ক্রীড়া ডেস্ক
প্রথমবারের মতো মার্কিন মুলুকে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের টুর্নামেন্টের স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২ জুন টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।
তার আগে দুই দল টেক্সাসের হস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আগামী মাসে। এই সিরিজ শেষে যুক্তরাষ্ট্র অপেক্ষা থাকবে বাংলাদেশ দলের। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মে মাসে একই ভেন্যুতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। সিরিজের প্রথম ম্যাচটি হবে ২১ মে। ২৩ ও ২৫ মে হবে পরের দুই টি-টোয়েন্টি।
আইসিসির পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট কানাডার সঙ্গে আলোচনা করে এই দুই সিরিজের সূচি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি)। এ নিয়ে যুক্তরাষ্ট্র ক্রিকেটের চেয়ারম্যান ভেন্যু পিসিকে বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই ম্যাচগুলো আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ হবে। ম্যাচের সূচির প্রস্তাবে সমর্থন জানানোয় আমি আইসিসি, ক্রিকেট কানাডা ও বিসিবিকে ধন্যবাদ জানাই।’
প্রথমবার কোনো সিরিজ খেলতে যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশ দল। এই ঐতিহাসিক সফর নিয়ে ইউএসএসিকে ধন্যবাদ জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বলেছেন, ‘বাংলাদেশ দলের আসন্ন যুক্তরাষ্ট্র সফর ক্রিকেটের জগতে একটি ঐতিহাসিক উপলক্ষ। বাংলাদেশ দলের সঙ্গে সিরিজ আয়োজনের জন্য এবং এই গুরুত্বপূর্ণ সফরটি সহজতর করার জন্য আমরা যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
বর্তমানে বাংলাদেশ দল পূর্ণাঙ্গ সিরিজ খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে। আগামীকাল চট্টগ্রামে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
প্রথমবারের মতো মার্কিন মুলুকে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের টুর্নামেন্টের স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২ জুন টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।
তার আগে দুই দল টেক্সাসের হস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আগামী মাসে। এই সিরিজ শেষে যুক্তরাষ্ট্র অপেক্ষা থাকবে বাংলাদেশ দলের। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মে মাসে একই ভেন্যুতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। সিরিজের প্রথম ম্যাচটি হবে ২১ মে। ২৩ ও ২৫ মে হবে পরের দুই টি-টোয়েন্টি।
আইসিসির পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট কানাডার সঙ্গে আলোচনা করে এই দুই সিরিজের সূচি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি)। এ নিয়ে যুক্তরাষ্ট্র ক্রিকেটের চেয়ারম্যান ভেন্যু পিসিকে বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই ম্যাচগুলো আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ হবে। ম্যাচের সূচির প্রস্তাবে সমর্থন জানানোয় আমি আইসিসি, ক্রিকেট কানাডা ও বিসিবিকে ধন্যবাদ জানাই।’
প্রথমবার কোনো সিরিজ খেলতে যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশ দল। এই ঐতিহাসিক সফর নিয়ে ইউএসএসিকে ধন্যবাদ জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বলেছেন, ‘বাংলাদেশ দলের আসন্ন যুক্তরাষ্ট্র সফর ক্রিকেটের জগতে একটি ঐতিহাসিক উপলক্ষ। বাংলাদেশ দলের সঙ্গে সিরিজ আয়োজনের জন্য এবং এই গুরুত্বপূর্ণ সফরটি সহজতর করার জন্য আমরা যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
বর্তমানে বাংলাদেশ দল পূর্ণাঙ্গ সিরিজ খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে। আগামীকাল চট্টগ্রামে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
শিরোনাম দেখে মনে হতে পারে, ওলি রবিনসনের যমজ ভাই ক্রিকেট খেলতে শুরু করেছেন কি না। আসলে ব্যাপারটি তা নয়। নতুন ওলি রবিনসনের সঙ্গে আগের ওলি রবিনসনের কোনো সম্পর্ক নেই।
১ ঘণ্টা আগেজাতীয় লিগে (এনসিএল) সাধারণত স্পিনারদের দাপটই বেশি দেখা যায়; বিশেষ করে বাঁহাতি স্পিনাররা রাজত্ব করেন বেশি। এবার সেরা বোলারের তালিকায় ব্যতিক্রম ছবি—শীর্ষ পাঁচ বোলারের চারজনই পেসার। তবে সবার ওপরে আছেন ঢাকার এনামুল হক।
২ ঘণ্টা আগেভারত সফরের দলে কেইন উইলিয়ামসনের নাম ছিল ঠিকই। তবে কুঁচকির চোট থাকায় সিরিজের একটা ম্যাচও তাঁর খেলা হয়নি। সতীর্থদের সঙ্গে তাই উপভোগ করতে পারেননি ভারতের মাঠে নিউজিল্যান্ডের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের আনন্দ। ভারত সিরিজ মিসের পর এবার উইলিয়ামসন হাতের নাগালে থাকা সেঞ্চুরি হাতছাড়া করেছেন।
৩ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে ইনিংসে ৬ উইকেট, ম্যাচে ৮ উইকেট শিকারের পর ১৬ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৫১ নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ। অবশ্য এতে তাঁকে খুব একটা খুশি মনে হলো না। এ নিয়ে ফোনে কোনো মন্তব্যও করতে চাইলেন না। যদি কখনো টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে আসতে পারেন, তখন বলবেন—আপাতত তাসকিনে
৩ ঘণ্টা আগে