়ক এবার জানালেন, এই সেরা সময় কাজে লাগিয়ে ইতিহাস গড়তে চান তিনি। দেশের হয়ে আগামী দেড় বছরে আইসিসির দুটি (টি-টোয়েন্টি ও ওয়ানডে) বিশ্বকাপ জিততে চান।
বাবর মনে করেন, দুই বিশ্বকাপ জিততে পারলে ‘সেরা সময়’কে আরও বেশি স্মরণীয় করে রাখা যাবে। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে নামলেই রানের ফোয়ারা ছোটাচ্ছেন বাবর। এমন ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সীমিত ওভারের দুটি সংস্করণেই তিনি এখন আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার। টেস্ট র্যাঙ্কিংয়েও আছেন চতুর্থ স্থানে। নিজের সেরা সময়টা আরও উপভোগ্য করতে দেশকে শিরোপা জেতাতে চান বাবর। ইতিহাসে জায়গা পেতে এখন তাঁর লক্ষ্য আগামী দেড় বছরে সাদা বলের দুই সংস্করণে বিশ্বকাপ জেতা।
এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টও হবে অক্টোবর-নভেম্বর মাসে। নিজের সেরা সময়টা তত দিন পর্যন্ত টেনে নিতে চান পাকিস্তান অধিনায়ক, ‘অবশ্যই আমি এই ছন্দটা উপভোগ করছি। ফর্ম নিয়ে মূল লক্ষ্য, আগামী দেড় বছরে পাকিস্তানকে দুটি বিশ্বকাপ জেতানো। সেটা যদি করতে পারি, আমার রানগুলো সার্থক হবে।’
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত দুটি বিশ্বকাপ খেলেছেন বাবর। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২১-এর টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর শিরোপা স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। এর আগে বয়সভিত্তিক দলের হয়েও দুটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে বাবরের। ২০১০ ও ২০১২ দুই বিশ্বকাপেই পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তবে বিশ্বকাপ জেতার স্বাদ পাননি। সেই আক্ষেপ এবার ঘোচাতে চান।
ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বাবার আজম। তিন সংস্করণেই খেলে যাচ্ছেন দাপটের সঙ্গে। পাকিস্তান অধিনায়ক এবার জানালেন, এই সেরা সময় কাজে লাগিয়ে ইতিহাস গড়তে চান তিনি। দেশের হয়ে আগামী দেড় বছরে আইসিসির দুটি (টি-টোয়েন্টি ও ওয়ানডে) বিশ্বকাপ জিততে চান।
বাবর মনে করেন, দুই বিশ্বকাপ জিততে পারলে ‘সেরা সময়’কে আরও বেশি স্মরণীয় করে রাখা যাবে। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে নামলেই রানের ফোয়ারা ছোটাচ্ছেন বাবর। এমন ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সীমিত ওভারের দুটি সংস্করণেই তিনি এখন আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার। টেস্ট র্যাঙ্কিংয়েও আছেন চতুর্থ স্থানে। নিজের সেরা সময়টা আরও উপভোগ্য করতে দেশকে শিরোপা জেতাতে চান বাবর। ইতিহাসে জায়গা পেতে এখন তাঁর লক্ষ্য আগামী দেড় বছরে সাদা বলের দুই সংস্করণে বিশ্বকাপ জেতা।
এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টও হবে অক্টোবর-নভেম্বর মাসে। নিজের সেরা সময়টা তত দিন পর্যন্ত টেনে নিতে চান পাকিস্তান অধিনায়ক, ‘অবশ্যই আমি এই ছন্দটা উপভোগ করছি। ফর্ম নিয়ে মূল লক্ষ্য, আগামী দেড় বছরে পাকিস্তানকে দুটি বিশ্বকাপ জেতানো। সেটা যদি করতে পারি, আমার রানগুলো সার্থক হবে।’
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত দুটি বিশ্বকাপ খেলেছেন বাবর। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২১-এর টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর শিরোপা স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। এর আগে বয়সভিত্তিক দলের হয়েও দুটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে বাবরের। ২০১০ ও ২০১২ দুই বিশ্বকাপেই পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তবে বিশ্বকাপ জেতার স্বাদ পাননি। সেই আক্ষেপ এবার ঘোচাতে চান।
দেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
৩৭ মিনিট আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
৪৩ মিনিট আগেআলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে চতুর্থ দিন শেষ না হলে হয়তো দৃশ্যটা ভিন্ন রকম হতে পারত। বাংলাদেশ হারাতে পারত আরও উইকেট। তবে এখনো হার হাতছানি দিয়ে ডাকছে সফরকারীদের।
১ ঘণ্টা আগেদিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
১৩ ঘণ্টা আগে