Ajker Patrika

এবার কোহলির ‘অন্য রকম’ সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ২১: ২০
টি-টোয়েন্টি ক্রিকেট ফিফটির সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি ক্রিকেট ফিফটির সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

ব্যাট হাতে দারুণ ছন্দে বিরাট কোহলি। আজ আইপিএলে রাজস্থান রয়্যালসকে ৯ উইকেটে হারানোর ম্যাচে অন্যরকম এক সেঞ্চুরি করলেন ভারতের সাবেক অধিনায়ক। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বেরিয়ে এসে লং-অন দিয়ে বিশাল ছক্কায় পূর্ণ করলেন ফিফটি। তাতেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০৫ ম্যাচে তাঁর শততম ফিফটি হয়ে গেল।

ভারতের প্রথম ও বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিফটির সেঞ্চুরির কীর্তি গড়লেন কোহলি। ১০৮টি ফিফটি নিয়ে সবার ওপরে আছেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। তাঁদের দুজনের পরে আছেন পাকিস্তানের বাবর আজম। ৩০০ ইনিংসে ৯০টি ফিফটি তাঁর। ৮৮টি ফিফটি করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্রিস গেইল।

রাজস্থানকে হারিয়ে ৬ ম্যাচে ৪ জয় তুলে নিল কোহলির দল র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জয়পুরে রাজস্থানের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য ১৫ বল হাতে রেখেই তাড়া করেছে বেঙ্গালুরু। ফিল সল্ট ৩৩ বলে ৬৫ ও কোহলি ৪৫ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। রাতের ম্যাচের আগ পর্যন্ত পয়েন্ট টেবিলের তিনেই আছে বেঙ্গালুরু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত