Ajker Patrika

তবুও চাপে নেই বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
তবুও চাপে নেই বাংলাদেশ

ঢাকা: শ্রীলঙ্কায় যাওয়ার আগে তেমন প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ দল। শ্রীলঙ্কায় পৌঁছেও সুযোগ হয়নি পর্যাপ্ত অনুশীলনের। লঙ্কায় আবার অতীত অভিজ্ঞতা খুব একটা আনন্দদায়ী নয় তামিম-মুশফিকদের। অধিনায়ক মুমিনুল হক ফিরতে চান না ‘পুরোনো সেই দিনে।’ কাল সিরিজপূর্ব ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেছেন, ‘চাপে নেই বাংলাদেশ।’

আসলেই কি চাপে নেই মুমিনুলের দল? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো পয়েন্ট পায়নি বাংলাদেশ। গত তিন মাসে ‘ব্যর্থতা’ শব্দটি দলের দলের সঙ্গে সেঁটে গেছে! মাঠের বাইরেও কি কম বিতর্ক? সব চাপ সরাতে লঙ্কানদের বিপক্ষে ভালো কিছু করতে হলে উতরাতে হবে কিছু চ্যালেঞ্জও।

টপ অর্ডারে রান

তিন সংস্করণেই দলের ‘অটোমেটিক চয়েস’ তামিম ইকবাল। গত এক যুগে তাঁর যোগ্য সঙ্গী খুঁজে পায়নি বাংলাদেশ। গত তিন বছরে তাই ওপেনিংয়ে ১১টি ভিন্ন ওপেনিং জুটি দেখেছে বাংলাদেশ। শুধু ওপেনিংয়ে নয়, বাংলাদেশকে ভাবতে হবে টপ অর্ডারেরর অন্য জায়গাগুলো নিয়েও। সাকিব আল হাসান না থাকায় মুমিনুলদের পরীক্ষাটা আরও কঠিন। মুমিনুল বলেছেন, ‘সাকিব ভাই যেকোনো সংস্করণে কার্যকরী ক্রিকেটার। তিনি দলে না থাকলে সমন্বয় নিয়েও কিছুটা কষ্ট হয়।’

নখদন্তহীন পেস আক্রমণ

বাংলাদেশ দলের বোলিং আক্রমণ সব সময়ই স্পিননির্ভর। এটি বুঝেই কি না এবার তামিমদের সবুজ উইকেটে অভ্যর্থনা জানাচ্ছে শ্রীলঙ্কা। সাত পেসার নিয়ে লঙ্কায় উড়ে যাওয়ার পরও উইকেট পেসসহায়ক হলে পিছিয়েই থাকবে বাংলাদেশ। আবু জায়েদ ছাড়া প্রথম টেস্টের দলে থাকা তাসকিন, ইবাদত ও শরিফুলের অভিজ্ঞতা কম। শরিফুলের তো টেস্টই খেলা হয়নি। বাকি দুজন অধারাবাহিক।

বিপরীতে লঙ্কানদের আছে লাকমাল, দুশমান্ত চামেরা, বিশ্ব ফার্নান্দোর মতো ছন্দে থাকা পেসআক্রমণ। যাঁরা সবাই সর্বশেষ সিরিজে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) দারুণ বোলিং করেছেন। তবে দলের পেসারদের নিয়ে সন্তুষ্টই দেখাল মুমিনুলকে, ‘রাহী (আবু জায়েদ), ইবাদত, তাসকিন আছে। শরিফুল, খালেদ, শহিদুল, যারা আছে আমার কাছে সবাই নির্ভরযোগ্য।’

ফিল্ডারদের পিচ্ছিল হাত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে পিচ্ছিল হাতের সেরা প্রদর্শনী করেছেন বাংলাদেশের ফিল্ডাররা! শ্রীলঙ্কার বিপক্ষে ভালো কিছু করতে হলে ‘পিচ্ছিল হাতে’ যে নামা যাবে না, ভালোই জানেন মুমিনুল, ‘শ্রীলঙ্কার কন্ডিশন অনেকটা আমাদের মতোই। আশা করছি এই সিরিজে ভালো বোলিং-ফিল্ডিং করতে পারব।’

অধিনায়কের বাড়তি চ্যালেঞ্জ

বড় কঠিন সময়ে টেস্ট দলের দায়িত্ব পেয়েছিলেন মুমিনুল। গত দেড় বছরে তিনি পারেননি কঠিন সময়ে দলকে পথ দেখাতে। তাঁর অধীনে খেলা ছয় টেস্টের পাঁচটিতেই হেরেছে বাংলাদেশ। দলের টানা ব্যর্থতা আর বিদেশে নিজের রানে ফেরা--এবার অধিনায়ককে নেতৃত্ব দিতে হবে সামনে থেকেই। মুমিনুল আত্মবিশ্বাসী তিনি পারবেন, ‘আমার ব্যাটিং নিয়ে চিন্তিত নই। সব সময় চেষ্টা করি দেশে বা বিদেশে শতভাগ দলে অবদান রাখতে।’

আঁতশি কাচের নিচে ডমিঙ্গো

২০১৯ সালে রাসেল ডমিঙ্গোকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি। টানা ব্যর্থতায় তাঁর রণকৌশল নিয়ে স্বাভাবিকভাবেই উঠেছে প্রশ্ন। বাতাসে গুঞ্জন, ‘ডমিঙ্গোর সময় আর বেশি নেই!’ লঙ্কানদের বিপক্ষে ভালো করতে কোচকে এবার ক্রিকেটমস্তিষ্ক খাটাতে হবে একটু বেশিই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৩: ০৪
২২৭ রান করেছেন কনওয়ে। ছবি: ক্রিকইনফো
২২৭ রান করেছেন কনওয়ে। ছবি: ক্রিকইনফো

মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনেও আধিপত্য দেখিয়েছে ব্যাটাররা। সবচেয়ে বেশি আলো কেড়েছেন ডেভন কনওয়ে। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ওপেনার। তাঁর দ্বি-শতকে রান পাহাড় গড়ছে নিউজিল্যান্ড। জবাবে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও হয়েছে উড়ন্ত।

৫৭৫ রানে ৮ উইকেট হারিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রথম দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়ে স্বাগতিকেদের সংগ্রহ ছিল ৩৩৪ রান। ১৭৮ রানে অপরাজিত ছিলেন কনওয়ে। তাঁর সঙ্গী ডাফি ব্যাট করতে নামেন ৯ রান নিয়ে। আগের দিনের সঙ্গে আর মাত্র ৮ রান যোগ করে ফিরে যান ডাফি। তাঁর মতো বাজে অভিজ্ঞতা হয়নি কনওয়ের। প্রথম সেশনেই ডাবল সেঞ্চুরির দেখা পান তিনি। জাস্টিন গ্রিভসের করা ১২১ তম ওভারের শেষ বলে এলবিডব্লু হওয়ার আগে ক্যারিয়ারসেরা ২২৭ রান করেন এই ব্যাটার। ৩১ চারে সাজানো তাঁর ৩৬৭ বলের ইনিংস।

১৫ চার ও ১ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ১৩৭ রান এনে দেন টম লাথাম। রাচিন রবীন্দ্রর অবদান ৭২ রান। এছাড়া কেউন উইলিয়ামসন ৩১ ও এজাজ প্যাটেল করেন ৩০ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেডন সিলস, অ্যান্ডারসন ফিলিপ ও গ্রিভস দুটি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে বিনা উইকেটে ১১০ রান করে দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং ৫৫ ও জন ক্যাম্পবেল ৪৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। এখনো ৪৬৫ রানে পিছিয়ে আছে সফরকারী দল। বে ওভালে প্রথম দিনের চেয়ে আজ আরও বেশি রান হয়েছে। এদিন দুই দল মিল করেছে ৩৫১ রান। প্রথম দুই দিনের পরিস্থিতিই বলে দিচ্ছে রান বন্যায় ভেসে যাবে মাউন্ট মঙ্গানুই টেস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২: ০৯
একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। ছবি: এক্স
একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। ছবি: এক্স

যুব এশিয়া কাপ খেলছে পাকিস্তান। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। দল যখন ফাইনালে ওঠার লড়াইয়ে আছে তার ঠিক আগেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে ২০২৬ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজন করবে। টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৫ জানুয়ারি। বিশ্বকাপ শুরুর প্রায় এক মাস আগেই দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিশ্বকাপেও পাকিস্তানের নেতৃত্ব দেবেন ফারহান ইউসুফ। এশিয়া কাপের দল থেকে একটি পরিবর্তন এনে বিশ্বকাপ খেলবে পাকিস্তান। বাদ পড়েছেন বাঁ হাতি স্পিনার মোহাম্মদ হুজাইফা। দলে নেওয়া হয়েছে পেসার উমর জাইবকে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিক দল এবং আফগানিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। বিশ্বকাপ দল নিয়েই সে সিরিজ খেলবে তারা।

বিশ্বকাপ ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের ম্যানেজার ও মেন্টরের হিসেবে থাকবেন সাবেক ক্রিকেটার সরফরাজ আহমেদ। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে পাকিস্তান। যুবাদের বিশ্বকাপের ফাইনাল হবে আগামী ৬ ফেব্রুয়ারি।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য পাকিস্তানের স্কোয়াড: ফারহান ইউসুফ (অধিনায়ক), উসমান খান (সহ-অধিনায়ক), আব্দুল সুবহান, আহমেদ হুসেইন, আলী হাসান বালোচ, আলী রাজা, দানিয়াল আলী খান, হামজা জাহুর (উইকেটরক্ষক), হুজাইফা আহসান, মমিন কামার, মোহাম্মদ সাইয়াম, মোহাম্মদ শায়ান (উইকেটরক্ষক), নিকাব শফিক, সামির মিনহাস ও উমর জাইব।

নন ট্রাভেলিং রিজার্ভ: আব্দুল কাদির, ফারহানউল্লাহ, হাসান খান, ইবতিসাম আজহার ও মোহাম্মদ হুজাইফা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২: ০২
গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। ছবি: বিসিবি
গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। ছবি: বিসিবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ফুটবল ফেডারশন (বাফুফে)। আলাদা আলাদা বার্তায় শোক জানিয়েছে দেশের ক্রীড়াঙ্গনের এই দুই সংস্থা।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে হাদির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে বিসিবি লিখেছে, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।’

বাফুফে লিখেছে, ‘আমরা শোকাহত। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

গত ১২ ডিসেম্ব শুক্রবার জুমার নামাজের পর গুলিবিদ্ধ হন হাদি। চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি হাদির মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতেই তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক    
‘বি’ গ্রুপের সেরা হয়ে শেষ চারে পা রেখেছে বাংলাদেশ। ছবি: এসিসি
‘বি’ গ্রুপের সেরা হয়ে শেষ চারে পা রেখেছে বাংলাদেশ। ছবি: এসিসি

যুব এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার সেমিফাইনালের লড়াই। যেখানে আছে বাংলাদেশও। ফাইনালে ওঠার মিশনে আজিজুল হাকিম তামিমদের প্রতিপক্ষ পাকিস্তান। এছাড়া আজ টিভিতে আছে আরও বেশকিছু ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।

ক্রিকেট

যুব এশিয়া কাপ: সেমিফাইনাল

বাংলাদেশ-পাকিস্তান

বেলা ১১ টা, সরাসরি

টি স্পোর্টস

মাউন্ট মঙ্গানুই টেস্ট: দ্বিতীয় দিন

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

ভোর ৪ টা, সরাসরি

সনি টেন ৫

অ্যাডিলেড টেস্ট: তৃতীয় দিন

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

ভোর ৫টা ৩০ মি. , সরাসরি

স্টার স্পোর্টস ১ ও ২

বিগ ব্যাশ লিগ

ব্রিসবেন হিট-পার্থ স্কর্চার্স

স্টার স্পোর্টস ২

পঞ্চম টি-টোয়েন্টি

ভারত-দক্ষিণ আফ্রিকা

সন্ধ্যা ৭টা ৩০ মি. , সরাসরি

স্টার স্পোর্টস ১, টি স্পোর্টস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত