রানা আব্বাস, মাসকাট থেকে
ওমানে ফুটবল জনপ্রিয় হলেও মাসকাটের বেশির ভাগ ইংরেজি পত্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপের খবর বেশ গুরুত্বের সঙ্গেই ছাপছে। ক্রেডিট লাইনে নাম দেখে অবশ্য বোঝা যাচ্ছে বেশির ভাগ সাংবাদিক ভারতীয় বংশোদ্ভূত। আর ইংরেজি পত্রিকার অধিকাংশ পাঠক যেহেতু প্রবাসীরা, ক্রিকেটকে বেশি গুরুত্ব দেওয়ার কারণও এটি। গতকাল সোমবার মাসকাটের ইংরেজি পত্রিকাগুলোর বেশ বড় অংশজুড়ে থেকেছে বাংলাদেশের হার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হারের পর স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের পরিবেশ একটু গুমোট হয়ে গেছে। পরশু ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বিষণ্ন মনে বলেছেন, ‘এই মুহূর্তে আমার হতাশ না হয়ে কোনো উপায় নেই।’
আইসিসির সহযোগী একটা দেশের কাছে হারের যন্ত্রণা কতটা, বাংলাদেশ সেটা আগেও টের পেয়েছে। গত রোববার সেটিই আবার নতুন করে পেল। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ যখন সংবাদ সম্মেলন শুরু করবেন, তখন স্কটিশরা চিৎকার করে জয়োৎসব করেছে। সেই গা–জ্বলুনি চিৎকারে মাহমুদউল্লাহকে কথা থামিয়ে চুপচাপ বসে পর্যন্ত থাকতে হয়েছে। ভাইরাল হয়ে যাওয়া ভিডিও গতকাল স্কটল্যান্ড ক্রিকেটও পোস্ট করেছে নিজেদের ফেসবুক পেজে। সেখানে তারা লিখেছে, ‘দুঃখিত, পরে এটা আমরা আস্তে করব।’
বাংলাদেশকে হারিয়ে স্কটল্যান্ডও মজা নিচ্ছে! মজা নিতে পারে ওমানও, যদি আজ পা হড়কায় বাংলাদেশ। এমনি স্বাগতিকেরা নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ১০ উইকেটে উড়িয়ে আছে ফুরফুরে মেজাজে। সেখানে বাংলাদেশ স্কটিশদের কাছে হেরে পড়ে গেছে বিষম চাপে। প্রথম রাউন্ডের বাকি দুটি ম্যাচই বাংলাদেশের কাছে হয়ে গেছে বাঁচা-মরার ম্যাচ! এ কারণেই গতকাল সন্ধ্যায় আল আমেরাত স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলনে পুরো দলই এসেছে।
তার আগে বিকেলে টিম ম্যানেজমেন্টকে নিয়ে জুম মিটিং সেরেছেন দলের খেলা দেখতে মাসকাটে আসা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাঁর মিটিংয়ে ছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ, অলরাউন্ডার সাকিব আল হাসান, কোচ রাসেল ডমিঙ্গো ও খেলা দেখতে মাসকাটে আসে বিসিবি পরিচালক আকরাম খান।
মিটিংয়ের পর শহরের হোটেল শেরাটনে কথা বলেন পাপন। বিসিবি সভাপতি জানিয়েছেন, স্কটল্যান্ডের কাছে হারটা তিনি কিছুতেই মানতে পারছেন না। তিনি বলেন, ‘সহযোগী দলগুলোর কাছে খেলতে গিয়ে এত পরিকল্পনা, চিন্তা, কষ্ট করতে হচ্ছে, আমরা এসব দেখতে অভ্যস্ত নই!’
পাপন প্রশ্ন তুলেছেন স্কটিশদের বিপক্ষে ডেথ ওভারে বাংলাদেশের বোলারদের ব্যয়বহুল বোলিং নিয়ে। পাপন চিন্তিত ব্যাটারদের ভাবনা নিয়েও। বাংলাদেশের টপ অর্ডার পাওয়ার–প্লে কাজে লাগাতে পারছে না। পরে প্রয়োজনীয় রানরেট বেড়ে যাচ্ছে। আর প্রতিপক্ষের ফিল্ডাররা যখন ছড়িয়ে পড়ছেন, তখন শট খেলতে গিয়ে সীমানার কাছে ক্যাচ আউট হয়ে ফিরছেন। শুধু বিসিবি সভাপতিই নন, বাংলাদেশ দলের কেউ আসলে এই ভুলগুলোর পুনরাবৃত্তি চান না আজ ওমানের বিপক্ষে।
গতকাল সংবাদ সম্মেলনে আসা কোচ ডমিঙ্গো অবশ্য আশাবাদী, তাঁর শিষ্যরা ইতিবাচক ক্রিকেট খেলেই সুপার টুয়েলভসে উঠবেন। বাঁচা-মরার ম্যাচে আজ একাদশে পরিবর্তন আসছে। ওপেনার মোহম্মদ নাঈমকে একাদশে ফেরানোর কথা বললেন ডমিঙ্গো। নাঈমকে জায়গা দিতে একাদশে বাইরে চলে যেতে পারেন সৌম্য সরকার। আর পিঠের চোট কাটিয়ে ওঠা মাহমুদউল্লাহ আজ বোলিং করতে পারেন।
ওমানে ফুটবল জনপ্রিয় হলেও মাসকাটের বেশির ভাগ ইংরেজি পত্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপের খবর বেশ গুরুত্বের সঙ্গেই ছাপছে। ক্রেডিট লাইনে নাম দেখে অবশ্য বোঝা যাচ্ছে বেশির ভাগ সাংবাদিক ভারতীয় বংশোদ্ভূত। আর ইংরেজি পত্রিকার অধিকাংশ পাঠক যেহেতু প্রবাসীরা, ক্রিকেটকে বেশি গুরুত্ব দেওয়ার কারণও এটি। গতকাল সোমবার মাসকাটের ইংরেজি পত্রিকাগুলোর বেশ বড় অংশজুড়ে থেকেছে বাংলাদেশের হার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হারের পর স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের পরিবেশ একটু গুমোট হয়ে গেছে। পরশু ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বিষণ্ন মনে বলেছেন, ‘এই মুহূর্তে আমার হতাশ না হয়ে কোনো উপায় নেই।’
আইসিসির সহযোগী একটা দেশের কাছে হারের যন্ত্রণা কতটা, বাংলাদেশ সেটা আগেও টের পেয়েছে। গত রোববার সেটিই আবার নতুন করে পেল। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ যখন সংবাদ সম্মেলন শুরু করবেন, তখন স্কটিশরা চিৎকার করে জয়োৎসব করেছে। সেই গা–জ্বলুনি চিৎকারে মাহমুদউল্লাহকে কথা থামিয়ে চুপচাপ বসে পর্যন্ত থাকতে হয়েছে। ভাইরাল হয়ে যাওয়া ভিডিও গতকাল স্কটল্যান্ড ক্রিকেটও পোস্ট করেছে নিজেদের ফেসবুক পেজে। সেখানে তারা লিখেছে, ‘দুঃখিত, পরে এটা আমরা আস্তে করব।’
বাংলাদেশকে হারিয়ে স্কটল্যান্ডও মজা নিচ্ছে! মজা নিতে পারে ওমানও, যদি আজ পা হড়কায় বাংলাদেশ। এমনি স্বাগতিকেরা নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ১০ উইকেটে উড়িয়ে আছে ফুরফুরে মেজাজে। সেখানে বাংলাদেশ স্কটিশদের কাছে হেরে পড়ে গেছে বিষম চাপে। প্রথম রাউন্ডের বাকি দুটি ম্যাচই বাংলাদেশের কাছে হয়ে গেছে বাঁচা-মরার ম্যাচ! এ কারণেই গতকাল সন্ধ্যায় আল আমেরাত স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলনে পুরো দলই এসেছে।
তার আগে বিকেলে টিম ম্যানেজমেন্টকে নিয়ে জুম মিটিং সেরেছেন দলের খেলা দেখতে মাসকাটে আসা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাঁর মিটিংয়ে ছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ, অলরাউন্ডার সাকিব আল হাসান, কোচ রাসেল ডমিঙ্গো ও খেলা দেখতে মাসকাটে আসে বিসিবি পরিচালক আকরাম খান।
মিটিংয়ের পর শহরের হোটেল শেরাটনে কথা বলেন পাপন। বিসিবি সভাপতি জানিয়েছেন, স্কটল্যান্ডের কাছে হারটা তিনি কিছুতেই মানতে পারছেন না। তিনি বলেন, ‘সহযোগী দলগুলোর কাছে খেলতে গিয়ে এত পরিকল্পনা, চিন্তা, কষ্ট করতে হচ্ছে, আমরা এসব দেখতে অভ্যস্ত নই!’
পাপন প্রশ্ন তুলেছেন স্কটিশদের বিপক্ষে ডেথ ওভারে বাংলাদেশের বোলারদের ব্যয়বহুল বোলিং নিয়ে। পাপন চিন্তিত ব্যাটারদের ভাবনা নিয়েও। বাংলাদেশের টপ অর্ডার পাওয়ার–প্লে কাজে লাগাতে পারছে না। পরে প্রয়োজনীয় রানরেট বেড়ে যাচ্ছে। আর প্রতিপক্ষের ফিল্ডাররা যখন ছড়িয়ে পড়ছেন, তখন শট খেলতে গিয়ে সীমানার কাছে ক্যাচ আউট হয়ে ফিরছেন। শুধু বিসিবি সভাপতিই নন, বাংলাদেশ দলের কেউ আসলে এই ভুলগুলোর পুনরাবৃত্তি চান না আজ ওমানের বিপক্ষে।
গতকাল সংবাদ সম্মেলনে আসা কোচ ডমিঙ্গো অবশ্য আশাবাদী, তাঁর শিষ্যরা ইতিবাচক ক্রিকেট খেলেই সুপার টুয়েলভসে উঠবেন। বাঁচা-মরার ম্যাচে আজ একাদশে পরিবর্তন আসছে। ওপেনার মোহম্মদ নাঈমকে একাদশে ফেরানোর কথা বললেন ডমিঙ্গো। নাঈমকে জায়গা দিতে একাদশে বাইরে চলে যেতে পারেন সৌম্য সরকার। আর পিঠের চোট কাটিয়ে ওঠা মাহমুদউল্লাহ আজ বোলিং করতে পারেন।
ভুটানের নারী লিগে পারো এফসির হয়ে খেলবেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। এক সপ্তাহ আগেই ভুটানে পৌঁছে অনুশীলন। শুরু করে দিয়েছেন তাঁরা। আজ ভুটানের বিমান ধরেছেন আরও পাঁচ ফুটবলার।
২ মিনিট আগেহায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গত রাতে অভিষেক শর্মার ব্যাটিংটা ছিল ভিডিও গেমসের মতোই। বোলারদের যেভাবে বলে কয়ে চার-ছক্কা মেরেছেন, সেটা দেখে অনেকেই তাজ্জব বনে গেছেন। বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের এই তরুণ ব্যাটার তছনছ করে দিয়েছেন রেকর্ড বইয়ের পাতা।
২৪ মিনিট আগেজয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও কোচ সারোয়ার ইমরান। ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত সেই জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তবে সে ম্যাচে এমন দুর্দান্ত পারফরম্যান্স করেছে যে দলকে নিয়ে বেড়ে গেছে প্রত্যাশা।
১ ঘণ্টা আগেহারতেই যেন ভুলে গেছে বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে টানা ২৪ ম্যাচ অপরাজিত বার্সা। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—সব জায়গাতেই দুর্দান্ত খেলছে বার্সা।
১ ঘণ্টা আগে