ক্রীড়া ডেস্ক
একের পর এক চমক দেখিয়েই যাচ্ছে পাকিস্তান! প্রথম ইনিংসে ৫০০+ রান করেও ইতিহাসের প্রথম দল হিসেবে ইনিংস ব্যবধানে হার।হতাশ হয়ে দলের সেরা ব্যাটার বাবর আজমকে দল থেকে বাদ দেওয়া হয়। এখানেই শেষ নয়, প্রথম টেস্টের ভেন্যু মুলতানে আজ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে বিশেষজ্ঞ ৩ স্পিনার খেলাবে পাকিস্তান। আর টেস্ট খেলা হবে প্রথম টেস্টের উইকেটেই!
শেষের দুটি সিদ্ধান্ত টেস্ট জেতার মরিয়া প্রচেষ্টা হিসেবেই হয়তো নেওয়া হয়েছে। প্রথম টেস্টে বিব্রতকর হারের পর পাকিস্তান অধিনায়ক শান মাসুদ হতাশ হয়ে জানিয়েছিলেন, ২০ উইকেট নেওয়ার মতো সামর্থ্য তাঁর দলের বোলারদের নেই! তাই দল থেকে বাদ দেওয়া হয়েছে দুই স্ট্রাইক পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে। নেওয়া হয়েছে তিন স্পিনার—বাঁহাতি নোমান আলী, লেগ স্পিনার জাহিদ মাহমুদ এবং অফ স্পিনার সাজিদ খানকে। অভিষেকের প্রত্যাশা নিয়ে দলে ঢোকা কামরান গুলামও স্পিন অলরাউন্ডার। পেস বোলার বলতে আছেন শুধু অলরাউন্ডার আমের জামাল।
তো হঠাৎ পেস থেকে পাকিস্তানের মুখ ফিরিয়ে নেওয়ার কারণ কী! প্রথম টেস্টে ব্যর্থতাই যদি বাবর-শাহিন-নাসিমদের বাদ পড়ার কারণ হয়, তাহলে এই প্রশ্নটাও আসে—মুলতানে প্রথম টেস্টে স্বাগতিক স্পিনাররাও কি খুব বেশি ভালো করেছেন? উত্তরটা ‘না’ হলেও স্পিনারদের ওপরই আস্থা রাখছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। কারণ, মুলতানের সেই পিচে পেসারদের জন্য কিছুই ছিল না। তবে আজ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে যাতে স্পিনাররা কিছু করতে পারেন, সে জন্য প্রথম টেস্টের পিচটাকেই দ্বিতীয় টেস্টে ব্যবহারের সিদ্ধান্ত আয়োজকদের।
এই সিদ্ধান্ত জানার পর পিচ পরখ করেছেন ইংল্যান্ডের কিউই কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও পাকিস্তানের অজি কোচ জেসন গিলেস্পি।পাঁচ দিন খেলার পর উইকেটে ছোটখাটো ফাটল যে ধরবেই, সেটি কে না জানে! তার সুবিধা নিতেই একই পিচে দ্বিতীয় টেস্ট আয়োজনের সিদ্ধান্ত। এর সঙ্গে বিশেষজ্ঞ তিন স্পিনার নিয়ে পাকিস্তানের মাঠে নামার সিদ্ধান্ত এটাই প্রমাণ করে, স্পিনে ইংলিশদের ঘায়েল করতে চায় তারা!
পাকিস্তান তাতে সফল হবে কি না, সেটা সময়ই বলবে, তবে এই টেস্ট দিয়ে প্রায় দুই মাস পর টেস্টে ফিরছেন বেন স্টোকস! অধিনায়ককে ফিরে পাওয়া—এগিয়ে থাকা সিরিজে ইংল্যান্ডের জন্য এটাও আরেক অনুপ্রেরণা।
একের পর এক চমক দেখিয়েই যাচ্ছে পাকিস্তান! প্রথম ইনিংসে ৫০০+ রান করেও ইতিহাসের প্রথম দল হিসেবে ইনিংস ব্যবধানে হার।হতাশ হয়ে দলের সেরা ব্যাটার বাবর আজমকে দল থেকে বাদ দেওয়া হয়। এখানেই শেষ নয়, প্রথম টেস্টের ভেন্যু মুলতানে আজ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে বিশেষজ্ঞ ৩ স্পিনার খেলাবে পাকিস্তান। আর টেস্ট খেলা হবে প্রথম টেস্টের উইকেটেই!
শেষের দুটি সিদ্ধান্ত টেস্ট জেতার মরিয়া প্রচেষ্টা হিসেবেই হয়তো নেওয়া হয়েছে। প্রথম টেস্টে বিব্রতকর হারের পর পাকিস্তান অধিনায়ক শান মাসুদ হতাশ হয়ে জানিয়েছিলেন, ২০ উইকেট নেওয়ার মতো সামর্থ্য তাঁর দলের বোলারদের নেই! তাই দল থেকে বাদ দেওয়া হয়েছে দুই স্ট্রাইক পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে। নেওয়া হয়েছে তিন স্পিনার—বাঁহাতি নোমান আলী, লেগ স্পিনার জাহিদ মাহমুদ এবং অফ স্পিনার সাজিদ খানকে। অভিষেকের প্রত্যাশা নিয়ে দলে ঢোকা কামরান গুলামও স্পিন অলরাউন্ডার। পেস বোলার বলতে আছেন শুধু অলরাউন্ডার আমের জামাল।
তো হঠাৎ পেস থেকে পাকিস্তানের মুখ ফিরিয়ে নেওয়ার কারণ কী! প্রথম টেস্টে ব্যর্থতাই যদি বাবর-শাহিন-নাসিমদের বাদ পড়ার কারণ হয়, তাহলে এই প্রশ্নটাও আসে—মুলতানে প্রথম টেস্টে স্বাগতিক স্পিনাররাও কি খুব বেশি ভালো করেছেন? উত্তরটা ‘না’ হলেও স্পিনারদের ওপরই আস্থা রাখছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। কারণ, মুলতানের সেই পিচে পেসারদের জন্য কিছুই ছিল না। তবে আজ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে যাতে স্পিনাররা কিছু করতে পারেন, সে জন্য প্রথম টেস্টের পিচটাকেই দ্বিতীয় টেস্টে ব্যবহারের সিদ্ধান্ত আয়োজকদের।
এই সিদ্ধান্ত জানার পর পিচ পরখ করেছেন ইংল্যান্ডের কিউই কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও পাকিস্তানের অজি কোচ জেসন গিলেস্পি।পাঁচ দিন খেলার পর উইকেটে ছোটখাটো ফাটল যে ধরবেই, সেটি কে না জানে! তার সুবিধা নিতেই একই পিচে দ্বিতীয় টেস্ট আয়োজনের সিদ্ধান্ত। এর সঙ্গে বিশেষজ্ঞ তিন স্পিনার নিয়ে পাকিস্তানের মাঠে নামার সিদ্ধান্ত এটাই প্রমাণ করে, স্পিনে ইংলিশদের ঘায়েল করতে চায় তারা!
পাকিস্তান তাতে সফল হবে কি না, সেটা সময়ই বলবে, তবে এই টেস্ট দিয়ে প্রায় দুই মাস পর টেস্টে ফিরছেন বেন স্টোকস! অধিনায়ককে ফিরে পাওয়া—এগিয়ে থাকা সিরিজে ইংল্যান্ডের জন্য এটাও আরেক অনুপ্রেরণা।
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনও ছন্দ ধরে রেখেই এগোচ্ছিল। গতকালের ২ উইকেটে ৩০৭ থেকে আজ পৌঁছে যায় ৩৮৬ রানে। তারপরই ৫ রানে তিন উইকেট হারায় তারা (৩৯১ /৫)। প্রোটিয়াদের পাঁচটি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম। এ বাঁহাতি স্পিনার একাই যেন বাংলাদেশ।
৩১ মিনিট আগে২০২২ সালের ১৯ সেপ্টেম্বর; দিনটি যেন মারিয়া-মনিকাদের জন্যই সেজেছিল। সেদিন স্বাগতিকদের পনেরো হাজার দর্শককে কাঁদিয়ে স্বপ্ন জয়ের গল্প লিখেছিলেন বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফে এবার একই মঞ্চে আরও একবার উৎসবের পালা। প্রতিপক্ষও নেপাল। তবে এর মধ্যে কেটে গেছে ৭৭২ দিন। এই সময়ের পরিক্রমায় ব
১ ঘণ্টা আগেবুজ পাহাড়ে ঘেরা নেপাল। দূর থেকে ছোট্ট ছোট্ট গ্রামের সারি দেখলে যে কারও প্রাণ ভরে যাওয়ার কথা। যেখানে বছরের বেশির ভাগ সময় পাহাড়ের চূড়াগুলো থাকে সাদা বরফে ঢাকা। এমন শ্বেত সুন্দর হিমালয়ের বুকে আজ আরেকটি আশাজাগানিয়া ফাইনাল খেলতে নামছেন বাংলাদেশের মেয়েরা।
২ ঘণ্টা আগেসময়টা ভালো যাচ্ছে না জামাল ভূঁইয়ার। এবারের ঘরোয়া মৌসুমে শুরু থেকে ক্লাবের জার্সিতে মাঠে নামা হবে না তাঁর। এবার আরেকটি দুঃসংবাদ। নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচের দলেও জায়গা হলো না এই তারকা মিডফিল্ডারের।
২ ঘণ্টা আগে