ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটি ভাসিয়ে নিয়েছে বৃষ্টিতে। ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে বাংলাদেশ ঝালিয়ে নিতে পাচ্ছে একটি ম্যাচ। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচ। দুই প্রতিবেশীর প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে।
স্টার স্পোর্টস যেহেতু ভারতে আইসিসি ইভেন্ট সম্প্রচার স্বত্ব পেয়েছে, তাই বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটিও দেখা যাবে স্টার স্পোর্টসে। পাশাপাশি আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টার তো রয়েছেই।
বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবশেষ কোনো প্রস্তুতি ম্যাচ। ২ জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। একই দিন সকাল সাড়ে ৮টায় গায়ানার প্রভিডেন্সে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, ভারত পড়েছে দুটি ভিন্ন গ্রুপে। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড। ৯ জুন নিউইয়র্কে মুখোমুখি হবে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। একই মাঠে বাংলাদেশ ১০ জুন খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ‘ডি’ গ্রুপে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। ৮,১৩ ও ১৭ জুন বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে।
২১,২৩ ও ২৫ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। সব ম্যাচ হয়েছে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স স্টেডিয়ামে। বাংলাদেশ সিরিজটি হেরেছে ২-১ ব্যবধানে। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই দুই দলের প্রথম কোনো দ্বিপক্ষীয় সিরিজ।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটি ভাসিয়ে নিয়েছে বৃষ্টিতে। ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে বাংলাদেশ ঝালিয়ে নিতে পাচ্ছে একটি ম্যাচ। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচ। দুই প্রতিবেশীর প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে।
স্টার স্পোর্টস যেহেতু ভারতে আইসিসি ইভেন্ট সম্প্রচার স্বত্ব পেয়েছে, তাই বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটিও দেখা যাবে স্টার স্পোর্টসে। পাশাপাশি আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টার তো রয়েছেই।
বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবশেষ কোনো প্রস্তুতি ম্যাচ। ২ জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। একই দিন সকাল সাড়ে ৮টায় গায়ানার প্রভিডেন্সে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, ভারত পড়েছে দুটি ভিন্ন গ্রুপে। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড। ৯ জুন নিউইয়র্কে মুখোমুখি হবে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। একই মাঠে বাংলাদেশ ১০ জুন খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ‘ডি’ গ্রুপে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। ৮,১৩ ও ১৭ জুন বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে।
২১,২৩ ও ২৫ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। সব ম্যাচ হয়েছে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স স্টেডিয়ামে। বাংলাদেশ সিরিজটি হেরেছে ২-১ ব্যবধানে। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই দুই দলের প্রথম কোনো দ্বিপক্ষীয় সিরিজ।
দেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
২০ মিনিট আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
২৬ মিনিট আগেআলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে চতুর্থ দিন শেষ না হলে হয়তো দৃশ্যটা ভিন্ন রকম হতে পারত। বাংলাদেশ হারাতে পারত আরও উইকেট। তবে এখনো হার হাতছানি দিয়ে ডাকছে সফরকারীদের।
৪১ মিনিট আগেদিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
১২ ঘণ্টা আগে