অনলাইন ডেস্ক
প্রাপ্য বেতন পান না বলে এত দিন একটা অভিযোগ ছিল দেশের আম্পায়ারদের। তবে এবার তাঁদের হতাশা কিছুটা কমতে পারে। বছরের শুরুতে বিসিবি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির পর এবার আম্পায়ারদের বেতন বাড়ানোরও ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এতে সর্বোচ্চ বেতন পাচ্ছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তাঁর বর্তমান বেতন দাঁড়িয়েছে ২ লাখ টাকা, বাংলাদেশের ইতিহাসে এত বেতন আগে কোনো আম্পায়ার পাননি। গতকাল সন্ধ্যায় বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু এ বিষয়ে বলেন, ‘আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার হওয়া আমাদের গর্বের বিষয়। সৈকতের বেতন বাড়ানো আমরা সম্মান জানানো হিসেবে দেখছি। ঘরোয়া ক্রিকেটেও তিনি বছরে প্রায় ৩০টি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।’
আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের বেতনও বাড়ানো হয়েছে। তাঁর নতুন বেতন দাঁড়িয়েছে ১ লাখ টাকা, যা আগে ছিল ৫৫ হাজার টাকা। তাঁকে নিয়ে মিঠু বলেন, ‘মুকুল আইসিসি ও এসিসিতে অসাধারণ পারফর্ম করছেন, তাই তাঁর বেতন বাড়ানো হয়েছে।’
তানভীর আহমেদের বেতন ৯০ হাজার টাকা, গাজী সোহেল ও ম্যাক সুমনের বেতন ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নারী আম্পায়ারদের বেতনও বাড়ানো হয়েছে। আইসিসির নারী আন্তর্জাতিক আম্পায়ার সাথিরা জাকিরা জেসি পাবেন ৩৫ হাজার টাকা, যা আগে ছিল ১৬ হাজার টাকা। বিসিবির এলিট প্যানেলে থাকা প্রত্যেক আম্পায়ার পাবেন ৪৫ হাজার টাকা বেতন।
ম্যাচ রেফারিদেরও বেতন বেড়েছে। আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করা ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুলের বেতন সর্বোচ্চ করা হয়েছে। তাঁর বেতন ১ লাখ টাকা। মিঠু বলেন, ‘আমাদের লক্ষ্য হলো আম্পায়ার ও ম্যাচ রেফারিদের সম্মানিত করা, যাতে তাঁরা আরও উৎসাহিত হয়ে কাজ করতে পারেন।
প্রাপ্য বেতন পান না বলে এত দিন একটা অভিযোগ ছিল দেশের আম্পায়ারদের। তবে এবার তাঁদের হতাশা কিছুটা কমতে পারে। বছরের শুরুতে বিসিবি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির পর এবার আম্পায়ারদের বেতন বাড়ানোরও ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এতে সর্বোচ্চ বেতন পাচ্ছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তাঁর বর্তমান বেতন দাঁড়িয়েছে ২ লাখ টাকা, বাংলাদেশের ইতিহাসে এত বেতন আগে কোনো আম্পায়ার পাননি। গতকাল সন্ধ্যায় বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু এ বিষয়ে বলেন, ‘আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার হওয়া আমাদের গর্বের বিষয়। সৈকতের বেতন বাড়ানো আমরা সম্মান জানানো হিসেবে দেখছি। ঘরোয়া ক্রিকেটেও তিনি বছরে প্রায় ৩০টি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।’
আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের বেতনও বাড়ানো হয়েছে। তাঁর নতুন বেতন দাঁড়িয়েছে ১ লাখ টাকা, যা আগে ছিল ৫৫ হাজার টাকা। তাঁকে নিয়ে মিঠু বলেন, ‘মুকুল আইসিসি ও এসিসিতে অসাধারণ পারফর্ম করছেন, তাই তাঁর বেতন বাড়ানো হয়েছে।’
তানভীর আহমেদের বেতন ৯০ হাজার টাকা, গাজী সোহেল ও ম্যাক সুমনের বেতন ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নারী আম্পায়ারদের বেতনও বাড়ানো হয়েছে। আইসিসির নারী আন্তর্জাতিক আম্পায়ার সাথিরা জাকিরা জেসি পাবেন ৩৫ হাজার টাকা, যা আগে ছিল ১৬ হাজার টাকা। বিসিবির এলিট প্যানেলে থাকা প্রত্যেক আম্পায়ার পাবেন ৪৫ হাজার টাকা বেতন।
ম্যাচ রেফারিদেরও বেতন বেড়েছে। আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করা ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুলের বেতন সর্বোচ্চ করা হয়েছে। তাঁর বেতন ১ লাখ টাকা। মিঠু বলেন, ‘আমাদের লক্ষ্য হলো আম্পায়ার ও ম্যাচ রেফারিদের সম্মানিত করা, যাতে তাঁরা আরও উৎসাহিত হয়ে কাজ করতে পারেন।
মুখে হামজা চৌধুরীর সব সময় হাসি লেগেই থাকে। কিন্তু টার্ফ মুর স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের শেফিল্ড ইউনাইটেড-বার্নলি ম্যাচ শেষে হামজাকে দেখা গেল ভিন্ন রূপে। সদা হাস্যোজ্জ্বল বাংলাদেশি এই ডিফেন্সিভ মিডফিল্ডার ধারণ করলেন রুদ্রমূর্তি।
১০ মিনিট আগেসিলেটের আকাশে আজ সকাল থেকেই কালো মেঘের ঘনঘটা। অবিরাম বৃষ্টি হচ্ছে। বাংলাদেশ সময় নির্ধারিত সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও খেলা শুরু করা যায়নি। মুষলধারায় সিলেটে আজ যে বৃষ্টি হচ্ছে...
৪১ মিনিট আগেইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি জায়গা করে নিতে শেফিল্ড ইউনাইটেডকে গতকাল জিততেই হতো। তবে হামজা চৌধুরীর দল ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে এমন সমীকরণ আসতেই মুখ থুবড়ে পড়েছে। এই ম্যাচে শেফিল্ডকে ২-১ গোলে হারিয়ে সরাসরি প্রিমিয়ার লিগে উঠল বার্নলি।
১ ঘণ্টা আগেক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
১৪ ঘণ্টা আগে