ক্রীড়া ডেস্ক
সাদা বলের ক্রিকেটে এখন ভারত-পাকিস্তান প্রায় সময়ই মুখোমুখি হয়।তবে টেস্ট ক্রিকেটে অনেকদিন ধরে খেলছে না এই দুই প্রতিবেশী। গুঞ্জন চলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সাদা পোশাকের লড়াইয়ে মুখোমুখি হতে পারে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
ভারত-পাকিস্তান ২০০৭ সালে সর্বশেষ টেস্টে মুখোমুখি হয়েছে। রাজনৈতিক বৈরিতায় টেস্ট তো দূরের কথা, সাদা বলের ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ হয়ে গেছে। এবার অস্ট্রেলিয়াতে ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচের সম্ভাবনার কথা বলেছেন সায়মন ও’ডোনেল। এসইএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘এখানে একটা টেস্ট ম্যাচ হওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা চলছে। এমনকি অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান নিয়ে একটা ত্রিদেশীয় সিরিজ হতে পারে।’
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪ উইকেটের জয় পায় ভারত। এই ম্যাচে দর্শকসংখ্যা ছিল ৯০ হাজারেরও ওপরে। এই ম্যাচ নিয়ে ও’ডোনেল বলেন, ‘অসাধারণ ম্যাচ ছিল। ৯০ হাজার মানুষ নিরপেক্ষ ভেন্যুতে খেলা দেখেছে। অন্যরকম এক আবেগ ছিল।’
টেস্টে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৫৯ ম্যাচে। ভারত জিতেছে ৯ ম্যাচে, পাকিস্তান জিতেছে ১২ ম্যাচে। ড্র হয়েছে ৩৮ ম্যাচ।
সাদা বলের ক্রিকেটে এখন ভারত-পাকিস্তান প্রায় সময়ই মুখোমুখি হয়।তবে টেস্ট ক্রিকেটে অনেকদিন ধরে খেলছে না এই দুই প্রতিবেশী। গুঞ্জন চলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সাদা পোশাকের লড়াইয়ে মুখোমুখি হতে পারে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
ভারত-পাকিস্তান ২০০৭ সালে সর্বশেষ টেস্টে মুখোমুখি হয়েছে। রাজনৈতিক বৈরিতায় টেস্ট তো দূরের কথা, সাদা বলের ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ হয়ে গেছে। এবার অস্ট্রেলিয়াতে ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচের সম্ভাবনার কথা বলেছেন সায়মন ও’ডোনেল। এসইএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘এখানে একটা টেস্ট ম্যাচ হওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা চলছে। এমনকি অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান নিয়ে একটা ত্রিদেশীয় সিরিজ হতে পারে।’
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪ উইকেটের জয় পায় ভারত। এই ম্যাচে দর্শকসংখ্যা ছিল ৯০ হাজারেরও ওপরে। এই ম্যাচ নিয়ে ও’ডোনেল বলেন, ‘অসাধারণ ম্যাচ ছিল। ৯০ হাজার মানুষ নিরপেক্ষ ভেন্যুতে খেলা দেখেছে। অন্যরকম এক আবেগ ছিল।’
টেস্টে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৫৯ ম্যাচে। ভারত জিতেছে ৯ ম্যাচে, পাকিস্তান জিতেছে ১২ ম্যাচে। ড্র হয়েছে ৩৮ ম্যাচ।
৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশন তো দূর কি বাত, সফরকারীরা টিকতে পেরেছে ১৩.৫ বল। মাত্র ৪২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে লঙ্কানরা। টেস্টে এক ইনিংসে এটিই সর্বনিম্ন স্কোর তাদের।
১১ ঘণ্টা আগেবৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল জিম্বাবুয়ে। আর একটি ম্যাচ জিতলেই নিজেদের করে নিতে পারত সিরিজ। সঙ্গে প্রথমবারের মতো পেত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল জিম্বাবুয়েনদের।
১২ ঘণ্টা আগে৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশনও টিকতে পারেনি সফরকারীরা। আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের পর ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা অলআউট হয়েছে মাত্র ৪২ রানে! যার মধ্যে আবার ৬ রানই এসেছে অতিরিক্ত থেকে।
১৪ ঘণ্টা আগে