ক্রীড়া ডেস্ক
১১টা ২৮ মিনিট, ১৪ নভেম্বর
অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা
সাউদিকে বাউন্ডারি হাঁকিয়ে ৭ বল বাকি থাকতে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করল ম্যাক্সওয়েল। প্রথমবারের মতো ফাইনালে ওঠা নিউজিল্যান্ডের হার ৮ উইকেটে। ইতিহাস বদলাতে পারল না কিউইরা। বিশ্বমঞ্চে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রেখে অস্ট্রেলিয়া ঠিকই নতুন ইতিহাস লিখল। ৫ বারের ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নদের টি-টোয়েন্টি শিরোপা না জেতার আক্ষেপ ছিল। ফিঞ্চের দল আজ ঘুচিয়ে দিল সেই আক্ষেপও।
১১টা ১৮ মিনিট, ১৪ নভেম্বর
শিরোপা ছোঁয়া দূরত্বে অস্ট্রেলিয়া
তৃতীয় উইকেট জুটিতে ফিফটি পেরিয়েছে মার্শ-ম্যাক্সওয়েল জুটি। শেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার দরকার ১১ রান। শিরোপা ছোঁয়া দূরত্বে অস্ট্রেলিয়া।
১০টা ৫৮ মিনিট, ১৪ নভেম্বর
ফাইনালের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতে
ওয়ার্নারের পর ফিফটি তুলে নিলেন মার্শ। বিশ্বকাপ ফাইনালে যা দ্রুততম ফিফটি। ১৪তম ওভারে সোধি দিলেন ১৬ রান। এই ওভারে ম্যাচ অনেকটা অস্ট্রেলিয়ার দিকে হেলে পড়ল। ৩৬ বলে ৬০ রান নিয়ে উইকেটে আছেন মার্শ। শেষ ৬ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ৪৮ রান। হাতে আছে ৮ উইকেট।
১০টা ৫১ মিনিট, ১৪ নভেম্বর
ওয়ার্নারকে বোল্ড করলেন বোল্ট
৩৪ বলে ফিফটি পূরণ করা ওয়ার্নার ৫৩ রান করে বোল্ড হয়ে গেলেন বোল্টের বলে। ভাঙল ৫৯ বলে ৯২ রানের জুটি। উইকেটে এসেছেন ম্যাক্সওয়েল। শেষ ৪২ বলে অস্ট্রেলিয়ার দরকার ৬৪ রান।
১০টা ৩৫ মিনিট, ১৪ নভেম্বর
মার্শ-ওয়ার্নারের ব্যাটে ছুটছে অস্ট্রেলিয়া
উইকেটে থিতু হয়েছেন মার্শ-ওয়ার্নার। দ্বিতীয় উইকেটে এই দুজন এখন পর্যন্ত যোগ করেছেন যোগ করেছেন ৪৫ বলে ৬৭। ওয়ার্নার ৩৩ বলে ৪৫ আর মার্শ ২০ বলে ৩০ রানে উইকেটে আছেন। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৮২। ম্যাচ জিততে বাকি ৬০ বলে তাদের দরকার ৯১ রান।
১০টা ১৮ মিনিট, ১৪ নভেম্বর
পাওয়ার প্লেতে এগিয়ে অস্ট্রেলিয়া
মার্শ-ওয়ার্নার এগিয়ে নিচ্ছেন দলকে। ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৪৩। ওয়ার্নার ২০ বলে ১৯ আর মার্শ ৯ বলে ১৭ রানে উইকেটে আছেন। ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৪৩। পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডের রান ছিল ১ উইকেটে ৩২।
১০টা ১ মিনিট, ১৪ নভেম্বর
ফিঞ্চকে ফেরালেন বোল্ট
নিউজিল্যান্ডও শুরুটা করেছে পেস দিয়ে। প্রথম ওভারে ট্রেন্ট বোল্ট দিয়েছেন ১ রান। ওভারের শেষ বলে ফিঞ্চের বিপক্ষে এলবিডব্লুর একটা জোরালো আবেদন ছিল। আম্পায়ার আউট দিলে কিংবা নিউজিল্যান্ড নিলে ফিরে যেতে হতো ফিঞ্চকে। পরে অবশ্য বোল্টের বলেই ক্যাচ দিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ডিপ মিড উইকেটে ক্যাচটি নিয়েছেন মিচেল। নক আউট পর্বে সর্বশেষ তিন ম্যাচে শূন্য রানে ফেরা ফিঞ্চ আজ আউট হলেন ৫ রান করে। ৩ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৫/১।
৯টা ৪০ মিনিট, ১৪ নভেম্বর
বিশ্বকাপ জিততে অস্ট্রেলিয়ার দরকার ১৭৩ রান
নিজের ৩ ওভারে ৫০ রান দেওয়া স্টার্ক এসেছেন ইনিংসের শেষ ওভারে। ওভারের প্রথম বলে বাউন্ডারি দিলেও পরে অবশ্য ঘুড়ে দাঁড়িয়েছেন। দিয়েছেন ১০ রান। নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৭২। বিশ্বকাপ জিততে অস্ট্রেলিয়ার দরকার ১৭৩ রান।
৯টা ২৪ মিনিট, ১৪ নভেম্বর
উইলিয়ামসন-ফিলিপসকে ফেরালেন হ্যাজেলউড
ফিলিপসকে ফিরিয়ে ৩৭ বলে ৬৮ রানের জুটি ভাঙলেন হ্যাজেলউড। ডিপ মিড উইকেটে ক্যাচ নিয়েছেন ম্যাক্সওয়েল। এক বল পরে সেঞ্চুরির দিকে ছুটতে থাকা উইলিয়ামসনও ফিরলেন। ৪৮ বলে ৮৫ করে ফিরলেন তিনি। ১৮ ওভার শেষে নিউজিল্যান্ড ১৪৯/৪।
৯টা ১৬মিনিট, ১৪ নভেম্বর
উইলিয়ানসনের ব্যাটে উড়ছে কিউইরা
স্টার্কের প্রথম তিন বলে ২ চার এক ছক্কা হাঁকালেন উইলিয়ামসন। ওভারের শেষ দুই বলেও বাউন্ডারু হাঁকালেন উইক্যামসন। স্টার্কের এই ওভারে তুলেছেন ২২ রান। উইলিয়ামসন পৌছে গেলেন ৭৭ রানে। এদিকে ৩ ওভারে ৫০ রান দিলেন স্টার্ক। ১৬ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ১৩৬।
৮টা ৫৯মিনিট, ১৪ নভেম্বর
উইলিয়ানসনের ফিফটি
ম্যাক্সওয়েলকে টানা দুই ছক্কা হাঁকিয়ে ফিফটি পূরণ করলেন উইলিয়ানসন। ৩২ বলে ফিফটি তুলে নিলেন কিউই অধিনায়ক। শুরুতে কিছুটা সময় নিলেও দ্রুতই রান তোলার গতি বাড়িয়েছেন তিনি। কামিন্স পরের ওভারে এসে দিলেন ৫ রান। ১৪ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ১০২।
৮টা ৫৪মিনিট, ১৪ নভেম্বর
গাপটিলকে ফেরালেন জাম্পা
উইলিয়ামসন-গাপটিল যখন হাত খুলে খেলতে শুরু করেছেন তখনই দলকে ব্রেক থ্রু এনে দিলেন জাম্পা। ১০ রানে জীবন পাওয়া গাপটিল বেশিদূর এগোতে পারলেন না। ২৮ রান করে জাম্পাকে স্লগ সুইপ করতে গিয়ে মিড উইকেটে স্টয়নিসের হাতে ধরা পড়লেন এই কিউই ওপেনার। এই ওভারে ৫ রান দিলেন জাম্পা। ১২ ওভার শেষে নিউজিল্যান্ড ৮১/২।
৮টা ৪০মিনিট, ১৪ নভেম্বর
উইলিয়ামসনের ক্যাচ ছাড়লেন হ্যাজেলউড
এবার উইলিয়ামসনের ক্যাচ ছাড়লেন হ্যাজেলউড। ২৫ রানে থাকা উইলিয়ামসন স্টার্কের বলে ফাইন লেগে ক্যাচ দিয়েছিলেন। ক্যাচ মিস করে উইলিয়ামসনকে বাউন্ডারি উপহার দিলেন হ্যাজেলউড। স্টার্কের এই ওভারে এখন পর্যন্ত ইনিংস সর্বোচ্চ ১৯ রান তুলেছে গাপটিল - উইলিয়ামসন। ১১ ওভার শেষে নিউজিল্যান্ড ৭৬/১।
৮টা ৪০মিনিট, ১৪ নভেম্বর
১১ রানের ওভার
নবম ওভারে কিছুটা খোলস থেকে বের হওয়ার চেষ্টা উইলিয়ামসনের। এই ওভারে মিচেল মার্শের চতুর্থ ও পঞ্চম বলে টানা দুই চার মেরেছেন। এর আগে ৩২ বলে কোনো চার-ছক্কা পায়নি নিউজিল্যান্ড! কিউইদের রান রেট অবশ্য এখনো ৬ এর নিচে। গাপটিল ৩০ বলে ২৪ আর উইলিয়ামসন ১৬ বলে ১৫ রান নিয়ে উইকেটে আছেন। প্রথম ৪৮ বলে ২৬ বল ডট দিয়েছে কিউইরা। নিউজিল্যান্ড ৫১/১; ওভার: ৯
৮টা ২৮মিনিট, ১৪ নভেম্বর
চাপে নিউজিল্যান্ড
শুরুতে মিচেলকে হারিয়ে কিছুটা চাপে নিউজিল্যান্ড। পঞ্চম ওভারে কামিন্স দিয়েছেন ২ রান। পাওয়ার প্লের শেষ ওভারে হ্যাজেলউডও দিলেন ২ রান।শেষ ১২ বলে গাপটিল-উইলিয়ামসন যোগ করেছেন ৪ রান। ৬ ওভারে নিউজিল্যান্ডের রান ১ উইকেটে ৩২।
৮টা ২০মিনিট, ১৪ নভেম্বর
প্রথম ধাক্কা দিলেন হ্যাজেলউড
নিজের দ্বিতীয় ওভারে এসে দলকে সাফল্য এনে দিলেন হ্যাজেলউড। স্লোয়ার লেগ কাটারে মিচেলকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করালেন। ব্যাটের কানাই লাগা বল সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নিলেন ওয়েড। ভাঙল ২৮ রানের উদ্বোধনী জুটি। ৪ ওভার শেষে ২৮/১।
৮টা ১৪ মিনিট, ১৪ নভেম্বর
গাপটিলের ক্যাচ ছাড়লেন ওয়েড
তৃতীয় ওভারেই গ্লেন ম্যাক্সওয়েলকে এনেছে ফিঞ্চ। প্রথম বলেই ম্যাক্সওয়েলকে ছক্কা হাঁকালেন ড্যারিল মিচেল। ওভারের তৃতীয় বলে গাপটিলের ক্যাচ ছাড়ল ম্যাথু ওয়েড। ১০ রানে জীবন পেলেন গাপটিল।
৮টা ১১ মিনিট, ১৪ নভেম্বর
পেস দিয়ে আক্রমণ শুরু করেছে অস্ট্রেলিয়া
এক স্লিপ নিয়ে প্রথম ওভারে বোলিংয়ে এসেছেন মিচেল স্টার্ক।ওভারের দ্বিতীয় বলেই বাউন্ডারি হাঁকিয়েছে মার্টিন গাপটিল। স্টার্ক প্রথম ওভারে দিলেন ৯ রান। দ্বিতীয় ওভারে জশ হ্যাজেলউডকেও একটি চার মেরেছেন গাপটিল। ২ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৩/০।
এবারের বিশ্বকাপে দুবাইয়ে ১২ ম্যাচের মধ্যে ১০টিতেই টস জয়ী দল ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়ার পক্ষে কথা বলছে আরও একটি পরিসংখ্যান। আইসিসির বিশ্বমঞ্চে নক আউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনো জিততে পারেনি নিউজিল্যান্ড। সব মিলিয়ে ১৬ ম্যাচের ১৬টিতে জিতেছে অস্ট্রেলিয়া।
৭টা ৩৭ মিনিট, ১৪ নভেম্বর
টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া
ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে অ্যারন ফিঞ্চের দল। আর আগে থেকে জানা গিয়েছিল চোটে পড়া নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটার ডেভন কনওয়ে ফাইনালে খেলছেন না। তাঁর জায়গায় একাদশে আছেন টিম সেইফার্ট।
৭টা ২৩ মিনিট, ১৪ নভেম্বর
প্রথমবার শিরোপা জেতার হাতছানি দুই দলের সামনে
টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ২০১০ সালে একবারই ফাইনাল খেলেছে অস্ট্রেলিয়া। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের কাছে হেরে সেবার শিরোপাস্বপ্ন পূর্ণতা পায়নি অস্ট্রেলিয়ানদের। অন্যদিকে এবারই প্রথম সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনাল খেলবে নিউজিল্যান্ড। এই দুই দলের সামনেই তাই প্রথমবার শিরোপা জেতার হাতছানি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
১১টা ২৮ মিনিট, ১৪ নভেম্বর
অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা
সাউদিকে বাউন্ডারি হাঁকিয়ে ৭ বল বাকি থাকতে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করল ম্যাক্সওয়েল। প্রথমবারের মতো ফাইনালে ওঠা নিউজিল্যান্ডের হার ৮ উইকেটে। ইতিহাস বদলাতে পারল না কিউইরা। বিশ্বমঞ্চে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রেখে অস্ট্রেলিয়া ঠিকই নতুন ইতিহাস লিখল। ৫ বারের ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নদের টি-টোয়েন্টি শিরোপা না জেতার আক্ষেপ ছিল। ফিঞ্চের দল আজ ঘুচিয়ে দিল সেই আক্ষেপও।
১১টা ১৮ মিনিট, ১৪ নভেম্বর
শিরোপা ছোঁয়া দূরত্বে অস্ট্রেলিয়া
তৃতীয় উইকেট জুটিতে ফিফটি পেরিয়েছে মার্শ-ম্যাক্সওয়েল জুটি। শেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার দরকার ১১ রান। শিরোপা ছোঁয়া দূরত্বে অস্ট্রেলিয়া।
১০টা ৫৮ মিনিট, ১৪ নভেম্বর
ফাইনালের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতে
ওয়ার্নারের পর ফিফটি তুলে নিলেন মার্শ। বিশ্বকাপ ফাইনালে যা দ্রুততম ফিফটি। ১৪তম ওভারে সোধি দিলেন ১৬ রান। এই ওভারে ম্যাচ অনেকটা অস্ট্রেলিয়ার দিকে হেলে পড়ল। ৩৬ বলে ৬০ রান নিয়ে উইকেটে আছেন মার্শ। শেষ ৬ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ৪৮ রান। হাতে আছে ৮ উইকেট।
১০টা ৫১ মিনিট, ১৪ নভেম্বর
ওয়ার্নারকে বোল্ড করলেন বোল্ট
৩৪ বলে ফিফটি পূরণ করা ওয়ার্নার ৫৩ রান করে বোল্ড হয়ে গেলেন বোল্টের বলে। ভাঙল ৫৯ বলে ৯২ রানের জুটি। উইকেটে এসেছেন ম্যাক্সওয়েল। শেষ ৪২ বলে অস্ট্রেলিয়ার দরকার ৬৪ রান।
১০টা ৩৫ মিনিট, ১৪ নভেম্বর
মার্শ-ওয়ার্নারের ব্যাটে ছুটছে অস্ট্রেলিয়া
উইকেটে থিতু হয়েছেন মার্শ-ওয়ার্নার। দ্বিতীয় উইকেটে এই দুজন এখন পর্যন্ত যোগ করেছেন যোগ করেছেন ৪৫ বলে ৬৭। ওয়ার্নার ৩৩ বলে ৪৫ আর মার্শ ২০ বলে ৩০ রানে উইকেটে আছেন। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৮২। ম্যাচ জিততে বাকি ৬০ বলে তাদের দরকার ৯১ রান।
১০টা ১৮ মিনিট, ১৪ নভেম্বর
পাওয়ার প্লেতে এগিয়ে অস্ট্রেলিয়া
মার্শ-ওয়ার্নার এগিয়ে নিচ্ছেন দলকে। ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৪৩। ওয়ার্নার ২০ বলে ১৯ আর মার্শ ৯ বলে ১৭ রানে উইকেটে আছেন। ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৪৩। পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডের রান ছিল ১ উইকেটে ৩২।
১০টা ১ মিনিট, ১৪ নভেম্বর
ফিঞ্চকে ফেরালেন বোল্ট
নিউজিল্যান্ডও শুরুটা করেছে পেস দিয়ে। প্রথম ওভারে ট্রেন্ট বোল্ট দিয়েছেন ১ রান। ওভারের শেষ বলে ফিঞ্চের বিপক্ষে এলবিডব্লুর একটা জোরালো আবেদন ছিল। আম্পায়ার আউট দিলে কিংবা নিউজিল্যান্ড নিলে ফিরে যেতে হতো ফিঞ্চকে। পরে অবশ্য বোল্টের বলেই ক্যাচ দিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ডিপ মিড উইকেটে ক্যাচটি নিয়েছেন মিচেল। নক আউট পর্বে সর্বশেষ তিন ম্যাচে শূন্য রানে ফেরা ফিঞ্চ আজ আউট হলেন ৫ রান করে। ৩ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৫/১।
৯টা ৪০ মিনিট, ১৪ নভেম্বর
বিশ্বকাপ জিততে অস্ট্রেলিয়ার দরকার ১৭৩ রান
নিজের ৩ ওভারে ৫০ রান দেওয়া স্টার্ক এসেছেন ইনিংসের শেষ ওভারে। ওভারের প্রথম বলে বাউন্ডারি দিলেও পরে অবশ্য ঘুড়ে দাঁড়িয়েছেন। দিয়েছেন ১০ রান। নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৭২। বিশ্বকাপ জিততে অস্ট্রেলিয়ার দরকার ১৭৩ রান।
৯টা ২৪ মিনিট, ১৪ নভেম্বর
উইলিয়ামসন-ফিলিপসকে ফেরালেন হ্যাজেলউড
ফিলিপসকে ফিরিয়ে ৩৭ বলে ৬৮ রানের জুটি ভাঙলেন হ্যাজেলউড। ডিপ মিড উইকেটে ক্যাচ নিয়েছেন ম্যাক্সওয়েল। এক বল পরে সেঞ্চুরির দিকে ছুটতে থাকা উইলিয়ামসনও ফিরলেন। ৪৮ বলে ৮৫ করে ফিরলেন তিনি। ১৮ ওভার শেষে নিউজিল্যান্ড ১৪৯/৪।
৯টা ১৬মিনিট, ১৪ নভেম্বর
উইলিয়ানসনের ব্যাটে উড়ছে কিউইরা
স্টার্কের প্রথম তিন বলে ২ চার এক ছক্কা হাঁকালেন উইলিয়ামসন। ওভারের শেষ দুই বলেও বাউন্ডারু হাঁকালেন উইক্যামসন। স্টার্কের এই ওভারে তুলেছেন ২২ রান। উইলিয়ামসন পৌছে গেলেন ৭৭ রানে। এদিকে ৩ ওভারে ৫০ রান দিলেন স্টার্ক। ১৬ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ১৩৬।
৮টা ৫৯মিনিট, ১৪ নভেম্বর
উইলিয়ানসনের ফিফটি
ম্যাক্সওয়েলকে টানা দুই ছক্কা হাঁকিয়ে ফিফটি পূরণ করলেন উইলিয়ানসন। ৩২ বলে ফিফটি তুলে নিলেন কিউই অধিনায়ক। শুরুতে কিছুটা সময় নিলেও দ্রুতই রান তোলার গতি বাড়িয়েছেন তিনি। কামিন্স পরের ওভারে এসে দিলেন ৫ রান। ১৪ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ১০২।
৮টা ৫৪মিনিট, ১৪ নভেম্বর
গাপটিলকে ফেরালেন জাম্পা
উইলিয়ামসন-গাপটিল যখন হাত খুলে খেলতে শুরু করেছেন তখনই দলকে ব্রেক থ্রু এনে দিলেন জাম্পা। ১০ রানে জীবন পাওয়া গাপটিল বেশিদূর এগোতে পারলেন না। ২৮ রান করে জাম্পাকে স্লগ সুইপ করতে গিয়ে মিড উইকেটে স্টয়নিসের হাতে ধরা পড়লেন এই কিউই ওপেনার। এই ওভারে ৫ রান দিলেন জাম্পা। ১২ ওভার শেষে নিউজিল্যান্ড ৮১/২।
৮টা ৪০মিনিট, ১৪ নভেম্বর
উইলিয়ামসনের ক্যাচ ছাড়লেন হ্যাজেলউড
এবার উইলিয়ামসনের ক্যাচ ছাড়লেন হ্যাজেলউড। ২৫ রানে থাকা উইলিয়ামসন স্টার্কের বলে ফাইন লেগে ক্যাচ দিয়েছিলেন। ক্যাচ মিস করে উইলিয়ামসনকে বাউন্ডারি উপহার দিলেন হ্যাজেলউড। স্টার্কের এই ওভারে এখন পর্যন্ত ইনিংস সর্বোচ্চ ১৯ রান তুলেছে গাপটিল - উইলিয়ামসন। ১১ ওভার শেষে নিউজিল্যান্ড ৭৬/১।
৮টা ৪০মিনিট, ১৪ নভেম্বর
১১ রানের ওভার
নবম ওভারে কিছুটা খোলস থেকে বের হওয়ার চেষ্টা উইলিয়ামসনের। এই ওভারে মিচেল মার্শের চতুর্থ ও পঞ্চম বলে টানা দুই চার মেরেছেন। এর আগে ৩২ বলে কোনো চার-ছক্কা পায়নি নিউজিল্যান্ড! কিউইদের রান রেট অবশ্য এখনো ৬ এর নিচে। গাপটিল ৩০ বলে ২৪ আর উইলিয়ামসন ১৬ বলে ১৫ রান নিয়ে উইকেটে আছেন। প্রথম ৪৮ বলে ২৬ বল ডট দিয়েছে কিউইরা। নিউজিল্যান্ড ৫১/১; ওভার: ৯
৮টা ২৮মিনিট, ১৪ নভেম্বর
চাপে নিউজিল্যান্ড
শুরুতে মিচেলকে হারিয়ে কিছুটা চাপে নিউজিল্যান্ড। পঞ্চম ওভারে কামিন্স দিয়েছেন ২ রান। পাওয়ার প্লের শেষ ওভারে হ্যাজেলউডও দিলেন ২ রান।শেষ ১২ বলে গাপটিল-উইলিয়ামসন যোগ করেছেন ৪ রান। ৬ ওভারে নিউজিল্যান্ডের রান ১ উইকেটে ৩২।
৮টা ২০মিনিট, ১৪ নভেম্বর
প্রথম ধাক্কা দিলেন হ্যাজেলউড
নিজের দ্বিতীয় ওভারে এসে দলকে সাফল্য এনে দিলেন হ্যাজেলউড। স্লোয়ার লেগ কাটারে মিচেলকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করালেন। ব্যাটের কানাই লাগা বল সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নিলেন ওয়েড। ভাঙল ২৮ রানের উদ্বোধনী জুটি। ৪ ওভার শেষে ২৮/১।
৮টা ১৪ মিনিট, ১৪ নভেম্বর
গাপটিলের ক্যাচ ছাড়লেন ওয়েড
তৃতীয় ওভারেই গ্লেন ম্যাক্সওয়েলকে এনেছে ফিঞ্চ। প্রথম বলেই ম্যাক্সওয়েলকে ছক্কা হাঁকালেন ড্যারিল মিচেল। ওভারের তৃতীয় বলে গাপটিলের ক্যাচ ছাড়ল ম্যাথু ওয়েড। ১০ রানে জীবন পেলেন গাপটিল।
৮টা ১১ মিনিট, ১৪ নভেম্বর
পেস দিয়ে আক্রমণ শুরু করেছে অস্ট্রেলিয়া
এক স্লিপ নিয়ে প্রথম ওভারে বোলিংয়ে এসেছেন মিচেল স্টার্ক।ওভারের দ্বিতীয় বলেই বাউন্ডারি হাঁকিয়েছে মার্টিন গাপটিল। স্টার্ক প্রথম ওভারে দিলেন ৯ রান। দ্বিতীয় ওভারে জশ হ্যাজেলউডকেও একটি চার মেরেছেন গাপটিল। ২ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৩/০।
এবারের বিশ্বকাপে দুবাইয়ে ১২ ম্যাচের মধ্যে ১০টিতেই টস জয়ী দল ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়ার পক্ষে কথা বলছে আরও একটি পরিসংখ্যান। আইসিসির বিশ্বমঞ্চে নক আউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনো জিততে পারেনি নিউজিল্যান্ড। সব মিলিয়ে ১৬ ম্যাচের ১৬টিতে জিতেছে অস্ট্রেলিয়া।
৭টা ৩৭ মিনিট, ১৪ নভেম্বর
টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া
ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে অ্যারন ফিঞ্চের দল। আর আগে থেকে জানা গিয়েছিল চোটে পড়া নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটার ডেভন কনওয়ে ফাইনালে খেলছেন না। তাঁর জায়গায় একাদশে আছেন টিম সেইফার্ট।
৭টা ২৩ মিনিট, ১৪ নভেম্বর
প্রথমবার শিরোপা জেতার হাতছানি দুই দলের সামনে
টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ২০১০ সালে একবারই ফাইনাল খেলেছে অস্ট্রেলিয়া। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের কাছে হেরে সেবার শিরোপাস্বপ্ন পূর্ণতা পায়নি অস্ট্রেলিয়ানদের। অন্যদিকে এবারই প্রথম সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনাল খেলবে নিউজিল্যান্ড। এই দুই দলের সামনেই তাই প্রথমবার শিরোপা জেতার হাতছানি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
অ্যান্টিগায় বাংলাদেশের বোলাররা তো চেষ্টার ত্রুটি রাখেননি। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের বোলিংয়ে একটু হলেও চাপে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুটিই একসঙ্গে ‘ক্লিক’ খুব কম সময়েই করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে হতাশ করেছেন
২৯ মিনিট আগেঅ্যান্টিগা টেস্টে ১৮১ রানে পিছিয়ে থেকেও গতকাল ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ দল। তারপরই অনেক আলোচনা-সমালোচনা টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে। তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ছিলেন ৫ রানে অপরাজিত। অনেকেই মনে করেছেন, বাংলাদেশ শেষ উইকেটে হয়তো আরও কিছু রান যোগও করতে পারত।
১ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের দুই ক্রিকেট বোর্ডের যুদ্ধের কারণে মারাত্মক জটিলতা তৈরি হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে। স্বয়ং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) স্পষ্ট করে কিছু বলেনি এখন পর্যন্ত। ‘কোমা’য় থাকা এই টুর্নামেন্টের সমস্যা এবার দূর হবে বলে আশা করা যাচ্ছে।
১ ঘণ্টা আগেওয়াইড-নো বলের ছড়াছড়ি। কখনো আবার বিস্ময়কর নো বল, বক্স থেকে এক-দেড় হাত বেরিয়ে গেল বোলারের পা। সেই নো বল করে ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছিল স্যাম্প আর্মির পেসার হজরত বিলালের বিরুদ্ধে। গতকাল দাসুন শানাকার ৩ বলে ৩০ রান দেওয়া—নতুন করে আবার ফিক্সিংয়ের আলোচনা আবুধাবি টি-টেন লিগে।
৩ ঘণ্টা আগে