ক্রীড়া ডেস্ক
‘অবিশ্বাস্য’ এক লড়াইয়ে পাকিস্তানকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। শেষ ১২ বলে যখন ২২ রান প্রয়োজন, তখন এগিয়ে আসেন পাকিস্তানের বড় ভরসা শাহীন শাহ আফ্রিদি। কিন্তু হাসান আলীর ক্যাচ মিসের পর টানা ছক্কায় এক ওভার হাতে রেখেই অস্ট্রেলিয়ার ফাইনাল নিশ্চিত করেন ম্যাথু ওয়েড।
এই ওয়েডই অবশ্য লম্বা সময় দলের বাইরে ছিলেন। ২০১৬ সালের পর টানা চার বছর দলে ছিলেন না। কিন্তু সুযোগ পেয়ে আস্থার প্রতিদান দিয়ে দলকে তুলে দিলেন ফাইনালে। দলের জয়ে অবদান রাখতে পেরে দারুণ উচ্ছ্বসিত এই ব্যাটার।
ওয়েড যখন উইকেটে আসেন তখন ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে কাঁপছিল অস্ট্রেলিয়া। এমন অবস্থায় মার্কাস স্টয়িনিসকে সঙ্গে নিয়ে খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করেন তিনি। দলকে দাপুটে জয় এনে দিয়ে ম্যাচসেরাও হয়েছেন ওয়েড। ম্যাচের পর ওয়েড বলেন, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। লম্বা সময় দলের বাইরে ছিলাম। আবার সুযোগ পেয়ে আনন্দিত।’
কঠিন পরিস্থিতিতে দলকে উদ্ধার করে অধিনায়ক অ্যারন ফিঞ্চের প্রশংসাও পেলেন ওয়েড। ম্যাচ শেষে ফিঞ্চ বলেন, ‘এটা দারুণ একটা ম্যাচ ছিল। যেভাবে ওয়েড স্নায়ুচাপ সামলেছে, তা অসাধারণ। স্টোনিয়িসের সঙ্গে তাঁর জুটিটা গুরুত্বপূর্ণ ছিল।’
এই ম্যাচে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া বেশ নড়বড়ে ছিল। একাধিক ক্যাচও ফেলেছিল তারা। দলের দুর্বল উল্লেখ করে ফিঞ্চ বলেন, ‘আমার মনে হয়, আজ আমরা বেশ নড়বড়ে ছিলাম। একাধিক ক্যাচ ফেলেছি, যদিও সেগুলো কঠিন ছিল। কিন্তু আমরা যা দেখিয়েছি তা হলো, দলের সব খেলোয়াড়কেই প্রয়োজন। দলের সবাইকে অবদান রাখতে হয়।’
এবারের বিশ্বকাপে বেশির ভাগ ম্যাচে পরে ব্যাট করা দলই জিতেছে। এই বিষয়ে জানতে চাইলে ফিঞ্চ বলেন, ‘এটা বেশ অদ্ভুত।’
টানা পাঁচ ম্যাচ জিতে সেমিতে উঠেছিল পাকিস্তান। এই ম্যাচেও বেশির ভাগ সময় নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। কিন্তু শেষ হাসিটা আর হাসা হয়নি। ম্যাচের পর হতাশ পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘আমরা নিজেদের চাহিদামতো সংগ্রহ পেয়েছিলাম। কিন্তু রান তাড়ার সময় তাদের অনেক বেশি সুযোগ দিয়ে ফেলি। যদি আমরা সেই ক্যাচটা (হাসান আলীর ফেলে দেওয়া) ধরতে পারতাম, তবে গল্পটা ভিন্ন হতে পারত।’
‘অবিশ্বাস্য’ এক লড়াইয়ে পাকিস্তানকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। শেষ ১২ বলে যখন ২২ রান প্রয়োজন, তখন এগিয়ে আসেন পাকিস্তানের বড় ভরসা শাহীন শাহ আফ্রিদি। কিন্তু হাসান আলীর ক্যাচ মিসের পর টানা ছক্কায় এক ওভার হাতে রেখেই অস্ট্রেলিয়ার ফাইনাল নিশ্চিত করেন ম্যাথু ওয়েড।
এই ওয়েডই অবশ্য লম্বা সময় দলের বাইরে ছিলেন। ২০১৬ সালের পর টানা চার বছর দলে ছিলেন না। কিন্তু সুযোগ পেয়ে আস্থার প্রতিদান দিয়ে দলকে তুলে দিলেন ফাইনালে। দলের জয়ে অবদান রাখতে পেরে দারুণ উচ্ছ্বসিত এই ব্যাটার।
ওয়েড যখন উইকেটে আসেন তখন ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে কাঁপছিল অস্ট্রেলিয়া। এমন অবস্থায় মার্কাস স্টয়িনিসকে সঙ্গে নিয়ে খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করেন তিনি। দলকে দাপুটে জয় এনে দিয়ে ম্যাচসেরাও হয়েছেন ওয়েড। ম্যাচের পর ওয়েড বলেন, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। লম্বা সময় দলের বাইরে ছিলাম। আবার সুযোগ পেয়ে আনন্দিত।’
কঠিন পরিস্থিতিতে দলকে উদ্ধার করে অধিনায়ক অ্যারন ফিঞ্চের প্রশংসাও পেলেন ওয়েড। ম্যাচ শেষে ফিঞ্চ বলেন, ‘এটা দারুণ একটা ম্যাচ ছিল। যেভাবে ওয়েড স্নায়ুচাপ সামলেছে, তা অসাধারণ। স্টোনিয়িসের সঙ্গে তাঁর জুটিটা গুরুত্বপূর্ণ ছিল।’
এই ম্যাচে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া বেশ নড়বড়ে ছিল। একাধিক ক্যাচও ফেলেছিল তারা। দলের দুর্বল উল্লেখ করে ফিঞ্চ বলেন, ‘আমার মনে হয়, আজ আমরা বেশ নড়বড়ে ছিলাম। একাধিক ক্যাচ ফেলেছি, যদিও সেগুলো কঠিন ছিল। কিন্তু আমরা যা দেখিয়েছি তা হলো, দলের সব খেলোয়াড়কেই প্রয়োজন। দলের সবাইকে অবদান রাখতে হয়।’
এবারের বিশ্বকাপে বেশির ভাগ ম্যাচে পরে ব্যাট করা দলই জিতেছে। এই বিষয়ে জানতে চাইলে ফিঞ্চ বলেন, ‘এটা বেশ অদ্ভুত।’
টানা পাঁচ ম্যাচ জিতে সেমিতে উঠেছিল পাকিস্তান। এই ম্যাচেও বেশির ভাগ সময় নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। কিন্তু শেষ হাসিটা আর হাসা হয়নি। ম্যাচের পর হতাশ পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘আমরা নিজেদের চাহিদামতো সংগ্রহ পেয়েছিলাম। কিন্তু রান তাড়ার সময় তাদের অনেক বেশি সুযোগ দিয়ে ফেলি। যদি আমরা সেই ক্যাচটা (হাসান আলীর ফেলে দেওয়া) ধরতে পারতাম, তবে গল্পটা ভিন্ন হতে পারত।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৪ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৭ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৭ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৭ ঘণ্টা আগে