Ajker Patrika

বর্ষসেরা ইনিংসের মনোনয়ন পেল লিটনের সেই সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক    
রাওয়ালপিন্ডি টেস্টে লিটনের সেঞ্চুরি বর্ষসেরা ইনিংসের মনোনয়ন পেল। ছবি: এএফপি
রাওয়ালপিন্ডি টেস্টে লিটনের সেঞ্চুরি বর্ষসেরা ইনিংসের মনোনয়ন পেল। ছবি: এএফপি

বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। পাঁচ ইনিংসের এই তালিকায় জায়গা পেয়েছে লিটন দাসের একটি সেঞ্চুরি। গত বছরের আগস্টে পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডি টেস্টে ২২৮ বলে ১৩৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দলের বিপর্যয়ে ঢাল হয়ে সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ১৬৫ রানের জুটি গড়েন লিটন। মিরাজ ৭৮ রানে আউট হলেও লিটন তুলে নেন সেঞ্চুরি। ম্যাচটি ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। পাকিস্তানকে ধবলধোলাই করেছি অতিথিরা।

লিটনের এই ইনিংসটিই ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসে জন্য মনোনয়ন পেয়েছে। ২০২৪ সালের সেরা টেস্ট ইনিংস বাছাইয়ে লিটনের পাশাপাশি নাম রয়েছে ইংল্যান্ডের অলি পোপ, ভারতের যশস্বী জয়সওয়াল, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের হ্যারি ব্রুকের।

ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে অনেক রানে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে পোপের ১৯৬ রানের ইনিংসে লিড নেয় ইংল্যান্ড। পরে ম্যাচটি ২৮ রানে জিতেছিল তারা। ম্যাচসেরাও হয়েছিলেন পোপ।

ইংল্যান্ডের বিপক্ষে একই সিরিজে জয়সাওয়ালের দ্বিতীয় টেস্টে করেছিলেন ২০৯ রান। সেটিও পেয়েছে মনোনয়ন। মুলতান টেস্টে ব্রুকের করা ৩১৭ রান ও ভারতের বিপক্ষে অ্যাডিলেডে হেডের করা ১৩০ রানের ইনিংসটি আছে এই সংক্ষিপ্ত তালিকায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত