নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্বর থেকে সেরে ওঠায় আজ রাতে পাকিস্তান যাওয়ার কথা লিটন দাসের। রাত ৯টার ফ্লাইটে দোহা হয়ে লাহোর যাবেন তিনি। তবে লিটনের পাকিস্তান যাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ ধানমন্ডিতে নিজ কার্যালয়ে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হোন পাপন। সেখানে এক সংবাদকর্মী লিটনের পাকিস্তান যাওয়ার ব্যাপারে তাঁর কাছে জানতে চান। এ সময় পাপন বলেন, 'প্রথম কথা হচ্ছে আমার জানা নেই ও (লিটন) আজকে যাচ্ছে। এই খবরই আমি শুনিনি। আমি খোঁজ নিয়েছিলাম, ওর কী অবস্থা। ও যে যাচ্ছে এই ব্যাপারে আমি কিছু জানি না। গেলে তো আমি জানতাম।'
পাপনের কথায় পরিষ্কার নির্বাচকেরাও হয়তো তাঁকে কিছু জানাননি। পাপন এ ব্যাপারে আরও বলেন, 'এখানে তো নির্বাচকেরাও এসেছিল। ওরাও তো...।’ কথা অসমাপ্ত রেখে এ সময় বিসিবি সভাপতি বলেন, 'কীভাবে যাবে? অনুমোদন (বিসিবি সভাপতির) ছাড়াও তো ব্যাপার আছে। এসিসির অনুমোদন তো লাগবে। আমি আসলে এই জিনিসটা...আমার কাছে একদম... (অবাক)।'
লাহোরে থাকা অধিনায়ক সাকিব আল হাসান, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও নির্বাচক প্যানেলের সদস্য আবদুর রাজ্জাকের সঙ্গে কথা হয়েছে পাপনের। তাঁর দাবি, তাঁরাও নাকি কিছু জানাননি। পাপন বলেন, 'আমার সঙ্গে আজকে অধিনায়ক, কোচ, রাজ্জাক, জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। কেউ আমাকে এ ব্যাপারে বলেনি। এটা আমার জন্য নতুন কিছু।'
জ্বর থেকে সেরে ওঠায় আজ রাতে পাকিস্তান যাওয়ার কথা লিটন দাসের। রাত ৯টার ফ্লাইটে দোহা হয়ে লাহোর যাবেন তিনি। তবে লিটনের পাকিস্তান যাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ ধানমন্ডিতে নিজ কার্যালয়ে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হোন পাপন। সেখানে এক সংবাদকর্মী লিটনের পাকিস্তান যাওয়ার ব্যাপারে তাঁর কাছে জানতে চান। এ সময় পাপন বলেন, 'প্রথম কথা হচ্ছে আমার জানা নেই ও (লিটন) আজকে যাচ্ছে। এই খবরই আমি শুনিনি। আমি খোঁজ নিয়েছিলাম, ওর কী অবস্থা। ও যে যাচ্ছে এই ব্যাপারে আমি কিছু জানি না। গেলে তো আমি জানতাম।'
পাপনের কথায় পরিষ্কার নির্বাচকেরাও হয়তো তাঁকে কিছু জানাননি। পাপন এ ব্যাপারে আরও বলেন, 'এখানে তো নির্বাচকেরাও এসেছিল। ওরাও তো...।’ কথা অসমাপ্ত রেখে এ সময় বিসিবি সভাপতি বলেন, 'কীভাবে যাবে? অনুমোদন (বিসিবি সভাপতির) ছাড়াও তো ব্যাপার আছে। এসিসির অনুমোদন তো লাগবে। আমি আসলে এই জিনিসটা...আমার কাছে একদম... (অবাক)।'
লাহোরে থাকা অধিনায়ক সাকিব আল হাসান, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও নির্বাচক প্যানেলের সদস্য আবদুর রাজ্জাকের সঙ্গে কথা হয়েছে পাপনের। তাঁর দাবি, তাঁরাও নাকি কিছু জানাননি। পাপন বলেন, 'আমার সঙ্গে আজকে অধিনায়ক, কোচ, রাজ্জাক, জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। কেউ আমাকে এ ব্যাপারে বলেনি। এটা আমার জন্য নতুন কিছু।'
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৩ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৪ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৫ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৫ ঘণ্টা আগে