ক্রীড়া ডেস্ক
ওমানের বিপক্ষে গতকাল ২৬ রানের জয়ে গুরুত্বপূর্ণ এক জয় পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের রাউন্ড অর্থাৎ, সুপার টুয়েলভসে খেলতে হলেও আরও একটি জয় দরকার মাহমুদউল্লাহর দলের। পাপুয়া নিউগিনির বিপক্ষে আগামীকালের ম্যাচে শুধু জিতলেই হচ্ছে না, জয়টা হতে হবে অন্তত তিন রানের বা তিন বল আগেই।
‘বি’ গ্রুপের প্রতিটি দলই এখন পর্যন্ত ২টি করে ম্যাচ খেলেছে। নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে কেবল স্কটল্যান্ড। দুই জয়ে ৪ পয়েন্টের সঙ্গে +.৫৭ রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কাইল কোয়েৎজারের দল। এক ম্যাচ জিতে ওমান আছে পয়েন্ট টেবিলের দুইয়ে। এক ম্যাচ জিতেও রানরেটের কারণে বাংলাদেশের অবস্থান তিনে। চার নম্বরে থাকা পাপুয়া নিউগিনি হেরেছে দুটি ম্যাচেই। আগামীকাল প্রথম রাউন্ডের শেষ ম্যাচ খেলবে ‘বি’ গ্রুপের দলগুলো।
আগামীকাল দিনের প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ এবং পাপুয়া নিউগিনি আর রাতের ম্যাচে স্কটল্যান্ডের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। বাংলাদেশ যদি পাপুয়া নিউগিনিকে হারাতে পারে আর রাতের ম্যাচে স্কটল্যান্ড জয় পায় ওমানের বিপক্ষে তবে কোন জটিল সমীকরণ ছাড়াই সুপার টুয়েলভসের রাস্তা পরিষ্কার হবে বাংলাদেশের। সে ক্ষেত্রে গ্রুপ রানার্সআপ আপ হয়ে বাংলাদেশ যাবে সুপার টুয়েলভসে। আর তিন ম্যাচের তিনটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্কটল্যান্ড যাবে পরের রাউন্ডে।
তবে আগামীকাল যদি বাংলাদেশ জেতে এবং পরের ম্যাচে ওমান জয় পায় তবে বাংলাদেশ, ওমান ও স্কটল্যান্ডের পয়েন্ট দাঁড়াবে চার। তিন দলের পয়েন্ট সমান হলে দুটি ম্যাচের ফল ও সেই হিসেবে রান রেটের ভিত্তিতে দুটি দল সুপার টুয়েলভসে কোয়ালিফাই করবে। রাতের ম্যাচে ওমান স্কটল্যান্ডের বিপক্ষে যদি জেতে আর বাংলাদেশ পাপুয়া নিউগিনির বিপক্ষে কমপক্ষে ৩ রানের ব্যবধানে জয় পেলে রান রেটে পিছিয়ে যাবে স্কটল্যান্ড। সে ক্ষেত্রে বাদ পড়বে স্কটিশরা।
ওমানের বিপক্ষে গতকাল ২৬ রানের জয়ে গুরুত্বপূর্ণ এক জয় পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের রাউন্ড অর্থাৎ, সুপার টুয়েলভসে খেলতে হলেও আরও একটি জয় দরকার মাহমুদউল্লাহর দলের। পাপুয়া নিউগিনির বিপক্ষে আগামীকালের ম্যাচে শুধু জিতলেই হচ্ছে না, জয়টা হতে হবে অন্তত তিন রানের বা তিন বল আগেই।
‘বি’ গ্রুপের প্রতিটি দলই এখন পর্যন্ত ২টি করে ম্যাচ খেলেছে। নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে কেবল স্কটল্যান্ড। দুই জয়ে ৪ পয়েন্টের সঙ্গে +.৫৭ রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কাইল কোয়েৎজারের দল। এক ম্যাচ জিতে ওমান আছে পয়েন্ট টেবিলের দুইয়ে। এক ম্যাচ জিতেও রানরেটের কারণে বাংলাদেশের অবস্থান তিনে। চার নম্বরে থাকা পাপুয়া নিউগিনি হেরেছে দুটি ম্যাচেই। আগামীকাল প্রথম রাউন্ডের শেষ ম্যাচ খেলবে ‘বি’ গ্রুপের দলগুলো।
আগামীকাল দিনের প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ এবং পাপুয়া নিউগিনি আর রাতের ম্যাচে স্কটল্যান্ডের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। বাংলাদেশ যদি পাপুয়া নিউগিনিকে হারাতে পারে আর রাতের ম্যাচে স্কটল্যান্ড জয় পায় ওমানের বিপক্ষে তবে কোন জটিল সমীকরণ ছাড়াই সুপার টুয়েলভসের রাস্তা পরিষ্কার হবে বাংলাদেশের। সে ক্ষেত্রে গ্রুপ রানার্সআপ আপ হয়ে বাংলাদেশ যাবে সুপার টুয়েলভসে। আর তিন ম্যাচের তিনটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্কটল্যান্ড যাবে পরের রাউন্ডে।
তবে আগামীকাল যদি বাংলাদেশ জেতে এবং পরের ম্যাচে ওমান জয় পায় তবে বাংলাদেশ, ওমান ও স্কটল্যান্ডের পয়েন্ট দাঁড়াবে চার। তিন দলের পয়েন্ট সমান হলে দুটি ম্যাচের ফল ও সেই হিসেবে রান রেটের ভিত্তিতে দুটি দল সুপার টুয়েলভসে কোয়ালিফাই করবে। রাতের ম্যাচে ওমান স্কটল্যান্ডের বিপক্ষে যদি জেতে আর বাংলাদেশ পাপুয়া নিউগিনির বিপক্ষে কমপক্ষে ৩ রানের ব্যবধানে জয় পেলে রান রেটে পিছিয়ে যাবে স্কটল্যান্ড। সে ক্ষেত্রে বাদ পড়বে স্কটিশরা।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৩ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৪ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৫ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৫ ঘণ্টা আগে