ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়া সিরিজের ধারাবাহিকতা ভারত সিরিজেও ধরে রাখল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুর থেকে সিলেট—ভেন্যু বদলালেও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার চিত্রটা একই। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির মতে সমস্যা ব্যাটিংয়েই রয়েছে।
মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড বাংলাদেশ করেছে ২০২৩ সালে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে গত বছরের মে মাসে বাংলাদেশের মেয়েরা জেতে ১৪৬ রানের লক্ষ্য তাড়া করে। বাংলাদেশকে এবারও ভারতের বিপক্ষে করতে হতো একই রান। তবে ১৪৬ রান তাড়া করতে নেমে ৬.১ ওভারে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩০ রানে ৪ উইকেট। বিপদে পড়া বাংলাদেশের লড়াইটা হয়েছে মূলত জ্যোতির সঙ্গে ভারতীয় বোলারদের। বাংলাদেশের ১০১ রানের মধ্যে অধিনায়কেরই একার ৫১ রান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জ্যোতি বলেন, ‘যখন আপনি ১৪০-এর বেশি রান তাড়া করছেন, পাওয়ার প্লেতে আপনাকে রান করতে হবে। আমাদের টপ অর্ডার ব্যাটাররা সেভাবে রান করতে পারেনি। আমাদের ব্যাটিং ইউনিট ভালো। তবে তারা তাদের সেরাটা দিতে পারেনি।’
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। ১৩.৩ ওভারে ২ উইকেটে ১০৫ রান করে ফেলে ভারত। তৃতীয় উইকেট জুটিতে হারমানপ্রীত ও ইয়াসতিকা ভাটিয়া ততক্ষণে ৪৫ রানের জুটি গড়ে ফেলেছেন। বাংলাদেশের বোলারদের ঘুরে দাঁড়ানো সেখান থেকেই। ১৪৫ রানে ৭ উইকেটে থেমে যায় সফরকারীদের ইনিংস। বোলারদের শেষের দিকের বোলিংয়ের প্রশংসা করে জ্যোতি বলেন, ‘ভারত যেভাবে শুরু করেছিল, মনে হচ্ছিল ১৫০ পেরোবে। তবে (আমাদের) বোলাররা শেষের পাঁচ ওভার দারুণ বোলিং করেছে। আমার মতে, আমাদের এখানে থেকে এটা ইতিবাচক দিক হিসেবে নিতে হবে পরের ম্যাচের জন্য।’
আরও পড়ুন:
অস্ট্রেলিয়া সিরিজের ধারাবাহিকতা ভারত সিরিজেও ধরে রাখল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুর থেকে সিলেট—ভেন্যু বদলালেও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার চিত্রটা একই। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির মতে সমস্যা ব্যাটিংয়েই রয়েছে।
মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড বাংলাদেশ করেছে ২০২৩ সালে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে গত বছরের মে মাসে বাংলাদেশের মেয়েরা জেতে ১৪৬ রানের লক্ষ্য তাড়া করে। বাংলাদেশকে এবারও ভারতের বিপক্ষে করতে হতো একই রান। তবে ১৪৬ রান তাড়া করতে নেমে ৬.১ ওভারে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩০ রানে ৪ উইকেট। বিপদে পড়া বাংলাদেশের লড়াইটা হয়েছে মূলত জ্যোতির সঙ্গে ভারতীয় বোলারদের। বাংলাদেশের ১০১ রানের মধ্যে অধিনায়কেরই একার ৫১ রান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জ্যোতি বলেন, ‘যখন আপনি ১৪০-এর বেশি রান তাড়া করছেন, পাওয়ার প্লেতে আপনাকে রান করতে হবে। আমাদের টপ অর্ডার ব্যাটাররা সেভাবে রান করতে পারেনি। আমাদের ব্যাটিং ইউনিট ভালো। তবে তারা তাদের সেরাটা দিতে পারেনি।’
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। ১৩.৩ ওভারে ২ উইকেটে ১০৫ রান করে ফেলে ভারত। তৃতীয় উইকেট জুটিতে হারমানপ্রীত ও ইয়াসতিকা ভাটিয়া ততক্ষণে ৪৫ রানের জুটি গড়ে ফেলেছেন। বাংলাদেশের বোলারদের ঘুরে দাঁড়ানো সেখান থেকেই। ১৪৫ রানে ৭ উইকেটে থেমে যায় সফরকারীদের ইনিংস। বোলারদের শেষের দিকের বোলিংয়ের প্রশংসা করে জ্যোতি বলেন, ‘ভারত যেভাবে শুরু করেছিল, মনে হচ্ছিল ১৫০ পেরোবে। তবে (আমাদের) বোলাররা শেষের পাঁচ ওভার দারুণ বোলিং করেছে। আমার মতে, আমাদের এখানে থেকে এটা ইতিবাচক দিক হিসেবে নিতে হবে পরের ম্যাচের জন্য।’
আরও পড়ুন:
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৯ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১২ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১২ ঘণ্টা আগে